অস্ট্রেলিয়ার এসিটিতে ভিসা পলিসি পরিবর্তনের ফলে বিপাকে শিক্ষার্থীরা

স্কিলড মাইগ্রেশন ভিসার ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ পয়েন্ট অর্জনের আশায় ক্যানবেরায় পাড়ি জমিয়েছিলেন কানিশ চাগ নামের একজন আন্তর্জাতিক শিক্ষার্থী। কিন্তু, হঠাৎ করে এসিটি সরকার তাদের স্টেট নমিনেশন প্রদানের নীতিমালা পরিবর্তন করে। ফলে বিপাকে পড়ে গেছেন কানিশ ও তার মতো অন্যান্য শিক্ষার্থীরা।

Australian citizenship

Source: AAP

অস্ট্রেলিয়ায় এসিটি (অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি) সরকার হঠাৎ করে তাদের ভিসা পলিসি পরিবর্তন করায় বিপাকে পড়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

এ বছরের শুরুর দিকে কানিশ চাগ নামের এক আন্তর্জাতিক ছাত্র ক্যানবেরায় যান এমবিএ কোর্স করতে। ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে তার উদ্দেশ্য ছিল এর ফলে তিনি অতিরিক্ত পাঁচ পয়েন্ট লাভ করবেন এবং স্কিল মাইগ্রেশন ভিসার ক্ষেত্রে তা তাকে এগিয়ে দিবে।

তিনি এসবিএস হিন্দিকে বলেন,

“আমার ৭৫ পয়েন্ট রয়েছে। এখানে প্রতিযোগিতা অনেক তীব্র। মাত্র গুটি কয়েকজন অ্যাকাউন্টেন্টকে প্রতিবছর ডাকা হয়। আমি যখন শুনলাম যারা ক্যানবেরায় বাস করে তাদেরকে স্টেট নমিনেশন দেওয়া হয়, তখন আমি এখানে চলে আসলাম। আমি আশা করেছিলাম এভাবে আমি আরও পাঁচ পয়েন্ট লাভ করবো।”

জুলাই ২০১৭ থেকে এসিটি সরকার স্টেট নমিনেশন দেওয়ার বিধান চালু করে। ‘ইন-ডিমান্ড’ জবগুলোর তালিকায় যেসব পেশা ‘ওপেন’ হিসেবে তালিকাভুক্ত ছিল না সেগুলোর ক্ষেত্রে তারা স্টেট নমিনেশন দেওয়ার কথা বলেছিল। আর, যারা ইতোমধ্যে এসিটিতে বসবাস করছেন তাদের জন্য ছিল এই সুযোগ।

কেউ যদি এটা প্রমাণ করতে পারতেন যে, তিনি এসিটি-তে স্টুডেন্ট ভিসা কিংবা গ্রাজুয়েট ভিসা নিয়ে কমপক্ষে ১২ মাস বসবাস করেছেন এবং সেই সময়ে তিনি সেখানে সার্টিফিকেট থ্রি কিংবা উচ্চতর পর্যায়ে পড়াশোনা করেছেন, সে ক্ষেত্রে তিনি স্টেট নমিনেশন লাভের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন।

এই কারণে, কানিশের মতো অনেকেই ক্যানবেরাতে গিয়েছেন। কিন্তু, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি সরকার এই নিয়মের পরিবর্তন করায় তারা সকলেই বিপাকে পড়েছেন। অতিরিক্তি এই পাঁচ পয়েন্ট অর্জনের জন্য যারা হাজার হাজার ডলার খরচ করে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তারাই এখন কষ্টের উপার্জন খরচ করে ফেলে আফসোস করছেন। সামান্য সময়ের ব্যবধানের জন্য যারা এই সুযোগ হারিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ নিজেকে ‘প্রতারিত’ মনে করছেন।
sad girl
Source: Pexels
শুধু কানিশের মতো যারা ক্যানবেরায় গিয়েছেন সে-রকম শত শত শিক্ষার্থী একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। পিটিশনটিতে এসিটি সরকারের প্রতি দাবি করা হয়েছে তাদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে, যারা ২৯ জুন ২০১৮ তে কিংবা তার আগে ভর্তি  হয়েছিল, তাদেরকে এসিটি নমিনেশনের জন্য আবেদনের সুযোগ দিতে। এই পিটিশনে দু’দিনেই ছয়শো’রও বেশি স্বাক্ষর জমা পড়েছে।
File image of ACT Chief Minister Andrew Barr
El Ministro Principal del ACT, Andrew Barr. Source: AAP

ভিসা প্রোগ্রাম পর্যালোচনা করবে এসিটি সরকার

এসিটি সরকার এখন বলছে, যারা সেখানে বসবাস করতে গিয়েছে তাদেরকে সহায়তা করার জন্য তারা আরও সহজ ও নমনীয় উপায় খুঁজছে।

 

এ সম্পর্কে আরও দেখুন নিচের লিঙ্কে:



 

Follow SBS Bangla on .


Share
Published 27 July 2018 4:25pm
Updated 29 August 2018 1:50pm
By Mosiqi Acharya
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand