Feature

সিডনির সাফাল উৎসবে বাংলাদেশ

'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি...' গানের সাথে লাল সবুজ পতাকার অনবদ্য পরিবেশনা ছিল সিডনি প্রবাসী বাংলাদেশী শিল্পীদের। পুরো সাংস্কৃতিক আয়োজনে এতটা নজড় কাড়েনি আর কেউ।

Cultural

Bangladeshi participants in SAFAL FEST. Source: Supplied

গত শুক্রবার সিডনির রাইড কাউন্সিলে হয়ে গেল তিনদিনব্যাপী 'সাফাল ফেস্ট'। যাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চলচ্চিত্র ও শিল্প- সাহিত্যের উপস্থাপন এবং পরিবেশনা করেন শিল্পীরা।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে অংশ নেয় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিল্পীগোষ্ঠীরা।
Cultural Festival
Source: Supplied
বাংলাদেশের পক্ষে চিত্র প্রদর্শনী করেন ইসলামিক ক্যালিগ্রাফার সাইফুল ইসলাম এবং পার্থ প্রতিম বালা। 

উৎসবের দ্বিতীয় দিনে রবীন্দ্রসংগীত, নজরুল গীতি, বাউল ও দেশাত্মবোধক গানের মনোমুগ্ধকর পরিবেশনা করেন শুভ্রা মুস্তারিন, খুরশিদ রেজা, লুৎফা খালিদ, ইয়াজ পারভেজ মিহির ও সাকিনা আক্তার। 

"বড় পরিসরে নিজ দেশের কৃষ্টি- কালচারকে উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে," বলেছেন সাকিনা।
Cultural Festival
Source: Supplied
তবে, উৎসবের বিভিন্ন ক্যটাগরিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অংশগ্রহণ ছিল খুবই কম। বিশেষ করে সাহিত্যে কোন অংশগ্রহণই ছিল না!‍

গত বছর শুধুমাত্র একজন বাংলাদেশী অংশ নিয়েছিলেন সাফাল উৎসবে।

এ বিষয়ে বাংলাদেশ পর্বের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাবরীন ফারুকী উশ্রী বলেন, "এমন একটা আয়োজন যে হয় তা আমাদের কমিউনিটির জানা ছিল না। এবারও আমরা একদম শেষ মুহূর্তে জানতে পেরেছি।"

"আগামী বছর আগে থেকেই সব ক্যাটাগরিতে আমরা আমাদের প্রতিনিধিত্ব নির্বাচন করে রাখব।"
Cultural Festival
Source: Supplied
উৎসবে উপস্থিত ছিলেন নিউসাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) গৃহায়ণ মন্ত্রী ভিক্টর ডমিনেলো, ফেডারেল এমপি জন এ্যালেক্সান্ডার, এনএসডাব্লিউ আইন পরিষদের সদস্য ড্যানিয়েল মুখিসহ আরো অনেকে।

অস্ট্রেলিয়ান সাউথ এশিয়ান ফোরাম, ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়, কমনওয়েলথ ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড আর্টস ও সিটি অব রাইড যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

Share
Published 8 October 2018 4:23pm
Updated 8 October 2018 4:47pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand