গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২০-এ সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবেশ

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২০ প্রকাশ করেছে এবং প্রথমবারের মত 'পরিবেশ' বিষয়টি বিরাট গুরুত্ব পেয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ২১শে জানুয়ারি থেকে সুইৎজারল্যাণ্ডের দাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সভায় 'বিশ্বকে রক্ষার করার' ব্যাপারেই আলোচনা হবে বেশি।

Climate Strike

বৈশ্বিক ঝুঁকি হিসেবে যে পাঁচটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার সবকটিই হলো পরিবেশগত Source: Likha Alcantara Facebook

বা বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২০-এ পরিবেশ ছাড়াও জলবায়ু সম্পর্কিত ইস্যু যেমন চরম তাপমাত্রা এবং ইকোসিস্টেমের ক্ষতিকেও তুলে ধরা হয়েছে। তাছাড়া বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক চাপকে স্বল্পমেয়াদি উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বিশ্বের বিভিন্ন স্থানে বন্যা এবং খরার পর যখন অস্ট্রেলিয়া মহাদেশ এবং পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজন জঙ্গল বুশফায়ারে বিপর্যস্ত এবং কিশোরী ক্লাইমেট এক্টিভিস্ট গ্রেটা থুনবার্গের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচনের ঘটনা থেকে আঁচ করা যায় পরিবেশগত বিষয়ই বিশ্বনেতাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে।
Greta Thunberg has been named Times youngest person of the year on 11 December 2019.
কিশোরী ক্লাইমেট এক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন Source: Time Magazine
বৈশ্বিক ঝুঁকি হিসেবে যে পাঁচটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো :

১. চরমভাবাপন্ন আবহাওয়া এবং এর ফলে বাড়িঘর এবং সম্পদের ক্ষয়ক্ষতি, অবকাঠামো ধ্বংস, এবং মানুষের প্রাণহানি। 

২. সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি কমানোর এবং খাপ খাইয়ে নেয়ার ব্যর্থতা।

৩. মানব-সৃষ্ট পরিবেশগত ক্ষয়ক্ষতি, এর মধ্যে পরিবেশগত অপরাধ যেমন, সমুদ্রে তেল পড়ে যাওয়া, তেজস্ক্রিয়তার কারণে দূষণ ইত্যাদি।

৪. মারাত্মক জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি এবং ভূমি ও সমুদ্রের ইকোসিস্টেমের বিপর্যয়; যা পরিবেশের জন্য অপূরণীয় ক্ষতি করেছে এবং সম্পদ নিঃশেষ করে ফেলেছে।

৫. ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির উদ্গিরণ, এবং জিওম্যাগনেটিক ঝড়ের মত মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়।
Environment, Climate Change,
জীববৈচিত্রের মারাত্মক ক্ষয়ক্ষতি এবং ভূমি ও সমুদ্রের ইকোসিস্টেমের বিপর্যয় অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে উঠে এসেছে Source: AAP
প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয় যদি সংশ্লিষ্টরা ভবিষ্যতের প্রস্তুতির পাশাপাশি আজকের পরিবেশগত পরিবর্তন এবং ভূরাজনৈতিক ডামাডোলের সাথে খাপ খাওয়াতে না পারে তবে অর্থনীতি, পরিবেশ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো  আরো তীব্র হয়ে উঠবে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে - এই সংকেত স্বীকার করেই নীতি-নির্ধারক এবং ব্যবসায়ী-উদ্যোক্তাদের কর্মপদ্ধতি ঠিক করতে হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্গ ব্রেন্ড বলেন, "রাজনৈতিক ভূ-দৃশ্যের মেরুকরণ ঘটেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট তাপমাত্রায় পৃথিবী পুড়ছে। এই বছরেই বিশ্ব নেতৃত্বকে সমাজের সকল ক্ষেত্রে একযোগে কাজ করতে হবে, স্বল্পমেয়াদে নয়, বরং ঝুঁকিগুলোকে শিকড় থেকে প্রতিরোধ করতে হবে। এমনভাবে যাতে সমাজের ক্ষতিপূরণ এবং পুনরুজ্জীবন সম্ভব হয়।"

আরো পড়ুন:  

Share
Published 17 January 2020 6:29pm
Presented by Shahan Alam
Source: World Economic Forum

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand