শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আছে বাংলাদেশের সিনেমাও

দ্য শো মাস্ট গো অন, করোনা কালে এই মন্ত্র মেনেই শুরু হয়ে গেল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে দেখানো হবে বাংলাদেশের সিনেমা 'নোনা জলের কাব্য'।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Source: পার্থ মুখোপাধ্যায়

কোভিড পরিস্থিতির জন্য অন্যান্যবারের মতো কলকাতায় এসে মমতা দিদি’র সঙ্গে উৎসবের উদ্বোধনে যোগ দিতে পারেননি শাহরুখ খান। তাই ভারচুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মুম্বই থেকে প্রিয় কলকাতার সিনেপ্রেমীদের উৎসবে যোগ দিলেন শাহরুখ কিং খান। জানিয়েছেন,২০১১ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সবসময় এসেছেন।এবার না আসতে পারায় মনটা খারাপ। কলকাতা তাঁর কাছে পরিবারের মতো। 

শাহরুখ বলেছেন,আমরা মানুষের ড্রয়িংরুমে প্রবেশ করতে পারি।করোনা কালেও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি।তাই এই বছরটা গোটা বিশ্বের বিনোদনের জন্য উৎসর্গ করা উচিত। তবে এমন একটা দিনে সবাইকে খুব মিস করছেন তিনি। মমতাদিকে এবার আলিঙ্গন করা হল না। পরেরবার এলে বেশি করে জড়িয়ে ধরবেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Source: পার্থ মুখোপাধ্যায়
এরপরই কিং খানের কাছে দিদির আবদার, রাখিতে আসতে হবে কিন্তু। শুটিং থেকে সময় বের করে। কথা দিয়ে দিয়েছেন প্রিয় ভাই শাহরুখ খানও।অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশ করে শাহরুখ খান বলেছেন, অতিমারি থেকে তিনি শিখেছেন,পরিবারই জীবনের সবচেয়ে দামী জিনিস। শাহরুখ খান বলেছেন, কলকাতা আমার পরিবার। পশ্চিমবঙ্গ আমার পরিবার। খুব দ্রুতই বাংলায় যাব।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এ বারের উৎসবের আগে বহু শিল্পীকে হারিয়েছি আমরা। তার দুঃখ রয়ে গিয়েছে।তবু স্বাস্থ্যবিধি মেনে উৎসব চালিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

হল মালিকদের কাছে আবেদন জানান, করোনাবিধি মেনে দর্শকদের ছবি দেখার ব্যবস্থা করে দিতে। উদ্বোধনে ছিলেন রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাংসদ নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, তনুশ্রী চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পায়েল সরকার, অরিন্দম শীল, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।ফিল্মোৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বড় অংশ। ছিলেন বলিউডের পরিচালক অনুভব সিন্‌হা। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। গ্ল্যামার বলতে ওই বাদশাহ’র উপস্থিতি। করোনা আবহে অন্যান্যবারের মতো এ বার ফিল্মোৎসবে সেই জাঁক নেই। জৌলুসও নেই। প্রত্যাশিত ভাবেই উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ও জোর দিয়েছেন করোনাবিধির উপর।

প্রতিবারই ফিল্মোৎসবের উদ্বোধনে কলকাতায় আসেন শাহরুখ খান। প্রতিবারই উদ্বোধন হয় নেতাজি ইন্ডোরে। বস্তুত, বাম আমলে নন্দনের ঘেরাটোপ থেকে বাইরে এনে ফিল্মোৎসবকে সার্বজনীন রূপ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনাচক্রে, তাঁর অন্যতম প্রিয় সেই অনুষ্ঠানই এ বার হয়েছে নবান্ন সভাঘরের ঘেরাটোপে।এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ-সৌমিত্র জুটির ,অপুর সংসার। ৪৫টি দেশের ৮১টি সিনেমা বেছে নিয়েছেন শ্রীজাত, সোহিনী সেনগুপ্তর মতো বিচারকরা।

বাইরের কোনও অতিথিকে এবার আমন্ত্রণ করা হয়নি। নন্দনের তিনটি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, টালিগঞ্জ রাধা স্টুডিওর সামনের চলচ্চিত্র শতবর্ষ ভবন এবং এক্সাইড ক্রসিংয়ের কলকাতা ইনফরমেশন সেন্টারে দেখানো হবে উৎসবের সিনেমা।
উৎসবে বাংলাদেশের সিনেমা 'নোনা জলের কাব্য' দেখানো হবে
উৎসবে বাংলাদেশের সিনেমা 'নোনা জলের কাব্য' দেখানো হবে Source: 26th Kolkata International Film Festival, mypixelstory.com
কোনও বেসরকারি হলে এবার সিনেমা দেখানো হচ্ছে না। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে প্রতিদিনই শিশির মঞ্চে দেখানো হচ্ছে তাঁর একটি করে সিনেমা। এছাড়াও থাকছে প্রদর্শনী। তাপস পাল, মনু মুখোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, অমলা শংকর, ইরফান খান, ঋষি কাপুর, কিম কি দুকের মতো প্রয়াত তারকাদের একটি করে সিনেমা দেখানো হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

উৎসবে বাংলাদেশের সিনেমা 'নোনা জলের কাব্য' দেখানো হবে ৱবীন্দ্র ভবন এবং নন্দন ফিল্ম সেন্টারে। সিনেমাটি নেটপ্যাক প্রতিযোগিতায় স্থান পেয়েছে। ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ও তাসনোভা তামান্না অভিনীত এই সিনেমার তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, এতে সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

আরো দেখুনঃ



 


Share
Published 13 January 2021 11:26am
Updated 13 January 2021 1:11pm
By Partha Mukhopadhyay
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand