অস্ট্রেলিয়ার কর্মসংস্থানের বড় শিল্পগুলি গত ২৫ বছরে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে

গত ২৫ বছরে অস্ট্রেলিয়ায় ম্যানুফ্যাকচারিং-এর মত শ্রমঘন শিল্পগুলোতে কর্মসংস্থান কমেছে, অপরদিকে হেলথ কেয়ার এন্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স খাতে ব্যাপক ভাবে বেড়েছে। গত সপ্তাহে প্রকাশিত অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্সের লেবার একাউন্ট ডাটা থেকে এই তথ্য পাওয়া যায়। এখানে ১৯৯৪ থেকে ২০১৯ পর্যন্ত ইন্ডাস্ট্রি ভিত্তিক পরিবর্তন তুলে ধরা হয়েছে।

Australian economy

অস্ট্রেলিয়ার কর্মসংস্থানের বড় শিল্পগুলির একটি চিত্র Source: Australian Bureau of Statistics

লেবার একাউন্টের এই ডাটায় চার ধরণের উপাত্ত ব্যবহার করা হয়েছে: কর্মসংস্থান, ব্যক্তি, লেবার ভলিউম, এবং পেমেন্ট। একই ফ্রেমেওয়ার্কের মধ্যে বোঝা যাবে কতগুলো জব সৃষ্টি হয়েছে বা কমেছে,  কতজন নিয়োগ পেয়েছেন বা হারিয়েছেন,  কত শ্রমঘন্টা ব্যয় হয়েছে এবং বেতন কাঠামো কিভাবে পরিবর্তন হয়েছে।

এই ডাটা থেকে দেখা যায় সেপ্টেম্বর ১৯৯৪ থেকে শুরু করে সেপ্টেম্বর ২০১৯-এ এসে ৬৪.৬ শতাংশ জব সৃষ্টি হয়েছে,  যার মধ্যে ৬৩.৬ শতাংশ পূরণ হয়েছে। 

হেলথ কেয়ার এন্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বর ২০১৯-এ এসে এটির আকার দাঁড়িয়েছে সকল ইন্ডাস্ট্রির মোট ১৩ শতাংশ যা কর্মসংস্থানের সবচেয়ে বড়ো খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে।  ১৯৯৪ সালে এর আকার ছিল ৯ শতাংশ। 

এদিকে ম্যানুফ্যাকচারিং শিল্পের আকার সবচেয়ে বেশি কমেছে। ১৯৯৪ সালে এটি মোট ইন্ডাস্ট্রির ১৩ শতাংশ নিয়ে কর্মসংস্থানের বৃহত্তম খাত ছিল। ২০১৯-এ এসে এর আকার এখন মাত্র ৬ শতাংশ এবং সেইসাথে এই খাতে কাজ কমেছে প্রায় ২ শত ৭০ হাজার।

অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সাপোর্ট সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে সেকেন্ডারি জবের সংখ্যা ১৯৯৪-এর তুলনায় ২০১৯-এ তিনগুন বেড়েছে। হেলথ কেয়ার এন্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স,  কনস্ট্রাকশন,  হোলসেল ট্রেড,  রিয়েল এস্টেট, রেন্টাল - এই খাতগুলোতে সেকেন্ডারি জব বেড়েছে  দ্বিগুন। 

সবচেয়ে বেশি শ্রমঘণ্টার প্রবৃদ্ধি হয়েছে প্রফেশনাল,  সাইন্টিফিক,  এন্ড টেকনিকাল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে,  এর পরেই আছে হেলথ কেয়ার এন্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি।

আরো একটি উল্লেখযোগ্য তুলনা এই লেবার একাউন্ট ডাটা থেকে পাওয়া যায় তা হলো পাবলিক এবং প্রাইভেট খাতের কর্মসংস্থান। ২০১০ সালের সেপ্টেম্বর কোয়ার্টার থেকে অদ্যাবধি পাবলিক সেক্টরে কাজের সংখ্যা বেড়েছে ১ শত ৯৮ হাজার একশত বা ১০.৪ শতাংশ। অন্যদিকে,  প্রাইভেট সেক্টরে চাকরির সংখ্যা বেড়েছে ১.৯ মিলিয়ন বা ১৮.৪ শতাংশ।

আরো পড়ুন:



Share
Published 17 December 2019 6:00pm
By Shahan Alam
Source: Australian Bureau of Statistics

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand