সীমান্ত বন্ধ থাকলেও কোনো কোনো অস্থায়ী অভিবাসী অস্ট্রেলিয়ায় প্রবেশে ‘প্রথমে অগ্রাধিকার’ পাবেন

অস্ট্রেলিয়ার সীমান্ত এখনও বন্ধ থাকায় কোনো কোনো অস্থায়ী অভিবাসী বিশেষ অগ্রাধিকার পাবেন। এসবিএস হিন্দিকে এ কথা বলেছেন অ্যাক্টিং ইমিগ্রেশন মিনিস্টার অ্যালান টাজ।

skilled migrants

Source: Getty

অভিবাসন ধীর গতির হয়ে গেলেও জেনারেল প্র্যাকটিশনার ড. প্যাটেল* সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেম্পোরারি ওয়ার্ক ভিসা পেয়েছেন।

তিনি বলেন, মেলবোর্নে তিনি একটি কাজ পেয়েছেন কিন্তু ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।

ভারত থেকে এসবিএস হিন্দিকে ড. প্যাটেল বলেন,

“মাত্র কয়েকদিন আগে আমি আমার ৪৮২ ভিসা পেয়েছি। আমি ট্রাভেল একজেম্পশনও পেয়েছি। মেলবোর্নে আমার জন্য জিপি হিসেবে একটি কাজ অপেক্ষা করছে। কিন্তু অস্ট্রেলিয়াগামী কোনো ফ্লাইট এই মুহূর্তে নেই। আমি একটি টিকিটের জন্য অপেক্ষা করছি।”

কোভিড-১৯ থেকে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দক্ষ ও প্রয়োজনীয় লোকদেরকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ড. প্যাটেল তাদেরই একজন।


হাইলাইটস

  • কতিপয় পেশার অস্থায়ী ভিসাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
  • প্রায়োরিটি মাইগ্রেশন স্কিলড অকুপেশন লিস্ট-এ ১৭ টি পেশা রয়েছে।
  • হেলথকেয়ার, কন্সট্রাকশন এবং আইটি সেক্টর অগ্রাধিকার পাচ্ছে।

১৭টি পেশার মধ্যে রয়েছে সফটওয়ার ইঞ্জিনিয়ার, চিফ একজিকিউটভ, সাইকিয়াট্রিস্ট এবং নার্স। সীমান্ত পুনরায় খুলে দেওয়ার আগে এসব পেশার অস্থায়ী ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন।
অস্ট্রেলিয়ার অ্যাক্টিং ইমিগ্রেশন মিনিস্টার অ্যালান টাজ এসবিএস হিন্দিকে এক প্রশ্নের উত্তরে বলেন, অস্থায়ী অভিবাসীদের ট্রাভেল একজেম্পশন আবেদনগুলো ক্রমাগত প্রক্রিয়াকরণ করে চলেছে সরকার। তবে, কতিপয় দক্ষ অস্থায়ী অভিবাসীকে অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন,

“ইতোমধ্যে স্বল্প-সংখ্যায় তারা ফিরে আসছে। আর, আমরা আবারও কতিপয় অস্থায়ী অভিবাসীর আবেদন প্রক্রিয়াকরণ করছি।”

তিনি আরও বলেন, নতুন প্রায়োরিটি স্কিলড অকুপেশন লিস্ট (PMSOL) এর আওতায় যারা পড়বে তাদের আবেদনগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

“মাত্র কয়েকদিন আগে আমি একটি নতুন প্রায়োরিটি স্কিলস শর্টেজ লিস্ট-এর ঘোষণা করেছিলাম যেখানে ১৭টি পেশার উল্লেখ ছিল। আর, সেগুলোকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা সীমান্তে স্বয়ংক্রিয়ভাবে একজেম্পশন লাভ করবে এবং এখানে আসতে পারবে।”
Minister for Cities Alan Tudge at a press conference at Parliament House in Canberra, Thursday, July 9, 2020. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Minister for Cities Alan Tudge at a press conference at Parliament House in Canberra. Source: AAP
PMSOL এ মূলত হেলথকেয়ার, কন্সট্রাকশন এবং ইনফরমেশন টেকনোলজি খাতের পেশাগুলো রয়েছে।

প্রায়োরিটি মাইগ্রেশন স্কিলড অকুপেশন লিস্ট

এই ১৭ টি পেশা (ANZSCO কোডসহ) হলো:

Chief Executive or Managing Director (111111)

Construction Project Manager (133111)

Mechanical Engineer (233512)

General Practitioner (253111)

Resident Medical Officer (253112)

Psychiatrist (253411)

Medical Practitioner nec (253999)

Midwife (254111)

Registered Nurse (Aged Care) (254412)

Registered Nurse (Critical Care and Emergency) (254415)

Registered Nurse (Medical) (254418)

Registered Nurse (Mental Health) (254422)

Registered Nurse (Perioperative) (254423)

Registered Nurses nec (254499)

Developer Programmer (261312)

Software Engineer (261313)

Maintenance Planner (312911)

ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘PMSOL-এর অন্তর্ভুক্ত কোনো পেশাসহ এমপ্লয়ার-স্পন্সরড নমিনেশন এবং ভিসা আবেদনগুলোকে প্রক্রিয়াকরণে অগ্রাধিকার প্রদান করা হবে। অন্যান্য সকল স্কিলড অকুপেশন লিস্ট সক্রিয় থাকবে, তবে, PMSOL অকুপেশন্স অগ্রাধিকার পাবে।’

মিস্টার টাজ বলেন,

“অস্ট্রেলিয়ানদেরকে কাজে ফিরিয়ে আনা আমাদের অগ্রগণ্য বিষয়। তবে, ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে সহায়তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-কর্মীরও প্রয়োজন আছে। আর, দক্ষ অভিবাসীরা কর্ম-সংস্থান বহুগুণ বাড়াবে এবং অর্থনৈতিক পুনর্গঠনে সহায়ক হবে।”

“হেলথকেয়ার, কন্সট্রাকশন এবং আইটি খাতে এসব পেশা কোভিড-১৯ প্রতিহত করার ক্ষেত্রে স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত উদ্দীপনা যোগাবে।”

“PMSOL এর অন্তর্ভুক্ত যে-সব ভিসাধারীকে কোনো অস্ট্রেলিয়ান ব্যবসা স্পন্সর করেছে, তারা অস্ট্রেলিয়ান ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে একজেম্পশন লাভের জন্য আবেদন করতে পারবেন। তবে, আগমনের পর তাদেরকে অবশ্যই নিজ খরচে কঠোরভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে যেতে হবে।”

*ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।


অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। 

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

Follow SBS Bangla on .

Share
Published 8 September 2020 3:12pm
By Mosiqi Acharya
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand