ভিক্টোরিয়ায় তিনটি নতুন করোনাভাইরাস কেইস, নিউ ইয়ার্স রেস্ট্রিকশন কঠোর করতে যাচ্ছে কর্তৃপক্ষ

গত দু'মাস সংক্রমণহীন থাকার পর ভিক্টোরিয়ায় গতকাল বুধবার স্থানীয় উৎস থেকে তিনটি নতুন করোনাভাইরাস কেইস শনাক্ত করা হয়েছে যার প্রেক্ষিতে নিউ ইয়ার্স রেস্ট্রিকশন কঠোর করতে যাচ্ছে রাজ্যটির কর্তৃপক্ষ।

People are seen exercising in Melbourne

Three new locally-acquired COVID-19 cases have been detected in Melbourne. (AAP) Source: AAP

ভিক্টোরিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার নতুন সামাজিক দূরত্বের বিধি জারি করেছে, রাজ্যটিতে আরো তিনটি করোনাভাইরাস কেইস পাওয়া গেছে।

মেলবোর্নের শহরতলি মিচ্যাম, হালাম এবং মেনটনে গত বুধবার সন্ধ্যায় এই তিনটি নতুন কোভিড ১৯ কেইস শনাক্ত হয়েছে, এর আগে রাজ্যটিতে রেকর্ড ৬১ দিন কোন স্থানীয় সংক্রমণ ছিল না।
ভারপ্রাপ্ত প্রিমিয়ার জাসিনটা এলান নতুন সামাজিক দূরত্বের বিধি ঘোষণা করেছেন যা আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে কার্যকর হবে।  

আজ সন্ধ্যা থেকে কোন গৃহে সর্বোচ্চ ১৫ জনের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে যা আগে ছিল ৩০।
এছাড়া নিজ বাড়ি ছাড়া ইনডোরে সর্বত্র মাস্ক পরিধান করতে হবে।

মিজ এলান বলেন, "আপনি যদি নিজ গৃহ ছেড়ে অন্যত্র যান, তাহলে বলবো আপনারা মাস্ক নিয়ে চলাফেরা করুন।"

"আমরা সবাইকে নিজ বাড়ি ছাড়া যে কোন ইনডোরে মাস্ক পরিধানের জন্য অনুরোধ করছি।"

তিনি আরো বলেন, "দুৰ্ভাগ্যবশতঃ এই মহাপরাক্রমশালী ভাইরাসটি আজ মধ্যরাতের মধ্যেই চলে যাবে এমন না।"
এদিকে গত ২১ ডিসেম্বর যারা ব্ল্যাকরকের স্মাইল বাফেলো থাই রেস্টুরেন্টটিতে গেছে তাদের সবাইকে টেস্ট করিয়ে নিতে এবং বিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে।

ভিক্টোরিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ যেসব সম্ভাব্য সংক্রমণ স্থান গতকাল সন্ধ্যায় চিহ্নিত করেছে তার মধ্যে আছে ফাউন্টেনগেট শপিং সেন্টার, এবং হলি ফ্যামিলি প্যারিশ ডোভটোন ক্যাথলিক চার্চ।

ভিক্টোরিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ ধারণা করছে এই কেইসগুলো নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক কোভিড ১৯ প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত, সেখান থেকে আসা ৪০ জনেরও বেশি লোককে স্বেচ্ছা-অন্তরীন থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য যে করোনাভাইরাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ভিক্টোরিয়া যেখানে ২০,৩০০-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিল এবং মারা গেছে ৮২০ জন। গত ৩১শে অক্টোবরের পর গতকাল বুধবারই (৩০ ডিসেম্বর) প্রথম স্থানীয়ভাবে কোভিড ১৯ কেইস শনাক্ত হলো।

শনাক্ত হওয়া তিনজনই নারী যাদের বয়স দুজনের ৪০ এবং একজন ৭০-এর ঘরে।

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: , , , , , , ,

 

আরও দেখুনঃ




Share
Published 31 December 2020 2:13pm
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand