করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভিক্টোরিয়ায় আবার পাঁচদিনের সংক্ষিপ্ত লকডাউন

১৫ জুলাই মধ্যরাত থেকে মেলবোর্ন আবারো লকডাউনে যাচ্ছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেতেই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে। এদিকে নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার ৬৫টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। তবে প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান শুক্রবার আরো বেশি সংখ্যক সংক্রমণের পূর্বাভাস দিয়েছেন, কারণ কমিউনিটিতে এখনো অনেক মানুষ সংক্রমিত।

Victorian Premier Daniel Andrews announces a Victoria lockdown

Victorian Premier Daniel Andrews announces a Victoria lockdown Source: AAP

গুরুত্বপূর্ণ দিকগুলো 

  • ভিক্টোরিয়া রাজ্যে এখন নতুন করে প্রাদুর্ভাবে সংক্রমণ সংখ্যা ২৪
  • নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার ৬৫ জন ভাইরাসে নতুন সংক্রমিত হয়েছেন
  • কোভিড ১৯ লকডাউনে ক্ষতিগ্রস্ত স্টেট এবং টেরিটরিগুলোর জন্য আরো উন্নত আর্থিক সহায়তার প্রস্তাব স্কট মরিসনের 
মেলবোর্নে পাঁচদিনের একটি সংক্ষিপ্ত লকডাউন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার ১৫ জুলাই মধ্যরাত থেকে, এটি শেষ হবার কথা জুলাইয়ের ২০ তারিখে। ভিক্টোরিয়া রাজ্য ভাইরাসের ক্রমবর্ধনশীল ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নিয়েছে। 

বৃহস্পতিবার রাজ্যটি কোভিড ১৯-এর আরো দুটি স্থানীয় সংক্রমণ রেকর্ড করেছে, এ নিয়ে রাজ্যে এখন নতুন সংক্রমণ সংখ্যা ১৮। 

ভিক্টোরিয়াবাসীরা বাড়ির বাইরে যেতে পারবে শুধুমাত্র অপরিহার্য্য কাজ বা পড়াশোনার জন্য যা বাড়িতে করা সম্ভব নয়, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনা, সেবা দিতে বা নিতে, বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে দিনে দুঘন্টার শরীর চর্চ্চা অথবা ভ্যাকসিন দিতে। 

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ এই ঘোষণা দিয়েছেন, এর আগে গত উইকেন্ডে একটি অস্ট্রেলিয়ান ফুটবল ম্যাচে দুজন ভিক্টোরিয়ান অপরিচিতদের কাছ থেকে সংক্রমিত হয়।
এদিকে নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার ৬৫ জন ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রিমিয়ার বেরেজিকলিয়ান বলেন রাজ্যে সংক্রমণ সংখ্যা স্থিতিশীল। 

নিউ সাউথ ওয়েলসের পাঁচ মিলিয়ন বাসিন্দা আরো অন্তত দুসপ্তাহ লকডাউনের মধ্যে থাকছে। দৈনিক সংক্রমণের সংখ্যা রাজ্যটিতে এখনো অনেক বেশি যার কারণে রাজ্য সরকার গত বুধবার আবারো আগামী ৩০ জুলাই পর্যন্ত লকডাউন বাড়াতে বাধ্য হলো।  

এদিকে ফেয়ারফিল্ড, লিভারপুল, এবং সিটির দক্ষিণ-পশ্চিমে ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন এলাকায় সংক্রমণ সংখ্যা এখনো বাড়ছে। তাছাড়া সিটির পশ্চিমে ইমু প্লেইন্সসহ অন্যান্য এলাকাতেও সংক্রমণ সংখ্যা বাড়ছে।  

মিজ বেরেজিকলিয়ান বলেন, গতকালকের চেয়ে সংক্রমণ কম হওয়া ভালো লক্ষণ, তবে শুক্রবার সম্ভবত আরো বেশি সংখ্যক কেইস দেখা যেতে পারে, কারণ সংক্রমিত হয়েও অনেকে কমিউনিটিতে সক্রিয় ছিল।
Coronavirus (COVID-19)
Prime Minister Scott Morrison and NSW Premier Gladys Berejiklian during the announcement of a Covid-19 financial support package. Source: AAP/Mick Tsikas
এদিকে কুইন্সল্যান্ড সরকার ব্রিসবেনের চতুর্থ লকডাউন এড়াতে চাইছে, যদিও সেখানে তিনটি কোভিড ১৯ কেইস পাওয়া গেছে। 

প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই বলেন, তিনটি কেইসের মধ্যে একজন ১২ বছরের বালক ও তার বাবা আছেন যারা সিডনি থেকে ৯ জুলাই রাজ্যে প্রবেশ করেছে। 

এদিকে ব্রিসবেন এয়ারপোর্টের একজন কর্মী যিনি পুরোপুরি ভ্যাকসিন নিয়েছেন তিনিও ভাইরাসে পজেটিভ হয়েছেন, যা কর্তৃপক্ষকে চিন্তায় ফেলে দিয়েছে। 

মিজ পালুসেই বলেন, ১১টি স্থানীয় সরকার এলাকায় শুক্রবার পর্যন্ত ফেসমাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছিল, তা আরো সাতদিন বাড়ানো হবে।
A frontline worker receives the COVID-19 vaccine at Gold Coast University Hospital in Queensland
A frontline worker receives the COVID-19 vaccine at Gold Coast University Hospital in Queensland Source: Getty
এদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসন কোভিড ১৯ লকডাউনে ক্ষতিগ্রস্ত স্টেট এবং টেরিটরিগুলোর জন্য আরো উন্নত আর্থিক সহায়তার প্রস্তাব করবেন শুক্রবারের ন্যাশনাল ক্যাবিনেট মিটিংয়ে। 

লকডাউনে পড়া অস্ট্রেলিয়ানরা একই ধরণের ফেডারেল সহায়তা পাবে তারা যেখানেই থাকুক না কেন, এমন প্রস্তাবই ন্যাশনাল ক্যাবিনেট মিটিংয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।
মিঃ মরিসনের প্রস্তাব অনুযায়ী অর্থ সহায়তা থাকছে প্রতি সপ্তাহে ৩৭৫ বা ৬০০ ডলার - এটি নির্ভর করবে কত ঘন্টা কাজ সে হারালো এবং এটি শুরু হবে লকডাউনের দ্বিতীয় সপ্তাহ থেকে তবে পেমেন্ট দেয়া হবে বকেয়া হিসেবে এবং সেই সাথে লিকুইড এসেটস টেস্টও তুলে হবে।

এই মিটিংয়ে নিউ সাউথ ওয়েলসের জন্য যে বিজনেস সহায়তা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তা জাতীয়ভাবে বাস্তবায়নের প্রস্তাবটিও অন্তর্ভুক্ত হবে।  

মিঃ মরিসন এটাও প্রত্যাশা করেছেন যে, এই বছরের শেষে গিয়ে যারাই ভ্যাকসিন নিতে চাইবে তারা নিতে পারবে।  

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন:

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow .

আরো দেখুন:

Share
Published 15 July 2021 9:35pm
Updated 16 July 2021 10:17am
By Peggy Giakoumelos
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand