অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টিকা পাঠাতে অনলাইন আলোচনায় অংশ নিলেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ

অস্ট্রেলিয়ার উদ্বৃত্ত অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন যেন বাংলাদেশে পাঠানো হয় সেজন্য একটি পিটিশন দাখিল করা হয়েছে পার্লামেন্টে। ১২ আগস্ট ২০২১ পর্যন্ত অনলাইনে এতে স্বাক্ষর করা যাবে।

DHAKA, BANGLADESH - AUGUST 3: A patient is transport in ambulance to Dhaka Medical Hospital, to health workers treats the patient in the intensive care unit.

DHAKA, BANGLADESH - AUGUST 3: A patient is transport in ambulance to Dhaka Medical Hospital, to health workers treats the patient in the intensive care unit. Source: Maruf Rahman / IPA Milestone

অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন পাঠানোর জন্য একটি অনলাইন আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এতে অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লিবারাল পার্টির কয়েকজন নেতাও অংশ নেন।

১ আগস্ট, ২০২১, রবিবার সিডনি-সময় সন্ধ্যা ৬টায় একটি অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর, এটি শেষ হয় রাত প্রায় নয়টার দিকে।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপল পিটিশনার ডা. আয়াজ চৌধুরী, প্রেসিডেন্ট, ইউনাইটেড বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইনকর্পোরেটেড।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, প্রেসিডেন্ট অফ আই-ই-বি (দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) অস্ট্রেলিয়া ওভারসিজ চাপ্টার এবং জনাব তানভীর শহিদ, জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন যৌথভাবে ড. মাসুদ পারভেজ, জেনারেল সেক্রেটারি অফ কৃষিবিদ অস্ট্রেলিয়া ইনক. এবং মোহাম্মদ শাহে জামান টিটু, সভাপতি, লাকেম্বা শাখা, লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া।
Alex Hawke
Source: Supplied by Mohammed Zaman Titu
অস্ট্রেলিয়ান সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:

ইমিগ্রেশন মিনিস্টার, অনারেবল অ্যালেক্স হওক এমপি; লিবারাল পার্টির নিউ সাউথ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট, হর্নসবি শায়ারের মেয়র ও সাবেক ইমিগ্রেশন মিনিস্টার অনারেবল ফিলিপ রাডক; নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইস্ট হিলস-এর ওয়েন্ডি লিন্ডসে এমপি; ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর জর্জ জাকিয়া; ক্যাম্বেলটাউন সিটির বাংলাদেশী কাউন্সিলর মাসুদ চৌধুরী; ম্যানডারেহ সিটির কাউন্সিলর আহমেদ এইচ. জিলানি এবং ডা. মোহাম্মদ ইসলাম (জামান), প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অফ অস্ট্রেলিয়া।

এছাড়াও, বাংলাদেশী বংশোদ্ভূত সাবেক কাউন্সিলরসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউ সাউথ ওয়েলস-সহ অস্ট্রেলিয়ার সাতটি স্টেট ও টেরিটোরি থেকে ডক্টর’স অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার’স অ্যাসোসিয়েশন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন-সহ সকল সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
Philip Ruddock
Source: Supplied by Mohammed Zaman Titu
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত, মিস্টার মোহাম্মদ সুফিউর রহমান এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল্লাহ, চেয়ারম্যান, বাংলাদেশ কোভিড ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজোরি কমিটি।

আলোচনায়, অস্ট্রেলিয়ায় অব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশে পাঠানোর অনুমোদনকে সাফল্যমণ্ডিত করতে সবার সঙ্গে মত-বিনিময় ও সক্রিয় ভূমিকা রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তাছাড়া, অনুদান-সহ আরও বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার সম্ভাব্য উপায় নিয়েও মত-বিনিময় হয়।

অস্ট্রেলিয়ার উদ্বৃত্ত অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন যেন বাংলাদেশে পাঠানো হয় সেজন্য একটি দাখিল করা হয়েছে পার্লামেন্টে। ১২ আগস্ট ২০২১ পর্যন্ত অনলাইনে এতে স্বাক্ষর করা যাবে।

এরপর, এটি সংসদে উপস্থাপন করা হবে। সাধারণত, কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয় এটি দেখার জন্য। সংসদে মন্ত্রীর প্রতিক্রিয়া উপস্থাপিত হওয়ার পর এটি পিটিশনের ওয়েবপেজে প্রকাশ করা হবে।
Wendy Lindsay
Source: Supplied by Mohammed Zaman Titu
Follow SBS Bangla on .

Share
Published 4 August 2021 3:30pm
Updated 6 August 2021 3:57pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand