জুলাই ২০১৮ থেকে অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসায় যে-সব পরিবর্তন আনা হয়েছে

বর্তমান অর্থ-বছরে অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসায় বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।

Family Stream visa

Source: Getty Images

অস্ট্রেলিয়ায় দুই ধরনের প্যারেন্ট ভিসা রয়েছে। এগুলো হলো: নন-কন্ট্রিবিউটরি এবং কন্ট্রিবিউটরি। এই দু’টির মধ্যে মূল পার্থক্য হলো খরচ এবং অপেক্ষার সময়কাল।

১ জুলাই ২০১৮ থেকে প্যারেন্ট ভিসায় দুটি পরিবর্তন আনা হয়েছে।

 

এখন থেকে প্যারেন্ট ভিসা আবেদনগুলো পার্থে পাঠানো হবে

জুলাই মাস থেকে প্যারেন্ট ভিসার সমস্ত আবেদন অবশ্যই সরাসরি পার্থ ভিসা অ্যান্ড সিটিজেনশিপ অফিসে ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

ক্রাক্স মাইগ্রেশনের ইমিগ্রেশন ল’ইয়ার এবং মাইগ্রেশন এজেন্ট ক্রিস অ্যান বলেন, “এগুলো যেহেতু পার্থে পাঠাতে হবে তাই আমাদেরকে এগুলো এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে কিংবা ট্রাকিং নম্বর সম্বলিত পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। এতে করে জানা যাবে যে, ডিপার্টমেন্ট ডকুমেন্টগুলো পেয়েছে কিনা।”

”ডিপার্টমেন্ট ভিসা-আবেদন সংক্রান্ত কাগজপত্র পেয়েছে কিনা তা নিশ্চিত করাটা সত্যিই গুরুত্বপূর্ণ।”
Visa application
Source: Getty Images

ফিজ বাড়ছে

এ মাসের শুরু থেকে আবেদন-ফিজ মোটামুটিভাবে শতকরা দুই ভাগ বৃদ্ধি পেয়েছে।

সাবক্লাস ১৭৩ টেম্পোরারি কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসার জন্য এখন লাগছে ২,৫৯৫ অস্ট্রেলিয়ান ডলার, যা আগে ছিল ২,৫৪০ অস্ট্রেলিয়ান ডলার।

সাবক্লাস ১৪৩ পার্মানেন্ট কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসা, সাবক্লাস ৮৮৪ টেম্পোরারি এজড প্যারেন্ট কন্ট্রিবিউটরি ভিসা এবং সাবক্লাস ৮৬৪ পার্মানেন্ট এজড প্যারেন্ট কন্ট্রিবিউটরি ভিসার জন্য এখন লাগছে ৩,৮৫৫ অস্ট্রেলিয়ান ডলার। এক্ষেত্রে আগের চেয়ে বাড়ানো হয়েছে ৮৫ ডলার।

প্যারেন্ট ভিসা পেতে এখন বেশি সময় লাগছে

প্যারেন্ট ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখন লম্বা সময় লাগছে। মাইগ্রেশন এজেন্ট অ্যান বলেন,

”গত বছরে আমরা যখন ডিপার্টমেন্টের আনুমাণিক প্রসেসিং টাইম দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল কম-বেশি ৩ বছর লাগার কথা। এখন বলা হচ্ছে সাড়ে চার বছর লাগবে। এটি অবশ্য কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসার জন্য। এক্ষেত্রে যত লম্বা সময় লাগবে, অবধারিতভাবেই প্যারেন্টদের বয়সও বাড়তে থাকবে এবং বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তাদের স্বাস্থ্যও খারাপ হতে থাকবে, যা কিনা প্যারেন্ট ভিসা পাওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করবে।”

২০১৭-১৮ মাইগ্রেশন প্রোগ্রামে সরকার মাত্র ১,৫০০ টি নন-কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসা এবং ৭,৭১৫ টি কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসা বরাদ্দ করেছে। অ্যান মনে করেন, আবেদনকারীদের উচিত হবে যত বেশি সম্ভব তথ্য ও কাগজপত্র জমা দেওয়া, যেন তাদের অপেক্ষার সময় দীর্ঘায়িত না হয়। কারণ, সাপোর্টিং এভিডেন্সসহ আবেদনপত্রগুলো তুলনামূলকভাবে দ্রুত প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।
Grandmothers
Source: Pixabay

স্পন্সরদের জন্য এখন আর ইনকাম থ্রেশহোল্ডে কোনো পরিবর্তন করা হয় নি



”বর্তমান সরকার বিভিন্ন ভিসার নিয়ম-কানুন কঠিন করে দিচ্ছে। । সম্প্রতি, যেমন জেনারেল স্কিলড মাইগ্রেশনের ক্ষেত্রে সর্বনিম্ন ৬০ পয়েন্ট থেকে বৃদ্ধি করে ৬৫ পয়েন্ট করা হয়েছে। এসব পরিবর্তন দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন করাটা কঠিনতর করা হচ্ছে”, বলেন অ্যান।

For more information on parent visas, visit the .

If you need help in your language, contact the  by calling 13 14 50. 

 


Share
Published 11 July 2018 3:36pm
Updated 29 August 2018 1:51pm
By Amy Chien-Yu Wang
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand