২০২১ ইন্টারজেনারেশনাল রিপোর্ট: অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কমবে, বাড়বে বৃদ্ধদের সংখ্যা

Australian treasurer Josh Frydenberg holds a copy of the 2021 Intergenerational Report in Melbourne on June 28, 2021. (Photo by William WEST / AFP) (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

Australian treasurer Josh Frydenberg holds a copy of the 2021 Intergenerational Report in Melbourne on June 28, 2021. Source: AFP

ফেডারেল ট্রেজারি থেকে পাওয়া স্ন্যাপশট থেকে জানা যাচ্ছে যে জনসংখ্যার দিক থেকে অস্ট্রেলিয়া ছোট হয়ে আসবে, সেইসাথে বয়োঃবৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • প্রতিবেদনে দেখা যাচ্ছে আগের চেয়ে আরো বেশি মানুষ সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে 
  • জন্মহার কমে গিয়ে অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির মূল উৎস হয়ে উঠবে অভিবাসন
  • ভবিষ্যতের অর্থনৈতিক চিত্রটি মহামারী দ্বারা ভীষণভাবে প্রভাবিত হবে
প্রতি পাঁচ বছরে একবার সাধারণত ইন্টারজেনারেশনাল রিপোর্ট বা আন্তঃপ্রজন্ম প্রতিবেদন প্রকাশিত হয়, এবং এটির উদ্দেশ্য হচ্ছে আগামী দশকগুলোতে সরকারের খরচ কেমন হবে তার দিকনির্দেশ দেয়া। 

এই প্রতিবেদনে দেখা যাচ্ছে, আগের চেয়ে আরো বেশি মানুষ সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে এবং অর্থনীতিকে সচল রাখতে পারে এমন লোকের সংখ্যা কমে যাবে। 

ফেডারেল ট্রেজারার জশ ফ্রিডেনবার্গ ২০২১ সালের আন্তঃপ্রজন্ম প্রতিবেদনটি পেশ করার এক অবিশ্বাস্য কাজটি করেছেন।
মহামারী প্রভাবিত এই প্রতিবেদনে উঠে এসেছে অস্ট্রেলিয়ার গতিপথ কোনদিকে যাচ্ছে। 

মহামারীর এই সময়ে অস্ট্রেলিয়ার অভিবাসন সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এবং জন্মহার এতো কম যে বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সাথে তাল মেলাতে পারছে না। 

ট্রেজারার বলেন, জন্মহার কমে গিয়ে অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির মূল উৎস হয়ে উঠবে অভিবাসন। 

এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে বৃদ্ধদের সংখ্যা বাড়ার পাশাপাশি স্বাস্থ্য, বয়স্ক সেবা এবং এনডিআইএস খাতে খরচ বৃদ্ধি উল্লেখযোগ্যহারে বাড়বে। 

আরেকটি বিষয় প্রভাবিত করবে যা শুধু অস্ট্রেলিয়ারই সমস্যা নয়, এটি সারা বিশ্বের তা হলো জলবায়ু পরিবর্তন।
توصیه داکتران ویکوریا برای پوشیدن ماسک
Source: Getty
গ্যাব্রিয়েলা ডি সুজা, কমিটি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অফ অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ্য অর্থনীতিবিদ। 

তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক চিত্রটি মহামারী দ্বারা ভীষণভাবে প্রভাবিত হবে। 

এখন যারা বৃদ্ধাশ্রমে আছেন তারা একটি মর্যাদাপূর্ণ জীবন চান, এবং একইসাথে চিন্তিত তাদের জন্য যারা হয়তো উচ্চহারে ট্যাক্স দেবে এবং অবসরের জন্য অল্প সঞ্চয় থাকবে। 

বয়স্ক সেবাকেন্দ্রের বাসিন্দা মার্লি মিচেল বলেন, 'আমি চিন্তিত কারণ স্বল্প আয়ের লোকদের খরচ করতে বলা হচ্ছে, অথচ উচ্চ আয়ের লোকদের ট্যাক্স কমিয়ে দেয়া হচ্ছে।'
ট্রেজারার বলেন, ট্যাক্স বাড়িয়ে দেয়া কোন সমাধান নয়, এবং উৎপাদনশীলতার গুরুতর বিষয়টি নিয়ে ভাবতে হবে অন্য ব্যবস্থার সাহায্য নিয়ে। 

বিরোধী নেতা এন্থনি এলবানিজি বলেন, মহামারীর আগে থেকেই সরকার অর্থনীতিকে গতিশীল করতে খুব কমই কাজ করেছে। 

এই ইন্টারজেনারেশনাল রিপোর্ট ইঙ্গিত দেয় যে অনেক আশাবাদী অস্ট্রেলিয়ানদের জন্য করা পরিকল্পনাগুলোর পরিবর্তন হচ্ছে। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow .

আরো দেখুন:


 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand