“আমরা চাই আমাদের নাটকগুলো সব ভাষাভাষীর কাছে পৌঁছে দিতে”

Bela Awbela.jpg

মেলবোর্ন-ভিত্তিক বাংলা থিয়েটার গ্রুপ অ্যাক্টোমেনিয়া প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। এর অন্যতম প্রতিষ্ঠাতা তরুণ ভট্টাচার্য বলেন, “২০২১ সাল থেকে আমরা নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে আসছি এবং গত দু’বছরে দু’টি করে নাটক আমরা মঞ্চস্থ করেছি এবং এ অব্দি ছ’টি কি সাতটি নাটক আমরা গত চার বছরে মঞ্চস্থ করেছি।” Source: Supplied / Actomania

মেলবোর্ন-ভিত্তিক বাংলা থিয়েটার গ্রুপ অ্যাক্টোমেনিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা তরুণ ভট্টাচার্য কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


ভারত থেকে ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় এসেছেন তরুণ ভট্টাচার্য। তবে, তার আদি নিবাস বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়ার নাটাই-এ, বলেন তিনি।

মেলবোর্ন-ভিত্তিক বাংলা থিয়েটার গ্রুপ অ্যাক্টোমেনিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা তরুণ ভট্টাচার্য বলেন, গত ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় মঞ্চ নাটকের সঙ্গে তিনি জড়িত।
অ্যাক্টোমেনিয়া প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন,

“আমরা দুই বাংলার অনেকে মিলে বহু বছর ধরে অন্যান্য সংগঠনের মাধ্যমে নাটক মঞ্চস্থ করতাম মেলবোর্নে। এখন সমস্যা হলো, তারা যে বছর সিদ্ধান্ত নেয় যে, নাটক করা হবে না, তখন আমাদের নাটক করার সুযোগ হতো না।”

“সেজন্য ২০১৯ সালে, আমরা দুই বাংলার কয়েকজন থিয়েটার-পাগল লোক মিলে সিদ্ধান্ত নিই যে, আমরা একটি নাট্য-গোষ্ঠী প্রতিষ্ঠা করবো, যাতে আমরা স্বনির্ভরভাবে প্রতিবছর অন্তত একটি পূর্ণ-দৈর্ঘের নাটক মঞ্চস্থ করতে পারি।”

“প্রতিষ্ঠার পরপরই তো কোভিডের অপ্রত্যাশিত আগমন। তাতে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান ব্যাহত হয়। কিন্তু, ২০২১ সাল থেকে আমরা নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে আসছি এবং গত দু’বছরে দু’টি করে নাটক আমরা মঞ্চস্থ করেছি এবং এ অব্দি ছ’টি কি সাতটি নাটক আমরা গত চার বছরে মঞ্চস্থ করেছি।”
BB-2.jpg
প্রবাসে নাট্যচর্চার চ্যালেঞ্জ সম্পর্কে তরুণ ভট্টাচার্য বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে, আমাদের সবসময় নাটকের মান বজায় রাখতে হবে।” Source: Supplied / Actomania
প্রবাসে নাট্যচর্চার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন,

সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে, আমাদের সবসময় নাটকের মান বজায় রাখতে হবে।

“আর, সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বিনোদনের ব্যবস্থা রয়েছে যে, সেখান থেকে লোকজনকে টেনে এনে একটা প্রেক্ষাগৃহের মধ্যে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা ধরে রাখা, এই মনঃসংযোগটা বজায় রাখা, সেটা একটা বড় চ্যালেঞ্জ।”

“সেটা তখনই সম্ভব হয়, যদি বহুদিন ধরে আমরা সুশৃঙ্খলভাবে মহড়া দিয়ে নাটকটাকে প্রস্তুত করি।”

তিনি আরও বলেন,

“আর, তাছাড়া দেখুন বিদেশে তো পেশা, পরিবার, সাংসারিক কাজ, এ সবকিছু সামলে তবেই সবাইকে অনুশীলনে অনুপ্রাণিত করতে হয় এবং সেটাই খুব একটা বড় চ্যালেঞ্জ।”

বাংলা নাটক অবাঙালিদের কাছেও পৌঁছে দিতে চায় অ্যাক্টোমেনিয়া। এ সম্পর্কে তরুণ ভট্টাচার্য বলেন,

আমরা চাই আমাদের নাটকগুলো সব ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে। কিছু নাটক আমরা ইংরেজিতে অনুবাদ করে আমরা ভবিষ্যতে করবো। যাতে করে বাংলা নাট্য সাহিত্যের সঙ্গে বিদেশীদের পরিচয় ঘটে।
_30T6731-copy.jpg
বাংলা নাটক অবাঙালিদের কাছেও পৌঁছে দিতে চায় অ্যাক্টোমেনিয়া। এ সম্পর্কে তরুণ ভট্টাচার্য বলেন, “আমরা চাই আমাদের নাটকগুলো সব ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে। কিছু নাটক আমরা ইংরেজিতে অনুবাদ করে আমরা ভবিষ্যতে করবো। যাতে করে বাংলা নাট্য সাহিত্যের সঙ্গে বিদেশীদের পরিচয় ঘটে।” Source: Supplied / Actomania
তরুণ ভট্টাচার্যের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand