āύāĻŋāώ⧇āϧāĻžāĻœā§āĻžāĻž āωāĻĒ⧇āĻ•ā§āώāĻž āĻ•āϰ⧇ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻž āĻœā§ā§œā§‡ āĻŦāĻŋāĻ•ā§āώ⧋āĻ­ āϏāĻŽāĻžāĻŦ⧇āĻļ

Black Lives Matter protesters in front of Parliament House in Canberra, Friday, June 5, 2020. The protesters were demonstrating aboriginal deaths in custody and the death of George Floyd in the United States. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

A Black Lives Matter protest in Canberra Source: AAP

āϏāĻŽāĻžāĻŦ⧇āĻļ⧇ āĻ…āĻ‚āĻļ āύāĻž āύāĻŋā§Ÿā§‡ āĻŦāĻžāĻĄāĻŧāĻŋāϤ⧇ āĻĨāĻžāĻ•āĻžāϰ āϜāĻ¨ā§āϝ āϏāϰāĻ•āĻžāϰ⧇āϰ āφāĻšā§āĻŦāĻžāύ āωāĻĒ⧇āĻ•ā§āώāĻž āĻ•āϰ⧇āĨ¤ āϏāĻŋāĻĄāύāĻŋāϤ⧇ āĻ•āϝāĻŧ⧇āĻ• āĻļāϤāĻžāϧāĻŋāĻ• āĻĒā§āϰāϤāĻŋāĻŦāĻžāĻĻāĻ•āĻžāϰ⧀ āĻŦā§āĻ˛ā§āϝāĻžāĻ• āϞāĻžāχāĻ­ āĻŽā§āϝāĻžāϟāĻžāϰ āϏāĻŽāĻžāĻŦ⧇āĻļ⧇ āϜāĻĄāĻŧā§‹ āĻšā§Ÿā§‡āĻ›āĻŋāϞ āĨ¤āĻāĻ•āϜāύ āϏāϰāĻ•āĻžāϰāĻŋ āĻĻāϞ⧇āϰ āϏāĻ‚āϏāĻĻ āϏāĻĻāĻ¸ā§āϝ āĻŦāĻŋāĻ•ā§āώ⧋āĻ­ āϏāĻŽāĻžāĻŦ⧇āĻļ⧇ āĻ…āĻ‚āĻļāĻ—ā§āϰāĻšāύāĻ•āĻžāϰ⧀āĻĻ⧇āϰ āĻ•āĻ˛ā§āϝāĻžāĻŖ āĻ­āĻžāϤāĻž āĻŦāĻ¨ā§āϧ āĻ•āϰ⧇ āĻĻā§‡ā§ŸāĻžāϰ āφāĻšā§āĻŦāĻžāύ āϜāĻžāύāĻžāύ⧋āϰ āĻĒāϰ ,āφāĻ—āĻžāĻŽā§€ āĻĻāĻŋāύāϗ⧁āϞāĻŋāϤ⧇ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžāϤ⧇ āφāϰ⧋ āĻŦāĻŋāĻ•ā§āώ⧋āϭ⧇āϰ āĻĒāϰāĻŋāĻ•āĻ˛ā§āĻĒāύāĻž āĻ•āϰāϛ⧇ āĻĒā§āϰāϤāĻŋāĻŦāĻžāĻĻāĻ•āĻžāϰ⧀āϰāĻžāĨ¤ āĻĒā§āϰāϤāĻŋāĻŦ⧇āĻĻāύāϟāĻŋ āĻļ⧁āύāϤ⧇ āωāĻĒāϰ⧇āϰ āĻ…āĻĄāĻŋāĻ“ āĻĒā§āĻ˛ā§‡ā§ŸāĻžāϰ⧇āϰ āϞāĻŋāĻ‚āĻ•āϟāĻŋāϤ⧇ āĻ•ā§āϞāĻŋāĻ• āĻ•āϰ⧁āύāĨ¤


ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা সিডনির সিবিডিতে আরো একটি ব্ল্যাক লাইভস ম্যাটার সমাবেশে করেছে ।Indigenous Social Justice Association এবং Socialist Alliance জোটের সঙ্গে যুক্ত রয়েছেন Rachel Evans তিনি বলেন অস্ট্রেলিয়ার জনগণ আদিবাসীদের প্রতি আচরণের পরিবর্তন দেখতে দৃঢ় সংকল্পবদ্ধ।

শুক্রবার রাতে কয়েকশ পুলিশ সিডনির টাউন হল ঘিরে রেখেছে।
কিন্তু সমাবেশের আয়োজকরা শেষ মুহুর্তে পুলিশ ব্যাপক উপস্থিতি এড়াতে বিক্ষোভের স্থানটি হাইড পার্কে স্থানান্তরিত করে ।
পুলিশ সতর্ক করে দিয়েছিলো যারা এই অনুমোদিত সমাবেশে অংশ নেবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এই সতর্কতা সত্ত্বেও এক হাজারেরও বেশি লোক অনলাইনে ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
মাইক্রোফোনে বক্তব্য রাখা একজন প্রতিবাদকারী বলেন যে সামাজিক সমাবেশে নিষেধাজ্ঞার কথা বলে প্রধানমন্ত্রী স্কট মরিসন খল নায়কের ভূমিকা নিয়েছেন।

Indigenous Social Justice Association এর রাউল বাসি বলেন, জনগণের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে।

অস্ট্রেলিয়ায় এই প্রতিবাদ আন্দোলনের মূল বিষয়গুলির একটি হ'ল custody. তে আদিবাসীদের মৃত্যু ।
১৯৯১ রয়েল কমিশনের তদন্তে কাস্টোডিতে কমপক্ষে ৪৩৭ আদিবাসী মৃত্যুর ঘটনা উল্লেখ রয়েছে।
মিঃ বাসি বলেন,জনগণকে মনে করিয়ে দেওয়া দরকার যে এটি একটি সমস্যা এবং এর একটি সমাধান দরকার।

তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন যে কোনও সমাবেশে যে কেউ অংশ নেবেন তারা অস্ট্রেলিয়ানদের স্বাস্থ্যের ক্ষতি করছেন।

অস্ট্রেলিয়ায় দাসত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর বার্তার পর তিনি প্রতিক্রিয়া সম্মুখীন হন
মিঃ মরিসন পরামর্শ দিয়েছিলেন যখন সেখানে নৃশংস নিষ্পত্তি ছিল, তবে দেশে কোনও দাসত্ব ছিল না ।
তবে, উপনিবেশিক যুগে আদিবাসীদের চারণভূমিতুল্য জমিতে বিনা পয়সায় শ্রম দিতো হতো এবং বিনা বেতনে গৃহকর্মী হিসাবে কাজ করতে হতো।
লেবার সিনেটর ম্যালারেন্ডিরি ম্যাকার্থি মিঃ মরিসনের মন্তব্যের নিন্দা করেছেন।

এই সমালোচনা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল।

মেলবোর্ন, পার্থ এবং সিডনি সহ সারাদেশের একাধিক শহরে শরণার্থী অধিকার এবং বর্ণবাদবিরোধী আরও বিক্ষোভ আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে ।

মেলবোর্নে শরণার্থী সমর্থকরা তাদের পরিকল্পিত বিক্ষোভ ভেঙে সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলার চেষ্টা করার জন্য শহর জুড়ে বিভিন্ন স্থানে আটটি ছোট ছোট সমাবেশ করবেন।

শরণার্থী অধিকার বিক্ষোভকারীরা ইতিমধ্যে ব্রিসবেনে পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয়েছে যখন তারা কিছু আশ্রয়প্রার্থী শরণার্থীদের higher security detention centre. থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

এই অস্থিরতা কুইন্সল্যান্ডের লিবারেল এমপি অ্যান্ড্রু ল্যামিং সরকারকে জব-কিপার বা জব-সিকারের অর্থ প্রদান বন্ধ করতে পরামর্শ দিয়েছেন যারা ওই সুবিধা নিয়ে সমাবেশগুলিতে অংশ নিচ্ছেন ।

তবে প্রধানমন্ত্রী এ ধারণা প্রত্যাখ্যান করেছেন।

সিডনিতে, একটি পরিকল্পিত শরণার্থী অধিকার বিক্ষোভের সংগঠকরা বলেন যখন পুলিশ সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জয়ের পরে এই বিক্ষোভকে নিষিদ্ধ করেছিল, তখন তারা কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে মাথা ঘামায়নি।

নিজের সিদ্ধান্তটি পেশ করতে গিয়ে বিচারপতি মাইকেল ওয়ালটন বলেছেন,
"The balancing of those public health risks ... outweighs, in the balance, the rights to public assembly and freedom of speech in the present context"
.
"এই সমস্ত জনস্বাস্থ্যের ঝুঁকির ভারসাম্য ... বর্তমানের প্রসঙ্গে জনসমাজের অধিকার এবং বাকস্বাধীনতার অধিকারকে ভারসাম্যহীন।
এই রায় সত্ত্বেও, এই প্রতিবাদ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Refugee Action Coalition এর Ian Rintoul এ প্রসঙ্গে বলেন যারা প্রতিবাদ করতে আসবেন তারা শাস্তির কথা মাথায় রেখেই আসবেন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand