অভিবাসন কমে গেলে অস্ট্রেলিয়া কীভাবে দক্ষতার শূন্যতা পূরণ করবে

Jeanne Arone, originally from the Philippines, now nursing in Sydney

Jeanne Arone, originally from the Philippines, now nursing in Sydney Source: SBS

অস্ট্রেলিয়ার অর্থনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী মাইগ্রেশন প্রোগ্রামের উপর নির্ভর করেছে তবে এই মহামারির হতাশার পরে প্রথমবারের মতো এই আর্থিক বছরে এ দেশে আসার চাইতে আরো চেয়ে বেশি মানুষ দেশ ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।আগামী বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক সীমান্তগুলি পুনরায় খুলবে বলে মনে হচ্ছে না, ফেডারাল সরকার বিদ্যমান ভিসার ক্ষেত্র বাড়ানো এবং দক্ষতার তালিকা সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছে।তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন যে বিদেশী কর্মীদের দ্বারা দেশের দক্ষতা পূরণ করাটা কঠিন। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।



জিন আরোনা ফিলিপাইন থেকে ছয় বছর আগে সিডনি এসেছিলেন।২৫ বছর বয়সের এই শিক্ষার্থীর সামনে প্রচুর দেশ ছিল তার নার্সিংয়ের পড়াশোনা বেছে নেওয়া জন্য।অস্ট্রেলিয়া অনেকগুলো কারণে এই তালিকায় শীর্ষে ছিল।তিনি বলেন অস্ট্রেলিয়াতে নার্সিংয়ে অনেক সুযোগ আছে। সে ২০১৬ সালে সিডনির University of Technology থেকে ডিগ্রি অর্জন করেছেন।নিবন্ধিত নার্সদের জন্য দেশে শূন্যতা থাকা সত্ত্বেও, তার কাজ খুঁজে পাওয়া সহজ ছিল না।

তিনি এখন চার বছরের স্পনসর ভিসায় aged care home, Uniting the Marion. এ কাজ করছেন।ফেডারেল সরকার নিবন্ধিত নার্সিংকে একটি পেশা হিসাবে স্বীকৃতি দেয় যা দেশীয়ভাবে পূরণ করা যায় না , তাই এটি বিদেশী আবেদনকারীদের জন্য অগ্রাধিকারের মর্যাদা দেওয়া হয়েছে,সেই সাথে ফাস্ট ট্র্যাকড ভিসা এবং travel exemptions দেয়া হয়েছে।


এটি অন্য ১৭ টি পেশার মধ্যে একটি যা সম্প্রতি Priority Migration Skilled Occupation List এ যুক্ত হয়েছে, এ ছাড়া ওই তালিকায় আরো রয়েছে প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, নির্মাণ প্রকল্প পরিচালক, যান্ত্রিক প্রকৌশলী, ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ এবং আইটি প্রফেশনাল।
এই সম্প্রসারিত তালিকাকে অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রি গ্রুপ ইনস উইলক্স এর সিইও স্বাগত জানিয়েছেন।

প্রাক্তন ইমিগ্রেশন বিভাগের উপ-সচিব আবুল রিজভী বলেছেন যে এটি তাত্ত্বিকভাবে ভাল, তবে মহামারীর মধ্যে এতটা অনুশীলন হয়নি।
ফেডারেল সরকার বলছে যে এই অর্থবছরে দুই তৃতীয়াংশ স্থায়ী ভিসা,অস্থায়ী ভিসায় যারা ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় আছে তাদের দিয়ে পূরণ করা হবে।Chief Economist Centre for Economic Development of Australia, এর Jarrod Ball.মতে,নতুন অভিবাসীদের অভাব জাতীয় ভাবে শুন্যতা সৃষ্টি করতে পারে।ফলে অর্থনীতির উপর চাপ বাড়বে।

ফেডারাল বাজেটে প্রকাশিত হয়েছে যে অস্ট্রেলিয়ায় এই বছর জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ ১.৬ শতাংশ থেকে কমে ০.২ শতাংশে পৌঁছেছে ,ফলে এক মিলিয়ন কম জনসংখ্যা হবে।নেট বিদেশী অভিবাসনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের জন্য নেতিবাচক প্রভাব পড়েছে,পূর্বাভাস,রয়েছে ২০২২-২৩ অর্থবছরে -এটি ইতিবাচক স্তরে ফিরে আসবে।আবুল রিজভী সেই ভবিষ্যদ্বাণী নিয়েও প্রশ্ন তুলেছেন।

বাস্তবতা হ'ল, মাইগ্রেশনের সংখ্যা প্রাক-মহামারী স্তরে ফিরে আনার জন্য, মিঃ উইলোকস বলেন যে আমাদের আন্তর্জাতিক সীমানাগুলি পুনরায় খোলা প্রয়োজন।

তবে অর্থনীতিবিদ জারোদ বল বলেন, কল্যাণ সহায়তার মাধ্যমে অস্ট্রেলিয়াকে দক্ষ শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসাবে তুলে ধরা দরকার।

Jeanne র মতে ,তিনি অস্ট্রেলিয়ায় এমন একটি চাকরিতে দীর্ঘমেয়াদী থাকতে চান যা তিনি বলেন যে সবার জন্য নয়,বরং তিনি তা পছন্দ করেন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand