নিউজিল্যান্ডে ছয়জনকে ছুরিকাঘাত করার পর হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে

Prime Minister Jacinda Ardern speaks to reporters in Wellington, New Zealand on 3 September, 2021.

Prime Minister Jacinda Ardern speaks to reporters in Wellington, New Zealand on 3 September, 2021. Source: Getty Images AsiaPac

নিউজিল্যান্ডে অকল্যান্ডের একটি সুপার মার্কেটের ভিতরে ঘটিত এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করা হয়েছে।


নিউজিল্যান্ডে অকল্যান্ডের সুপার মার্কেটহামলাকারী কর্তৃপক্ষের কাছে 'পরিচিত হুমকি' ছিলেন, ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশ তাকে গুলি করার আগে সে ক্রেতাদের ছুরিকাঘাত শুরু করে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত ছিলেন, এবং ২০১৬ সাল থেকে জাতীয় নিরাপত্তা পর্যবেক্ষণ তালিকায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, সুপার মার্কেটের ক্রেতারা ছুরির আক্রমণ থেকে পালিয়ে যাচ্ছে।

মেঝেতে আহত ব্যক্তিরা রয়েছেন, যখন নিরাপত্তা কর্মীরা অন্যদের দূরে রাখার চেষ্টা করে।

তারপর গুলির শব্দ, পুলিশ হামলাকারীর ওপর গুলি চালায়, তাকে হত্যা করে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জাতির উদ্দেশে ভাষণ দেন।

তিনি বলেন, এই হামলা দুপুর ২:৪০ মিনিটে শুরু হয়েছিল এবং নিউজিল্যান্ডের জন্য নিরাপত্তা হুমকি ছিল এমন এক ব্যক্তি এই কাজটি করে। তবে সে নিয়মিত পুলিশ নজরদারিতে ছিল।"

মিসেস আর্ডার্ন বলেন, ওই ব্যক্তি একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন যিনি ২০১১ সালে নিউজিল্যান্ড এসেছিলেন এবং ২০১৬ সাল থেকে জাতীয় নিরাপত্তার জন্য পর্যবেক্ষণে ছিল।

পশ্চিম অকল্যান্ডের একটি শহরতলি নিউ লিনে একটি কাউন্টডাউন সুপার মার্কেটে এই হামলা হয়।

হামলায় আহত অকল্যান্ড সিটি হাসপাতালে তিনজন রোগীর অবস্থা আশঙ্কাজনক।

সেন্ট জনস অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্য ব্রেডেন স্টার্ক বলেছেন, আরও তিনজন রোগীকে গুরুতর অবস্থায় এবং দুইজন কিছুটা আহত অবস্থায় - অকল্যান্ডের হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন মহিলা বলেন, "আমি মানুষকে দৌড়াতে এবং চিৎকার করতে দেখেছি। এটা ছিল ভয়াবহ। ভীষণ ভয়াবহ।"

একজন লোক বলেন, "সে এই মহিলাকে ছুরিকাঘাত করেছে। আমি ভিতরে যাওয়ার সময় সে বেরিয়ে এলো। আমি অন্য প্রান্তে নেমে গেলাম। সেখানে একজন বৃদ্ধ ভদ্রলোক, একজন ইউরোপীয় লোক মাটিতে পড়ে ছিলেন।"

পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, লোকটি যখন দোকানের ভিতরে একটি ছুরি তুলেছিলেন, অফিসাররা তখন তাকে অনুসরণ করছিলেন।

যখন লোকটি মানুষের উপর আক্রমণ শুরু করে, তখন তাকে দ্রুত গুলি করে হত্যা করা হয়।

মিস্টার কস্টার বলেন যে, পুলিশ কর্মকর্তারা যতটা সম্ভব দ্রুত হস্তক্ষেপ করেছিলেন, তা না হলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারতো।

মিসেস আর্ডার্ন বলেন, শ্রীলঙ্কার ওই নাগরিক আই-এস দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

হামলার বিষয়ে একাধিক তদন্ত করা হবে বলে জানা গেছে।

Follow SBS Bangla on .

আরও দেখুন: 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand