হেয়ারড্রেসারদের অভিবাসনের সুযোগ বাড়ছে অস্ট্রেলিয়ায়

Hairdresser

Hairdressers have not been closed through COVID-19 social distancing measures. Source: AAP

অস্ট্রেলিয়ার প্রায় সর্বত্রই দক্ষ হেয়ারড্রেসারদের চাহিদা রয়েছে। এ খাতে দক্ষ-কর্মী হিসেবে তাই অভিবাসনের সুযোগ রয়েছে। বাংলাভাষী হেয়ারড্রেসার কাজী শামসুল আলম কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী হিসেবে অভিবাসন করতে চান অনেকেই। কিন্তু, চাহিদা মাফিক পেশা, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অনেকেই ভিসা পান না।

অস্ট্রেলিয়ায় যে-সব পেশায় লোকের চাহিদা রয়েছে তার মধ্যে একটি হলো হেয়ার-ড্রেসার। ইমিগ্রেশনের জন্য পেশা-তালিকায় এটির কোড হলো: ANZSCO 3911-11। ডিপার্টমেন্ট অফ জবস অ্যান্ড বিজনেস প্রকাশিত অকুপেশনাল রিপোর্ট অনুসারে অস্ট্রেলিয়ার প্রায় সর্বত্রই হেয়ারড্রেসারের অভাব রয়েছে। রিজিওনাল নিউ সাউথ ওয়েলস-এর বিভিন্ন রিজিওনে, এসিটি-তে, ভিক্টোরিয়ায়, নর্দার্ন টেরিটোরি-তে এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই পেশার চাহিদা রয়েছে। রিপোর্টটিতে সাউথ অস্ট্রেলিয়া সম্পর্কে বলা হয়েছে, গত দুই দশক ধরেই সেখানে হেয়ারড্রেসারের অভাব রয়েছে। একই অবস্থা তাসমানিয়াতেও। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ হেয়ারড্রেসারের চাহিদা ৩ শতাংশ বৃদ্ধি পায়।

কাজের সুযোগ

নিউ সাউথ ওয়েলসের সেলুনগুলোতে পুরোপুরি দক্ষ এবং অভিজ্ঞ হেয়ারড্রেসারের চাহিদা রয়েছে। কাজ পেতে হলে সব ধরনের হেয়ারকাটিং জানতে হবে। নিয়োগদাতারা নিবেদিতপ্রাণ কর্মীর সন্ধান করেন। সেজন্য কাজের পূর্ব-ইতিহাস তারা দেখেন। এছাড়া, যখন তারা চান তখন কাজ করতে রাজী হওয়ার বিষয়টিকেও তারা গুরুত্ব দেন। কাজে দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি তারা আন্তঃব্যক্তিক যোগাযোগে পারদর্শী হওয়ার বিষয়টিও বিবেচনা করে থাকেন। জুনিয়র এবং সিনিয়র, উভয় পজিশনে কাজ করার সুযোগ রয়েছে।

সাউথ অস্ট্রেলিয়ায় কাজ পেতে হলে ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সেখানকার সেলুন-মালিকরা এ রকম হেয়ারড্রেসার খোঁজেন যারা শিক্ষানবিশী সম্পন্ন করেছেন এবং অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। অযোগ্যতা হিসেবে উঠে এসেছে ভাষাগত দক্ষতা কম হওয়ার বিষয়টি। এছাড়া, কভার লেটার এবং রিজিউমে মান-সম্পন্ন না হলে তারা নিয়োগ দেন না বলে জানা গেছে।

সমীক্ষায় দেখা গেছে, এসিটি-তে হেয়ারড্রেসারদের নিয়োগ লাভে ব্যর্থতার কারণ হচ্ছে তাদের দুর্বল যোগাযোগ-দক্ষতা।

বার্বার ও হেয়ারড্রেসার হওয়ার জন্য করণীয়

সার্টিফিকেট থ্রি ইন হেয়ারড্রেসিং এবং সার্টিফিকেট থ্রি ইন বার্বারিং কোর্স রয়েছে। শিক্ষানবিশ হিসেবে যোগদান করলে কাজ পেতে সুবিধা হয়। কোর্সের সময়কাল প্রতিষ্ঠানভেদে নির্ভর করে। পূর্ণকালীন কোর্সে সাধারণত এক বছর সময় লাগে।

এসব কোর্সের জন্য -এর ওয়েবসাইটগুলো দেখতে পারেন।

বার্বার ও হেয়াড্রেসারের মধ্যে পার্থক্য কী?

সিডনির লাকেম্বার বাংলা হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও-র একজন স্বত্বাধিকারী, হেয়ারড্রেসার কাজী শামসুল আলম এসবিএস বাংলাকে বলেন, হেয়ারড্রেসিংয়ের একটি অংশ হলো বার্বারিং। বার্বার বা নাপিতরা সাধারণত চুল ছোট করে কাটে। হেয়ারড্রেসাররা চুল কাটা ছাড়াও আরও অনেক বিষয়ে দক্ষ হয়ে থাকেন। যেমন, চুল রং করা, বিভিন্ন স্টাইলে চুল কাটা ইত্যাদি। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, সকল হেয়ারড্রেসারই বার্বার তবে সকল বার্বার হেয়ারড্রেসার নন।

ভিসা

সাউথ অস্ট্রেলিয়ায় ২০১৭-১৮ অর্থ-বছরে ৭৫ জনকে টেম্পোরারি রেসিডেন্ট স্কিলড ভিসা প্রদান করা হয়েছে। এর আগের ৫ বছরে গড়ে বার্ষিক ১১৪টি করে ভিসা ইস্যু করা হয়।

ভিক্টোরিয়ায় ২০১৮ সালের সেপ্টেম্বরে ২৫৭ জন হেয়ারড্রেসার টেম্পোরারি রেসিডেন্ট স্কিলড ভিসায় কাজ করছিলেন। ২০১৭-১৮ অর্থ-বছরে সেখানে এ পেশায় ৫৭টি ভিসা ইস্যু করা হয়েছিল। আগের পাঁচ বছরে গড় ছিল বার্ষিক ১৩০ টি ভিসা।

হেয়ারড্রেসার হিসেবে অস্ট্রেলিয়ায় টেম্পোরারি এবং পার্মানেন্ট ভিসা লাভের পথ খোলা রয়েছে। পার্মানেন্স রেসিডেন্সির জন্য (স্কিল নমিনেটেড) ভিসা এবং এমপ্লয়ার স্পন্সরশিপের মাধ্যমে (রিজিওনাল স্পন্সর মাইগ্রেশন স্কিম) ভিসা রয়েছে। এছাড়া, এর মাধ্যমে স্টেট পর্যায়ে আবেদন করা যায়। আর, টিএসএস ভিসার জন্যও আবেদন করা যায়।

যাদের প্রয়োজন, তারা ট্রেইনিং ভিসার অপশনটিও দেখতে পারেন।

হেয়ারড্রেসার কাজী শামসুল আলমের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand