অস্ট্রেলিয়া আগামী মাসে কোভিড -১৯ টিকাদান শুরু করবে

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra, Thursday, January 7, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament Source: AAP

অস্ট্রেলিয়ার পরিকল্পিত কোভিড -১৯ টিকাদান কর্মসূচির সময়সূচী এগিয়ে আনা হয়েছে।ফেডারাল সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের মধ্যে টিকা কর্মসূচী শুরু করার মাধ্যমে এই পরিকল্পনাকে ত্বরান্বিত করবে।কর্মকর্তারা বলছেন যে এটি সপ্তাহ খানিকের মধ্যে রেগুলেটরদের দ্বারা অনুমোদিত হওয়ার কথা রয়েছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন যে তিনি আশা করছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে করোনাভাইরাস টিকা দেয়া শুরু হতে পারে ।
তিনি এবং স্বাস্থ্য কর্মকর্তারা অস্ট্রেলিয়ার ভ্যাকসিন কর্মসূচীর রোডম্যাপটি আপডেট করেছেন, এবং প্রাথমিক পরিকল্পনার চেয়ে এক মাস এগিয়ে আনা হয়েছে।এখন ধারণা করা হচ্ছে যে প্রথমে ফাইজার ভ্যাকসিনটি আগামী মাসে দেয়া হতে পারে , তার পরেই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি দেওয়া হবে।প্রধানমন্ত্রী স্কট মরিসন এ প্রসঙ্গে বলেন।"আমরা এখন এমন অবস্থানে রয়েছি যেখানে আমাদের বিশ্বাস আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে উচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর টিকা শুরু করতে সক্ষম হবো"।


টিকাদান কর্মসূচীটি পাঁচ ধাপে কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী বলেন প্রথম পর্যায়ে কোয়ারেন্টাইন এবং সীমান্ত কর্মী, সম্মুখ সারির স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি বয়স্ক যত্ন এবং প্রতিবন্ধী পরিচর্যাতে যারা কাজ করছেন এবং বয়স্ক যত্ন এবং অক্ষমতার যত্নের বাসিন্দারা।

স্বাস্থ্য বিভাগের সচিব ব্রেন্ডন মারফি অন্যান্য অগ্রাধিকার গ্রুপ এর তালিকা প্রকাশ করে বলেন ।আমরা ঝুঁকিপূর্ণ জনসংখ্যার উল্লেখযোগ্য বিস্তৃত পরিসরে রোলআউট প্রসারিত করব

জনগোষ্ঠীর অন্যান্যরা জিপি ক্লিনিকগুলিতে ভ্যাকসিন গ্রহণ করবে এবং প্রত্যন্ত অঞ্চলগুলির আদিবাসীরা সম্প্রদায়-নিয়ন্ত্রিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পাবে।কর্মকর্তারা এই ভ্যাকসিন বিতরণের সমযয়ের কিছু যৌক্তিক সমস্যা নিয়ে চিন্তিত ,যেহেতু এই ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে।ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন যে স্টেট এবং টেরিটোরি গুলি ঠান্ডা এবং অ-ঠান্ডা বিতরণ প্রক্রিয়াগুলির জন্য কেন্দ্র স্থাপন করবে।

ভ্যাকসিনগুলি সরবরাহের পরে, ডোজগুলির ব্যাচ পরীক্ষার জন্য অন্ততঃ এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে। ফাইজার ভ্যাকসিনটি প্রথম ডোজের কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটি দেয়া প্রয়োজন।মিঃ মরিসন সতর্ক করেছেন যে কোভিড নিরাপদ অনুশীলনগুলি অব্যাহত থাকবে।

চিফ মেডিকেল অফিসার পল কেলি একই বার্তা দেন ।

বিরোধী দলনেতা অ্যান্টনি আলবানিজ জোর দিয়ে বলেন যে টিজিএ অনুমোদিত হওয়ার সাথে সাথে এই ভ্যাকসিনটি দেয়া শুরু করা উচিত।

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য ও স্বাস্থ্য সহায়তার বিষয়ে জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand