বাংলাদেশের সাম্প্রতিক খবর, ১৬ জুলাই, ২০২২

Bangladesh authority allows import of rice due to price hike (File image).

Bangladesh authority allows import of rice due to price hike (File image). Source: AAP, EPA

বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


১.

বিশ্বব্যাপী নতুন অংশীদারিত্ব তৈরির স্বার্থেই যুক্তরাষ্ট্র দেশভিত্তিক মানব পাচার প্রতিবেদন তৈরি করে থাকে মন্তব্য করে ঢাকায় দেশটির দূতাবাস জানিয়েছে, ওই প্রতিবেদনকে ‘রাজনীতির হাতিয়ার’ হিসেবেও দেখা হয় না। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানব পাচার প্রতিবেদন প্রকাশ সামনে রেখে বৃহস্পতিবার ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। দেশটির ২০০০ সালের ট্র্যাফিকিং ভিকটিমস প্রটেকশন আইনের (টিভিপিএ) বাধ্যবাধকতা মেনে প্রতিবছর মার্কিন কংগ্রেসে দেশভিত্তিক মানব পাচার প্রতিবেদন জমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছর ২২তম প্রতিবেদনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ ১৮৮টি দেশ পৃথকভাবে থাকছে। প্রতিবেদনে বাংলাদেশ কোন স্তরে থাকতে পারে এবং প্রতিবেদনের বিষয় নিয়ে ব্রিফিংয়ে ধারণা দেওয়া হয়নি। বাংলাদেশ ২০১৭ থেকে ২০১৯ সালের মানবপাচার প্রতিবেদনে ‘টিয়ার ২ ওয়াচলিস্টে’ ছিল এবং কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ায় পরের দুবছর দ্বিতীয় স্তরে উন্নীত হয়। মানব পাচার প্রতিবেদন তৈরির প্রক্রিয়া তুলে ধরে জানানো হয়, প্রতিবেদনে থাকা বেশির ভাগ তথ্য ও পরিসংখ্যান সরকারগুলোর কাছ থেকে নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এরপর সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাস অন্যান্য সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে ওই তথ্য মিলিয়ে প্রতিবেদন তৈরি করে। ব্রিফিংয়ে বলা হয়, “বাংলাদেশে এসব তথ্য পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করি। এরপর বাংলাদেশের অন্যান্য ব্যক্তির সঙ্গেও তথ্য সংগ্রহের জন্য কথা বলি।”

২.

চালের বাজারে সিন্ডিকেট ঠেকাতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে বাজার স্থিতিশীল থাকবে, কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। দেশে ধানের অবৈধ মজুদের সন্ধানে অভিযান থেমে যায়নি বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের কনফারেন্স র“মে কৃষিখাতে সরকারি বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী বলেন, চাল আমদানির ফলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। বাজার স্থিতিশীল রাখতেই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ টার্গেট আছে। সেই পরিমাণ চাল দেশে এসে গেলে আমদানি বন্ধ করে দেওয়া হবে। আমরা প্রতিদিনই নিবিড়ভাবে বাজার মনিটর করছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একত্রে কাজ করছে। কাজেই চাল আমদানির ফলে দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। মন্ত্রী বলেন, চালের দাম চাহিদা-সরবরাহের ওপর নির্ভরশীল। তবে সিন্ডিকেট করে অনেকে বেশি মুনাফা করার চেষ্টা করে। এদেরকে নিবৃত করার জন্যও চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির ফলেই চালের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমার ধারণা, দাম কিছুটা কমেছে।

 

৩.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস দেখা করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে যান জেন লুইস। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য জানায়। আজ বেলা ২টায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের নেতৃত্বে একটি দল চেয়ারপারসনের কার্যালয়ে আসে। তারা সেখানে প্রায় দেড় ঘণ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষামাণ সাংবাদিকেরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জিন লুইস বা বিএনপি নেতাদের কেউ কোনো কথা বলেননি। বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠক হয়।

৪.

বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। গত বুধবার দুপুরে সচিবালয়ে সম্প্রতি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখি বিএনপি সব সময় বিদেশিদের কাছে ছুটে যায়। বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিদেশি বিভিন্ন সংস্থার কাছে তাদের দৌড়ঝাঁপ। কিন্তু এ দেশের মালিক দেশের জনগণ, তাঁরাই ক্ষমতার মালিক, তাঁরাই প্রতিনিধি নির্বাচন করবেন। এ দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না।’ ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোও সমীচীন নয়’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, "তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার শামিল। আমি বিএনপিকে অনুরোধ জানাব, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। সেটি বরং বিএনপির জন্য মঙ্গলজনক হবে।"

৫.

রিজার্ভ চুরির অভিযোগ করায় ফিলিপাইনের আদালতে রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে যে মানহানি মামলাটি করেছিল তা খারিজ হয়ে গেছে। বুধবার মামলার রায়ের রায়ের নথিপত্র পেয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। এতে রিজার্ভ চুরির মামলার রায় আমাদের পক্ষে আসার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম  ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand