সন্তানের মেডিক্যাল কন্ডিশনের কারণে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় বাংলাদেশী পরিবারের ইমিগ্র্যাশন মিনিস্টারের হস্তক্ষেপ কামনা

Bangladeshi community

Adyan Bin Hasan with his parents Source: Supplied

আদিয়ান বিন হাসানের জন্ম হয়েছিল ২০১৩ সালে অস্ট্রেলিয়ায়। জন্মের সময় তার স্ট্রোক হয় এবং এতে তার বা হাত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আদিয়ানের বাবা-মা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করলে মেডিক্যাল কন্ডিশনের ভিত্তিতে তা প্রত্যাখ্যাত হয়। ছোট্ট আদিয়ান স্বাভাবিকভাবেই বড় হচ্ছে, শুধু তার অল্প কিছু চিকিৎসা প্রয়োজন। পরিবারটি এখন তাদের রেসিডেন্সি অনুমোদনের জন্য ইমিগ্র্যাশন মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছেন। আদিয়ানের বাবা মেহেদী হাসান এসবিএস বাংলাকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন।


আদিয়ানের জন্ম হয়েছিল ভিক্টোরিয়ার জিলং শহরে ২০১৩ সালে। তাঁর বাবা মেহেদী হাসান ভূঁইয়া এবং মা রেবেকা সুলতানা ২০১১ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। আদনানের জন্মের সময় একটি স্ট্রোক হয়েছিল যার ফলে তার বাম হাতে হালকা অক্ষমতা দেখা দেয়। মিঃ মেহেদীর পিএইচডি সম্পন্ন হওয়ার পরে পরিবারটি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিল তবে ইমিগ্রেশন এবং বর্ডার প্রটেকশন ডিপার্টমেন্ট আবেদনটি প্রত্যাখ্যান করেছে - কারণ অদিয়ানের মেডিক্যাল কন্ডিশন অস্ট্রেলিয়ার করদাতাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে বলে কর্তৃপক্ষ মনে করছে। পরিবারটি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছে, তবে ট্রাইব্যুনালের মেডিক্যাল এসেসমেন্টের বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষমতা নেই। তাদের শেষ প্রত্যাশা, ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।
Adyan Bin Hasan
Adyan Bin Hasan Source: Supplied

মিঃ মেহেদী এসবিএস বাংলাকে বলেন, আদনানের শারীরিক ত্রুটি অত্যন্ত সূক্ষ্ম। তার শুধু অন্য কোন সাধারণ শিশুর তুলনায় কিছুটা অতিরিক্ত তদারকির প্রয়োজন। তাঁর চিকিৎসকরা তাকে জানিয়েছেন, আদিয়ানের বুদ্ধিবৃত্তিক বিকাশ বেশ স্বাভাবিক এবং সে কারো সাহায্য ছাড়াই দৌড়াতে, লাফঝাঁপ করতে পছন্দ করে এবং অন্য সমবয়সী বাচ্চাদের মতোই খেলে। কিন্ডারগার্টেনে ওর শিক্ষকরা অন্যান্য বাচ্চাদের মতোই ওর সাথে ব্যবহার করে এবং ও তাদেরকে মাতিয়ে রাখে। ওর কেবলমাত্র ফিজিওথেরাপি প্রয়োজন।

মিঃ মেহেদী চিন্তিত যে, যদি আদনানকে তার পরিবারসহ বাংলাদেশে চলে যেতে হয়, তবে তার বিকাশ সম্পর্কিত চিকিৎসা বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশে প্রতিবন্ধী পরিচর্যা ব্যবস্থা খুব দুর্বল।

এই মেডিক্যাল কন্ডিশনের কারণে আদিয়ান বাংলাদেশে যে মারাত্মক সামাজিক বৈষম্যের মুখোমুখি হতে পারে তা নিয়েও পরিবারটি উদ্বিগ্ন। তাদের কাছে এটি গুরুত্বপূর্ণ যে অদিয়ান অস্ট্রেলিয়ায় একটি সাধারণ শিশু হিসাবে তার বিকাশ অব্যাহত রেখেছে, এবং সে অস্ট্রেলিয়াকেই তার বাড়ি বলে জানে।

মিঃ মেহেদী বলেন, তিনি মানবিক কারণে তাদের ছেলের বিষয়টি বিবেচনার জন্য সর্বশেষ উপায় হিসাবে ইমিগ্রেশন মন্ত্রীর কাছে আবেদন করেছেন।

"এখন আমরা মাননীয় অভিবাসন মন্ত্রীর হস্তক্ষেপের জন্য অপেক্ষা করছি।"

বাংলায় কথোপকথন শুনতে উপরের অডিও প্লেয়ারটি ক্লিক করুন।


 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand