আতিকার স্বপ্ন সম্ভবের গল্প 'যাব বহুদূর'

Girl Bike Rider

Atiqua Roma with the riders. Source: Supplied

স্বাধীনভাবে চলাচল করতে চাওয়া নারীদের 'স্কুটি' চালানো শিখাতে ‘যাব বহুদূর’ নামে একটি ড্রাইভিং স্কুল চালু করেছেন আতিকা রোমা। মূলত গণপরিবহনে মেয়েদের হয়রানি বন্ধ করতেই এ বছরের এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু করে এই ড্রাইভিং স্কুল। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ‘যাব বহুদূর’ এর পরিচালক আতিকা রোমা। কথোপকথন শুনতে উপরের লিংকে ক্লিক করুন।


ঢাকায় গণপরিবহনে নারীদের হয়রানির খবরের সঙ্গে সাম্প্রতিক সময়ে ব্লেড দিয়ে মেয়েদের পোশাক কেটে দেয়ার ভিডিও ভীষণভাবে নাড়া দেয় আতিকা রোমাকে। ভাবতে থাকেন মুক্তির উপায়। হঠাৎ মাথায় আসে মেয়েদের স্কুটি প্রশিক্ষণ দেয়ার বিষয়টি। এই চিন্তারই ফসল 'যাব বহুদূর'।  

"স্বপ্ন দেখি একসময় ঢাকা শহরে দু'শ মেয়ে স্কুটি চালাবে," বললেন যাব বহুদূর এর পরিচালক আতিকা রোমা।
Lady Bike Rider
Atiqua Roma. Source: Supplied
দু'মাস বয়সের এ প্রতিষ্ঠান থেকে এর মাঝেই প্রায় ১২টি ব্যাচে ৬৩ জন নারীকে স্কুটি চালানোয় প্রশিক্ষিত করে তুলেছেন তিনি। ''খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন ১৫-১৬ জন করে রেজিষ্ট্রেশন করছেন," বলেছেন আতিকা রোমা। 

"যারা বিদেশ চলে যাবেন তারাও শিখছেন। মিডিয়ার মেয়েরাও শিখছে। তারা এটাকে 'স্কিল' হিসেবেই দেখছে।"
স্কুলটি পরিচালনা করতে প্রয়োজন খোলামেলা বড় জায়গা। যা কিনা এখন প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে। 

"আগামীতে ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ক্যাম্প করে ড্রাইভিং স্কুল পরিচালনার পরিকল্পনা আছে আমাদের," বললেন রোমা।
Lady Bike Rider
Logo of Jabo Bohudur. Source: Supplied
আতিকা রোমা হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী বাইক রাইডার, যিনি ২০১৭ সালের ডিসেম্বরে স্কুটি চালিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক থানচি আলী কদম যাওয়ার রাস্তায় ডিম পাহাড় সড়ক অতিক্রম করেছেন।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand