পেনশনারদের আয় বাড়ছে, তবে তা যথেষ্ট নয়

Undated handout photo of an elderly woman counting loose change. About one in five female pensioners is living in poverty, according to Age UK.

Source: Kirsty O'Connor/PA Wire

অস্ট্রেলিয়ার এজড পেনশনারদের ভাতা বিগত সাত বছরের মধ্যে তাদের সর্বোচ্চ পরিমাণে বাড়তে যাচ্ছে। কিন্তু, পেনশনাররা বলছেন, বৃদ্ধি পেতে যাওয়া অর্থের পরিমাণ যথেষ্ট নয়। প্রতি পক্ষকালে বাড়ানো হচ্ছে ১৪.৮০ ডলার করে। অর্থাৎ, দিন প্রতি বাড়ছে এক ডলারের সামান্য কিছু বেশি অর্থ। অস্ট্রেলিয়ার ২.৬ মিলিয়ন পেনশনারের মধ্যে অনেকেই আজকাল তাদের দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।


দিন প্রতি প্রায় এক ডলার পেনশন ভাতা বৃদ্ধি সম্পর্কে অস্ট্রেলিয়ায় ২.৬ মিলিয়ন পেনশনারের একজন হোবার্টের ক্যারোল রোবি বলেন, একেবারে না বাড়ার চেয়ে এটা ভাল। তবে এটা আরও বেশি হতে পারতো।

জিম্বাবুয়ে থেকে ১৯৮২ সালে মাত্র ১,০০০ ডলার নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন মিজ রোবি।

সন্তানদের দেখাশোনা করার পর তিনি পরবর্তীতে পূর্ণকালীন কাজ শুরু করেন।

তখন, সুপার-অ্যানুয়েশন হিসেবে তার খুব সামান্য পরিমাণ অর্থই জমা হয়, যা তার অবসর-ভাতার জন্য যথেষ্ট ছিল না।

এখন তিনি তার পেনশনের ওপরেই নির্ভর করছেন এবং তার সঞ্চিত অর্থ থেকে ভাড়ার খরচ মেটাচ্ছেন।

এ রকম অবস্থায় শুধু মিজ রোবি একাই নন, আরও অনেক পেনশনারই আছেন।

ন্যাশনাল সিনিয়রস অস্ট্রেলিয়া চিফ অ্যাডভোকেট ইয়ান হেঞ্চ কি বলেন, দেশ জুড়ে বহু পেনশনারই সংগ্রাম করছেন।

নতুন এজড পেনশন বাড়ানোর মানে হলো, সিঙ্গেল পেনশনের হার বেড়ে বছরে ২৫,১৫৫ ডলার হবে। কাপল বা দম্পতিরা পাবেন বছরে ৩৭,৯২৪ ডলার।

ফোর্টনাইট বা পক্ষকালে সিঙ্গেলরা পাবেন অতিরিক্ত ১৪.৮০ ডলার-সহ মোট ৯৬৭.৫০ ডলার।

দম্পতিরা পাবেন অতিরিক্ত ২২.৪০ ডলার-সহ পক্ষকালে মোট ১,৪৫৮.৬০ ডলার।
পেনশনারদের উপার্জনের ঘাটতি পূরণ করার অনুমতিও দেয় ফেডারাল সরকার। সিঙ্গেল পেনশনাররা পাক্ষিক ১৮০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন। এর বেশি উপার্জন করলে তাদের পেনশন সে অনুপাতে কমানো হবে। আর, দম্পতিরা এক্ষেত্রে উপার্জন করতে পারবেন পাক্ষিক ৩২০ ডলার পর্যন্ত।

ইয়ান হেঞ্চ কি বলেন, এর মানে হলো, কোনো কোনো পেনশনার সাচ্ছ্বন্দে জীবন-যাপন করতে পারেন।

পেনশন প্রদান করে ফেডারাল সরকার। তবে, প্রতিটি স্টেট এবং টেরিটোরিও বিভিন্ন পরিষেবাও পেনশনারদেরকে নানা রকম ছাড় দেয়। যেমন, বিদ্যুৎ, পানি ইত্যাদির ক্ষেত্রে।

অস্ট্রেলিয়া জুড়ে সমস্ত পেনশনারকে ন্যায্যভাবে পেনশন প্রদান করা নিশ্চিত করার জন্য ন্যাশনাল সিনিয়রস অস্ট্রেলিয়া চায় একটি ইনডিপেন্ডেন্ট পেনশন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে।

এ-এম-পি এর চিফ ইকনোমিস্ট শ্যান অলিভার বলেন, দৈনিক এক ডলার পেনশন বৃদ্ধির ফলে পেনশনাররা খুব বেশি উপকৃত হবেন না।

মিস্টার অলিভার বলেন, পেনশন বৃদ্ধির ফলে অর্থনীতিতে সার্বিক কোনো উন্নয়ন তিনি দেখছেন না।

এদিকে, বেকারদের জন্য জবসিকার পেমেন্টের হারও সামান্য বাড়ানো হচ্ছে, পাক্ষিক১১.৯০ ডলার করে। সমর্থকরা বলছেন, দৈনন্দিন জীবন-যাপনের ব্যয় যেভাবে বাড়ছে, তাতে করে জবসিকারের এই সামান্য বৃদ্ধি তেমন একটা কাজে আসবে না।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand