আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, সমাজের সবচেয়ে অসহায় লোকদের কেউ কেউ মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুফল পাচ্ছে না।
- ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ বা অন্যায়ভাবে আর্থিক সুবিধাগ্রহণ করার সমস্যাটি মোকাবেলায় একটি সংসদীয় কমিটির করা ৬১টি সুপারিশে একমত হয়েছেন রাজনীতির সব পক্ষের এমপিরা।
- একজন বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে, ইন্টারনেটে বন্ধুত্বের মাধ্যমে তরুণরা প্ররোচিত হওয়ার মাধ্যমে অনলাইনে ক্রমশ উগ্রপন্থী হয়ে উঠছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।