নৌকায় করে অস্ট্রেলিয়ার উদ্দেশে আসা ব্যক্তিদের নাউরুতে নেয়া হয়েছে বলে জানা গেছে, আছেন বাংলাদেশীরাও

NAURU-AUSTRALIA-REFUGEE

This photograph taken on September 2, 2018 shows a general view of refugee Camp Four on the Pacific island of Nauru. - A cluster of corrugated iron huts resembling military barracks jut out of Nauru's sweltering rocky landscape to reveal refugee settlement camp number five, a place defined by desperation and rarely visited by outsiders. (Photo by Mike LEYRAL / AFP) (Photo credit should read MIKE LEYRAL/AFP via Getty Images) Source: AFP / MIKE LEYRAL/AFP via Getty Images

প্রায় ৪০ জন লোক নৌকায় করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এক উপকূলে পৌঁছুলে কয়েকজনকে ইতোমধ্যেই নাউরুতে অস্ট্রেলিয়ার অফশোর ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে, বিরোধীদলীয় নেতা পিটার ডাটন সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজনীতি করছেন।


এই সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এক উপকূলে প্রায় ৪০ জন পুরুষ নৌকায় করে পৌঁছে, যাদেরকে আশ্রয়প্রার্থী বলে মনে করা হচ্ছে। প্রথম আগমনের ঘটনাটি জানা যায় শুক্রবার ১৬ ফেব্রুয়ারি। এ নিয়ে ফেডারেল সরকার এবং বিরোধীদলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তিদের পাওয়া যায় বিগল বে-এর প্রাক্তন পশ্চিম অস্ট্রেলিয়ান চার্চ মিশনের কাছে একটি প্রত্যন্ত আদিবাসী সম্প্রদায়ের নিকটে।

নৌকায় করে তিনটি দলের আগমনের খবর পাওয়া যাওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি নিশ্চিত করেছেন যে, তিনি অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সীমান্ত নিরাপত্তা অভিযানের অপারেশন সভরেইন বর্ডার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টারের সাথে কথা বলেছেন।

কিন্তু বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার মন্তব্যে যখন বলেন যে, সরকার এই অভিযানকে সমর্থন করে নি। তখন মি. আলবানিজি মি. ডাটনকে সীমান্ত নিরাপত্তা প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

মি. ডাটন গত রোববার ১৮ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ডাঙ্কলি উপ-নির্বাচনের জন্য লিবারেল পার্টির প্রার্থীর নাম ঘোষণার দিন বর্ডার সিকিউরিটি নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রেকর্ডের উপর আক্রমণ করেছেন।
রিয়ার অ্যাডমিরাল সন্টার এর আগে বলেছিলেন যে আগমন সম্পর্কে যে বিকল্প বর্ণনা আছে তা হচ্ছে মানব পাচারকারীদের মাধ্যমে ওই ব্যক্তিদের ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে।

কিন্তু প্রতিরক্ষা মুখপাত্র অ্যান্ড্রু হেস্টি এবং ন্যাশনাল নেতা ডেভিড লিটলপ্রাউড-সহ বিরোধী দলের সদস্যরা বলছেন, আগমনের খবরটি প্রমাণ করে যে, সরকার সীমান্ত নিরাপত্তা এবং সীমান্ত বাহিনীর অর্থায়নে দুর্বল।

যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড সরকারের রেকর্ড নিয়ে আত্মপক্ষ সমর্থন করে স্কাই নিউজকে বলেন, অপারেশন সভরেইন বর্ডারস পূর্ববর্তী কোয়ালিশন সরকারের অধীনে চালু হওয়ার পর থেকে "ঠিক একইভাবে" কাজ করছে।

কিন্তু মি. ডাটন বলছেন যে অপারেশনটি এখন লিবারেল পার্টির অধীনে যেমন ছিল "এখন তার কিছুই নেই"।

ধারণা করা হচ্ছে যে, বিগল বে আগতদের অফশোরে পাঠানো হবে।

এবিসি জানিয়েছে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ডার্বির কাছে একটি বিমান বাহিনী ঘাঁটিতে নাউরু এয়ারলাইন্সের একটি বিমান পৌঁছানোর পর কয়েকজন পুরুষকে নিয়ে ব্রুম ছেড়ে রবিবার ভোরে নাউরুতে পৌঁছেছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লেবার প্রিমিয়ার রজার কুক বলেছেন যে, তিনি এই ঘটনায় উদ্বিগ্ন নন, তবে এই অঞ্চলের প্রতিরক্ষামূলক দুর্বলতার কথা বলেছেন।
যদিও সরকার আগমনকারীদের অফশোরে পাঠানোর খবর নিশ্চিত করে নি, তবে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিলের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, অপারেশন সভরেইন বর্ডারসের ব্যাপারে সরকারের প্রতিশ্রুতি "নিরঙ্কুশ"।

তিনি যোগ করেছেন যে, তিনি মন্ত্রী হওয়ার পর থেকে যারাই নৌকায় করে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে নিজ দেশে বা নাউরুতে ফিরিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, (অবৈধভাবে আগমনকারীরা) "হাজার হাজার ডলার নষ্ট করেছেন" এবং "তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ" করে তুলেছেন।

মি. আলবানিজি বলেছেন যে, জনসাধারণকে সীমান্ত বাহিনী কর্তৃপক্ষের কাছ থেকে অবিলম্বে একটি আপডেট সরবরাহ করা হবে।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 
আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand