২০৩২ সামার অলিম্পিকের জন্য পছন্দের সিটি হিসেবে এগিয়ে গেলো ব্রিসবেন, 'হোস্ট স্ট্যাটাস' দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

The closing ceremony fireworks for the Sydney 2000 Olympic Games

The closing ceremony fireworks for the Sydney 2000 Olympic Games Source: AAP

২০৩২ গ্রীষ্মকালীন গেমসের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ব্রিসবেনকে 'পছন্দের সিটি হিসেবে হোস্ট স্ট্যাটাস' দিয়েছে। এর ফলে ২০০০ সালে সিডনির পর প্রথমবারের মত গেমসটি ডাউন আন্ডারে ফিরবে বলে মনে করা হচ্ছে।



হাইলাইটস

  • ২০০০ সালে সিডনির পর প্রথমবারের মত অলিম্পিক ডাউন আন্ডারে ফিরবে বলে মনে করা হচ্ছে
  • কাতার, তুরস্ক, জার্মানি, চীন এবং ভারতসহ অন্যান্য বিডারদের আগে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে
  • টোকিও গেমসের সময় কুইন্সল্যান্ডের বিডটি আগস্টে আই-ও-সির ভোটে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গত রাতের সিদ্ধান্তে ব্রিসবেনকে ২০৩২ সালের সামার গেমসের জন্য পছন্দের বিডার হিসেবে রাখা হয়েছে; যদিও তখন অস্ট্রেলিয়ায় শীতকাল।

প্রিমিয়ার আনাস্তাসিয়া পালা-সেই বলেন, এটি ২০৩২ সালের গেমসের জন্য একেবারে নিখুঁত আবহাওয়া এবং আমি মনে করি আইওসি এই বিষয়টি বিবেচনা করবে।

এখানে অস্ট্রেলিয়াকে কাতার, তুরস্ক, জার্মানি, চীন এবং ভারতসহ অন্যান্য বিডারদের আগে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির জন কোটস বলেন, "আমরা গত রাতের ঘোষণায় খুব সন্তুষ্ট, পছন্দের প্রার্থী হিসাবে আপনারা জানেন যে আমরা একমাত্র পছন্দের প্রার্থীর স্থিতিতে চলে এসেছি। অন্যান্য শহরগুলি যে আগ্রহ দেখিয়েছিল তাদের থামানো হয়েছে।"

এই সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ান রাজনীতির উভয় পক্ষই স্বাগত জানিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, "কুইন্সল্যান্ডবাসী, অস্ট্রেলিয়ান এবং বিশেষত ব্রিসবেন এবং দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের মানুষদের জন্য, মনে করি এটি একটি আনন্দের দিন। এটি যে স্তরে উন্নীত হয়েছে আমি এতে খুব খুশি।"

শ্যাডো ট্রেজারার মিঃ চালমার্স বলেন, "আমরা এই বিডটির সাফল্য দেখতে চাই; এটি চাকরি এবং অন্যান্য সুযোগ সৃষ্টি করবে, বিশ্ব মঞ্চে অস্ট্রেলিয়াকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।"

সায়া সাকাকিবাড়া কুইন্সল্যান্ডের একজন সাইক্লিস্ট যিনি বিএমএক্স মোটর ক্রস ইভেন্টে প্রতিযোগিতা করছেন। আজকের ঘোষণাটি তার জন্য একটি হোম অলিম্পিকে যোগ দেয়ার স্বপ্ন জাগিয়ে তুলেছে।

প্যারালিম্পিকের জন্যও এটি সুখবর… এটি অস্ট্রেলিয়ায় প্রতিবন্ধী জীবনযাপনকারী ৪.৫ মিলিয়ন লোকের জন্য খেলাধুলায় উন্নত সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে।

প্যারালিম্পিক্স অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জক ও'ক্যালাহান বলেন, "আগামী দশ বছরে অনেক অ্যাথলিটদের জন্য এটি দুর্দান্ত উন্নতির একটি উপায় হবে, তাই অনেক তরুণ অ্যাথলিটদের জন্য এখানে মূল লক্ষ্য হল খেলাধুলার সুযোগ পাওয়া।"

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস কুইন্সল্যান্ডের জন্য ব্যয় বাদ দিয়ে ২.৬ বিলিয়ন ডলারের সুবিধা এনে দিয়েছে, এটি এই স্পোর্টস ইভেন্টের জন্য একটি বিরল আর্থিক জয় এবং আইওসির সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে এটি একটি বড়ো কারণ বলে মনে করা হয়।

২০১৮ কমনওয়েলথ গেমসের সাফল্য এবং ল্যাং পার্কের মতো অন্যান্য জায়গাগুলির পুনর্ব্যবহার করার বিষয়টি আইওসিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিল যে কুইন্সল্যান্ড হোয়াইট এলিফেন্ট প্রকল্পগুলি নির্মাণ করা এড়াতে পারবে।

গোল্ড কোস্ট থেকে সানশাইন কোস্ট পর্যন্ত এবং অভ্যন্তরীণভাবে ইপসওইচ পর্যন্ত প্রতিযোগিতা ছড়িয়ে পড়বে বলে ভাবা হলেও গেমসের জন্য কোনও নাম বেছে নেওয়া হয়নি এখনো… তবে দক্ষিণ-পূর্ব অঞ্চলকে সংযুক্ত করে একটি বড় পাবলিক ট্রান্সপোর্ট অবকাঠামো গড়ে উঠার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে .. এবং যা চলমান থাকবে।

টোকিও গেমসের সময় কুইন্সল্যান্ডের বিডটি আগস্টে আই-ও-সির ভোটে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জন কোয়েটস আস্থা প্রকাশ করেন যে ব্রিসবেন অস্ট্রেলিয়ার তৃতীয় অলিম্পিক গেমসের আয়োজন করবে।

পুরো প্রতিবেদনটি বাংলায় পড়তে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

আরো দেখুনঃ




Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand