অস্ট্রেলিয়ায় বুশফায়ার সিজন এখনও শেষ হয় নি

The nation's horror bushfire season shows no sign of stopping.

Source: AAP, Twitter

বুশফায়ার সিজন এখনও শেষ হয় নি। অস্ট্রেলিয়ার পূর্ব-উপকূল জুড়ে বুশফায়ার নেভাতে কাজ করছেন হাজার হাজার ফায়ারফাইটার। এ পর্যন্ত ২৩ ব্যক্তির মৃত্যু হয়েছে ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অগণিত পশুপাখির মারা গেছে। অগ্নি-বিধ্বস্ত কমিউনিটিগুলোর জন্য ত্রাণ সংগ্রহ করছেন সেলিব্রেটি এবং রাজনীতিবিদরা।


অস্ট্রেলিয়া জুড়ে শতাধিক স্থানে আগুন লেগেছে। পূর্ব-উপকূলে বুশফায়ারের কারণে মানুষ মারা গেছে, ৬ মিলিয়ন হেক্টরেরও বেশি ভূমি পুড়ে গেছে এবং পরিবেশের উপরও কুপ্রভাব পড়েছে।

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে এখনও জরুরি সতর্কতা জারি রয়েছে। এ পর্যন্ত ২৩ ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং হাজার হাজার মানুষ স্থানান্তর করতে বাধ্য হয়েছে। এ পর্যন্ত ১,৫০০ ঘর-বাড়ি ও স্থাপনা বিনষ্ট হয়েছে এবং কয়েক মিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটেছে।

সাউদার্ন নিউ সাউথ ওয়েলসে ১৫০টি বুশফায়ারে শত শত ঘর-বাড়ি বিনষ্ট হয়েছে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

গত শনিবার, ৪ জানুয়ারি দক্ষিণ-পশ্চিম ক্যানবেরায় Batlow র নিকটবর্তী অঞ্চলে আগুন থেকে বন্ধুর সহায়-সম্পদ রক্ষা করতে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার Gladys Berejiklian বলেন, আগুন নিয়ন্ত্রণে আনাটা চ্যালেঞ্জিং কাজ।

নিউ সাউথ ওয়েলসের Eden শহরের শত শত অধিবাসীকে বলা হয়েছে, যদি তারা নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে না পারে তাহলে তাৎক্ষণিকভাবে এ স্থান খালি করে চলে যেতে।

এই আগুন তখন থেকে ‘watch and act’ পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।

ডিফেন্স মন্ত্রী Linda Reynolds বলেন, বুশফায়ারের ঘটনায় সাহায্য করতে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলের ইডেন কোস্টের কাছাকাছি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নৌ-জাহাজ এসে পৌঁছেছে।

NSW Rural Fire Service এর প্রধান Shane Fitzsimmons বলেন, এই অতিরিক্ত সাহায্যের বিষয়ে তাকে কিছু জানানো হয় নি।

নাইন নেটওয়ার্ককে তিনি বলেন, এ সম্পর্কে তিনি মিডিয়ার মাধ্যমেই জেনেছেন।

প্রাক্তন এবং বর্তমান ফায়ার চিফেরা সতর্ক করেছিলেন। তারপরও অতিরিক্ত রিসোর্স নিয়োজিত করতে সময় লাগিয়েছে সরকার। এর পক্ষে অবশ্য সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বুশফায়ার মোকাবেলায় অস্ট্রেলিয়ার গৃহীত উদ্যোগকে তিনি "world-leading" বলে দাবি করেন।

এদিকে,  ভিক্টোরিয়ায় অগ্নি-কবলিত এলাকায় চার ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিমিয়ার Daniel Andrews.

ভিক্টোরিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপদ পুরোপুরি কাটে নি।

ধোঁয়াটে অবস্থার কারণে উদ্ধার কর্মকাণ্ড কষ্টসাধ্য হলেও গতকাল রবিবারও Mallacoota থেকে লোকজন হেলিকপ্টারযোগে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান মিস্টার অ্যান্ড্রুজ।

ভিক্টোরিয়ার Emergency Management Commissioner Andrew Crisp সতর্ক করে বলেন, এখনও আত্মতুষ্ট হওয়া যাবে না।

সাউথ অস্ট্রেলিয়ায়, ক্যাঙ্গারু আইল্যান্ডে আগুন নেভাতে শত শত ফায়ারফাইটার এখনও কাজ করে যাচ্ছেন। সেখানে ১৫৫,০০০ হেক্টর ভূমি পুড়ে গেছে।

এই আগুনে মারা গেছেন সুপরিচিত পাইলট Dick Lang এবং তার ছেলে, অ্যাডিলেইডের সার্জন Clayton Lang.

দু’দিন ধরে আগুন নেভাতে কাজ করেন তারা। এরপর পারিবারিক প্রপার্টিতে যাওয়ার পথে তাদের গায়ে আগুন লেগে যায়।

Kangaroo Island এর মেয়র Michael Pengilly এসবিএস নিউজকে বলেন, আমরা এই বিপদ কাটিয়ে উঠব।

শনি ও রবিবার আবহাওয়া কিছুটা শীতল ছিল এবং সামান্য বৃষ্টিও হয়েছে। স্থানীয়রা তখন আগুনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণে নজর দেয়।

মিস্টার মরিসন বলেন, এই বিপর্যযের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অস্ট্রেলিয়ায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলেও দৃষ্টি আকর্ষণ করেছে। সেলিব্রেটিরা এ জন্য তহবিল সংগ্রহ করছেন। কমেডিয়ান Celeste Barber ২০ মিলিয়ন ডলার উত্তোলন করেছেন এবং Nicole Kidman ও পপ স্টার Pink ৫০০,০০০ ডলার করে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্যানবেরায় বায়ু-দূষণের ফলে দোকান-পাট বন্ধ এবং ফ্লাইট বাতিল করা হয় রবিবার। ফেডারাল সরকার ১০০,০০০ পি-টু মাস্ক পাঠাবে এসিটি-তে।

ফেডারাল বিরোধী দলীয় নেতা Anthony Albanese সতর্ক করে বলেন, এই 'national crisis' আরও কয়েক মাস ধরে চলতে পারে।

ধারণা করা হচ্ছে যে, অস্ট্রেলিয়া জুড়ে ৫০০ মিলিয়নের বেশি প্রাণী, যার মধ্যে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রজাতিও রয়েছে, বিনষ্ট হয়েছে।

ভিক্টোরিয়ায় পশু-বিশেষজ্ঞরা পুনর্বাসনের কাজ শুরু করেছেন।

একটি ন্যাশনাল Bushfire Recovery Agency প্রতিষ্ঠা করা হচ্ছে। এর নেতৃত্বে থাকবেন সাবেক পুলিশ চিফ Andrew Colvin. ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলোর পুনর্গঠন ও সহায়তা করতে কাজ করবে এটি।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand