চীনের বিশিষ্ট মুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়ন পূর্বের চেয়েও খারাপ হতে পারে

Huawei Technologies Chief Financial Officer Meng Wanzhou

Huawei Technologies Chief Financial Officer Meng Wanzhou extradition trial in Vancouver, Source: Anadolu

শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বেসরকারী সংস্থার একটি নতুন প্রতিবেদনে চীনের বিশিষ্ট মুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়ন পূর্বের চেয়েও খারাপ হতে পারে বলে জানিয়েছে।ব্যাখ্যা হিসাবে, তারা বাণিজ্যিক শোষণের সাথে মিশ্রিত সরকারী মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনটি শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন


অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের পাঁচজন লেখক সংকলন করেছেন ওই প্রতিবেদনটি।
এটি অনুমান করে যে, ৮০০,০০০ এরও বেশি সংখ্যালঘু নাগরিক, প্রধানত উইঘুর মুসলিম, চিন সরকার কর্তৃক জিনজিয়াং প্রদেশ থেকে চীন জুড়ে বিভিন্ন কারখানায় স্থানান্তরিত করেছে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত।
কোনো কোনো বিশেষজ্ঞ ওই শিবিরগুলিতে সরকার পরিচালিত সাংস্কৃতিক গণহত্যা কর্মসূচি বলে অভিহিত করেছেন।
ধারণা করা হচ্ছে যে উইঘুররা এখন এমন পরিস্থিতিতে রয়েছে যা জোর করে শ্রম দেওয়া, সার্বক্ষণিক নজরদারি, চলাচলের সীমিত স্বাধীনতা এবং পৃথকীকৃত আবাসস্থলে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে।
এই উইঘুর কর্মীদের চাকুরীর দেয়ার জন্য এমন একটি বিজ্ঞাপন দেয়া হয়েছে যার প্রতিলিপি চীনে প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনের অন্যতম লেখক হলেন জেমস লি-বোল্ড। ডাঃ লেইবোল্ড বলেছেন, এই লোকদের স্থানান্তরিত করার জন্য যে কোনও সরকারী কারণই দেওয়া হোক না কেন বাস্তবে যা ঘটছে তা হ'ল ভিন্ন মতবাদ চাপিয়ে দেয়া।

ওই প্রতিবেদনে চীনের নয়টি প্রদেশের ২৭ টি কারখানার শনাক্ত করা হয়েছে যা উইঘুর থেকে স্থানান্তরিতদের শ্রমিক হিসাবে ব্যবহার করা হচ্ছে।
এটি দাবি করা হচ্ছে যে এই কারখানাগুলি অ্যাপল, স্যামসুং, বিএমডাব্লু, গুগল, তোশিবা এবং সনি সহ আরও ৮৩ টি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সরবরাহ চেইনের একটি অংশ।প্রতিবেদনে চীন সরকারকে এই অনুশীলন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।অস্ট্রেলিয়া সরকার এই বিষয়ে কথা বলেছে। তবে ডাঃ লাইবোল্ড বলেছেন আরও অনেক কিছু করার আছে।Foreign Minister Marise Payne এ নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন।

নামধারী অন্যান্য সংস্থাগুলির মধ্যে রয়েছে ডেল, হুয়াওয়ে, লেনোভো, এলজি, পোলো রাল্ফ লরেন, টমি হিলফিগার, জাগুয়ার এবং জেগনা।ডাঃ লেইবোল্ড বলেছেন, চীনে এ জাতীয় বৃহত্ ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিরুদ্ধে উইঘুরদের পক্ষে মামলা দায়ের করা অসম্ভব।

ডাঃ লেইবোল্ড বলেছেন এই প্রতিবেদনে প্রকাশিত কিছু নামী বড় সংস্থাগুলি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, তবে তাদের পক্ষ থেকে আরও অনেক কিছু করা দরকার।
এবং তিনি বলেছিলেন যে উইঘুর মুসলিমরা যদি বিশ্বের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সরকারের সমর্থন চায় তবে তারা সামান্যই সাড়া পাবেন। ডাঃ লেইবোল্ড বলেন, উইঘুররা শেষ পর্যন্ত একটি সরকার এবং বড় সংস্থার শক্তিশালী ইউনিয়নের কাছে বন্দী।

 

 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand