বাংলা ছাড়াও আরো বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন চন্দ্রিমা, প্রত্যাশা আরো বেশি মৌলিক গান করা

Chondryma  was Zee APAC Superstar Finalist in 2018 and made her music debut with T-Series in 2019.

Chondryma was Zee APAC Superstar Finalist in 2018 and made her music debut with T-Series in 2019. Source: Chondryma Chakrobortti

মেলবোর্নের বাসিন্দা সঙ্গীত শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী, তিনি একাধারে একজন সংগীত শিল্পী, গীতিকার এবং ইউটিউবার। "ইমাগনিক মোশন মিডিয়া"র হয়ে তিনি মিউজিক কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন।


অস্ট্রেলিয়া এবং ভারতের মিউজিক্যাল কমিউনিটিতে সুপরিচিত চন্দ্রিমা ২০১৮ সালে জি এপ্যাক (Zee APAC) সুপারস্টার ফাইনালিস্ট ছিলেন এবং ২০১৯ সালে টি-সিরিজের (T-Series) মাধ্যমে সঙ্গীতে আত্মপ্রকাশ করেন।

বার্কলি সং রাইটিং ক্রেডিটের অধিকারী চন্দ্রিমা সম্প্রতি জিটিভি'র (ZeeTV) সাথে মেগা মিউজিক্যাল শো "ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ"-এর জন্য ডিজিটাল কনটেন্ট তৈরির কাজ করেছেন।
Chondryma has been a known name in the Indian musical community of Australia and India
Chondryma has been a known name in the Indian musical community of Australia and India. Source: Chondryma Chakrobortti
চন্দ্রিমা চক্রবর্তী বলেন, তার সঙ্গীত সাধনার শুরু ছোটবেলা থেকেই। পরিবারে বাবা-মা দুজনেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন।

তিনি ভারত থেকে আনুষ্ঠানিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন এবং একাধিক ভারতীয় ভাষায় গান করেছেন।
এ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "বাবা আমাকে ক্লাসিক্যাল মিউজিকে ভর্তি করিয়ে দেন, তখন গানের প্রতি আরো আগ্রহ বাড়ে, গানের টেকনিকগুলো বুঝতে শুরু করি...ক্লাসিক লখনৌ ঘরানা দিয়ে শাস্ত্রীয় সংগীতে আমার যাত্রা।"

চন্দ্রিমা বেশ কিছু মর্যাদাপূর্ণ সঙ্গীত আসরের প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন এবং সঙ্গম কলা গ্রুপ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জয়লাভ করেন এবং জি সুপারস্টার এশিয়া প্যাসিফিক ন্যাশনাল ফাইনালিস্ট ছিলেন।
Chondryma performed with some of the big names of Indian music industry.
Chondryma performed with some of the big names of Indian music industry. Source: Chondryma Chakrobortti
ভারতীয় বরেণ্য সঙ্গীত শিল্পী গুলাম আলি, গুলজার সাব, শ্রেয়া ঘোষালসহ অনেকের সাথেই তিনি অস্ট্রেলিয়ায় পারফর্ম করছেন।

সে অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, "ওটা ছিল দারুন অভিজ্ঞতা, প্রথম আমি গুলাম আলি, গুলজার সাবের সামনে পারফর্ম করি, আমার হাত-পা তখন কাঁপছিলো, সেই থেকে অস্ট্রেলিয়ায় অনেক এক্সপোজার পেয়েছি সবার সাথে পারফর্ম করার। এছাড়া বিশ্বভারতীর অধ্যাপিকা প্রমিতা মল্লিকের সাথে এক মঞ্চে রবীন্দ্র সংগীতও গেয়েছি।"
চন্দ্রিমা এখন মৌলিক গানের চর্চ্চা করছেন এবং সামনে আরো গান মুক্তি দেয়ার জন্য কাজ করছেন।

চন্দ্রিমা চক্রবর্তীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand