অস্ট্রেলিয়ার অর্থনৈতিক মন্দা যুবগোষ্ঠীকে কোন পথ দেখাবে

19 year old Matthew King from Sydney

19 year old Matthew King from Sydney Source: SBS

প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম অর্থনৈতিক মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে সেই সাথে যুক্ত হয়েছে করোনাভাইরাস মহামারী সব মিলিয়ে হাজার বছরের মধ্যে অস্ট্রেলিয়ান তরুণ জনগোষ্ঠীর জন্য একটি অশনি সংকেত। একটি পুরো প্রজন্ম যারা 'মন্দা' শব্দটি কখনও শোনেনি এবং একাকী এর মধ্যে বাস করার কল্পনাও করেনি।এখন নতুন উদ্বেগ দেখা দিয়েছে যে অস্ট্রেলিয়ান যুবকরা এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম অর্থনৈতিক মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে সেই সাথে যুক্ত হয়েছে করোনাভাইরাস মহামারী সব মিলিয়ে হাজার বছরের মধ্যে অস্ট্রেলিয়ান তরুণ জনগোষ্ঠীর জন্য একটি অশনি সংকেত।
একটি পুরো প্রজন্ম যারা 'মন্দা' শব্দটি কখনও শোনেনি এবং একাকী এর মধ্যে বাস করার কল্পনাও করেনি।এখন নতুন উদ্বেগ দেখা দিয়েছে যে অস্ট্রেলিয়ান যুবকরা এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

কভিড -১৯ এর সংক্রমণের হার কমতে থাকায় অস্ট্রেলিয়া ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে, কিন্তু জাতি একটি অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে হাঁটা শুরু করায় এখন তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার উদ্বেগজনক আশঙ্কা রয়েছে।

মার্চ ত্রৈমাসিকে প্রথমবারের মতো অর্থনীতিতে ভাটা পড়েছে।প্রায় এক দশকে এই প্রথমবারের মতো অর্থনীতিক অবস্থা খারাপ হয়েছে।

Treasurer Josh Frydenberg জুনের প্রান্তিকে আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন, যা পরপর দুই কোয়ার্টার একটানা অর্থনৈতিক পতন এবং মন্দা সৃষ্টি করবে।

Orygen Youth mental health এর director এবং University of Melbourne এর professor Patrick McGorry বলেন যে ১৯৯১ সালের মন্দার সময়ের তরুণদের চাইতে আজকের তরুণরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন যে বিভিন্ন কারণ রয়েছে যা তার উদ্বেগকে প্রতিফলিত করে।

১৯৯৪ সালের পর প্রথমবারের মতো জুনে বেকারত্বের হার দশ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে, ২৫ বছরের কম বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা কর হচ্ছে।

গত মন্দা চলাকালীন সময়ে যুব বেকারত্বের হার ২০ শতাংশ ওপরে ছিল বিস্তৃত বেকারত্বের ১১.২ শতাংশের তুলনায়।

বছরের শুরুতে, সিডনির ১৯ বছর বয়সী ম্যাথু কিং গত ১২ মাস মানসিক স্বাস্থ্যে সমস্যার সাথে লড়াইয়ের পরে ২০২০ কে এক নতুন শুরু হিসাবে দেখছে।সে বলছে করোনভাইরাস মহামারী এবং তার ভবিষ্যতের অনিশ্চয়তা গত বছরের চাপ এবং উদ্বেগকে কেবল প্রশস্ত করেছে

মিঃ কিং তার সঞ্চয়ী অ্যাকাউন্টে হাত দিচ্ছেন কারণ তিনি সরকারের JobKeeper wage subsidy scheme এর জন্য যোগ্য নন।

'হেডস্পেস' একটু সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা গেছে যে ৪৭ শতাংশ যুবক করোন ভাইরাস মহামারী দ্বারা প্রভাবিত হয়েছেন।

প্রধান নির্বাহী জেসন ট্রেথোয়ান ভবিষ্যদ্বাণী করেছেন, মন্দা চলাকালীন এই শতকরা হার বাড়তে পারে এবং অল্প বয়স্ক যুবকরা শীঘ্রই তাদের চাকরি হারাতে পারে।

হাদি রহিমী পাকিস্তান থেকে আশা একজন শরণার্থী এবং পূর্বে অনুশীলনকারী মুসলমান হওয়ার কারণে তার দেশে তাকে টার্গেট করা হয়েছিল।

তিনি বলেন যে করোনভাইরাস মহামারীর মধ্যে তার জীবনের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের অভিজ্ঞতা তাকে মন্দার মধ্যেও দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করবে।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand