মেলবোর্নে করোনাভাইরাস এর বিধিনিষেধ আরও শিথিল করা হবে

Victorian Chief Health Officer Brett Sutton speaks to the media in Melbourne (AAP)

Victorian Chief Health Officer Brett Sutton speaks to the media during a press conference in Melbourne, Source: AAP

ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের স্থানীয় সংক্রমণের সংখ্যা তিনজন হওয়ার পরিপ্রেক্ষিতে মেলবোর্ন ও ভিক্টোরিয়ার রেজিওনাল এলাকায় বিধিনেষধ আরও শিথিল করার কথা বিবেচনা করা হচ্ছে। এদিকে সিডনীতে আন্তর্জাতিক ফ্লাইট কর্মীদের পরিবহনে কর্মরত একজন ড্রাইভারের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।


ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের স্থানীয় সংক্রমণের সংখ্যা তিনজন হওয়ার পরিপ্রেক্ষিতে মেলবোর্ন ও ভিক্টোরিয়ার রেজিওনাল এলাকায় বিধিনেষধ আরও শিথিল করার কথা বিবেচনা করা হচ্ছে। এদিকে সিডনীতে আন্তর্জাতিক ফ্লাইট কর্মীদের পরিবহনে কর্মরত একজন ড্রাইভারের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

সামনের সপ্তাহ থেকে নতুন বিধিনিষেধ আরোপ করা হবে; কিছু ক্ষেত্রে আগের চাইতে কঠিন বিধানের কথা ভাবা হচ্ছে।

২৫ কি:মি: এর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা রদ হবার মানে এখন মেলবোর্নবাসীদের রেজিওনাল এলাকায় যেতে আর বাধা নেই কিন্তু তুষারপ্রবণ বা বরফাচ্ছাদিত এলপাইন অঞ্চলে ভ্রমণের আগে প্রত্যেকের কোভিড-১৯ টেস্ট করা বাধ্যতামূলক এবং এই রোগ নিরূপণ এলপাইন রিজোর্টে পৌঁছার ৭২ ঘন্টার মধ্যে হওয়া আবশ্যক।

অবশ্য রেজিওনাল ভিক্টোরিয়ার ক্ষেত্রে বিধিনিষেধ অতটা কঠিন নয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত রোগী পাওয়া গেছে, যার মধ্যে ২ জনের কথা আগেই ঘোষনা করা হয়েছে। নতুন তিনজন সহ সবাই জ্ঞাত সূত্র থেকে সংক্রমিত হয়েছেন।

সবার টিকা গ্রহণ সফল করতে বিধি নিষেধ শিথিল করা হয়েছে। ভ্যাক্সিনেশন নিয়ে বিভিন্ন ধরণের গুজব, অপপ্রচার ও অপবিশ্বাস অনেকের মধ্যে দেখা যাচ্ছে। চিফ হেলথ অফিসার ব্রেট সাটন এই প্রশ্নে সবাইকে নির্ভরযোগ্য উৎস থেকে সংবাদ জানার এবং যাচাই করার আহবান জানান। ভাইরাস যাতে কম ছড়ায় সেজন্যে মেলবোর্নের অধিবাসীদের যথাসম্ভব ঘরে থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্যজনিত বিধিনিষেধের ফলে শহরে জনসমাগম অনেক কমে গেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ের উপর। ফ্রান ফিটজেরাল্ড মেলবোর্নের সাউথ বাংকে অবস্থিত ইস্ট বাই ওয়েস্ট  নামক ক্যফের স্বত্বাধিকারী। তাঁর ক্যাফের ক্রেতাদের বড় অংশই এ শহরের পথচারীরা। বিধিনিষেধে জেরবার হয়ে তাঁর ব্যবসার ৭০ শতাংশ লোকসান হয়েছে।

সিডনীতে আন্তর্জাতিক ফ্লাইট কর্মীদের পরিবহনকাজে কর্মরত একজন ড্রাইভারের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

৬০ বছর বয়্স্ক এই ব্যক্তি গতকাল টেস্ট করান। আজকে তার ফল পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে তিনি সিডনীর ইস্টার্ন সাবার্ব এলাকার অনেক জায়গাতে গিয়েছেন। রোববারে বন্ডাই জাংশন ইভেন্ট সিনেমাতে তিনি Hitman's Wife's Bodyguard সিনেমাটি দেখেছিলেন।

তাঁর পার্শ্ববর্তী ব্যক্তিদের টেস্ট করতে এবং রেজাল্ট নির্বিশেষে ১৪ দিনের সেলফ আইসোলেশন পালন করতে পরামর্শ দেয়া হচ্ছে। নিউ সাউথ ওয়েলস হেলথ এর ওয়েবসাইটে বেশ কয়েকটি সংক্রমিতদের সংস্পর্শে আসা জায়গা বা এক্সপোজার সাইটের উল্লেখ করা হয়েছে তার মধ্যে নর্থ রাইড এবং ভোক্লেসও আছে ।

র‍্যাডিসন ব্লু হোটেলের একই ফ্লোরে কোয়ারেন্টিনে থাকা ফিরে আসা যাত্রীদের মধ্যে কিভাবে রোগ ছড়িয়েছে তা এখনো পরিস্কার নয়। হোটেলে অবস্থানকারী এক দম্পতি থেকে আরেকজনের শরীরে রোগ ছড়িয়েছে। তাঁরা তিনজনেই দোহা থেকে সিডনীতে একই ফ্লাইটে এসেছিলেন এবং পাশাপাশি কামরায় অবস্থান করছিলেন।

তাদের সবার শরীরে একই ভেরিয়েন্টের ভাইরাস পাওয়া গেছে। উক্ত তিনজনকে বিশেষ আবাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সংক্রমণের বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এবং সম্মিলিত সহযোগিতায় করোনাভাইরাস অতিমারি মোকাবিলার আহবান জানান । 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow .

আপনার ভাষায় কোভিড-১৯ অতিমারী বিষয়ক তথ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিয়ে জানতে ভিজিট করুন sbs.com.au/coronavirus


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand