“সুদের হার হয়তো এতে বাড়বে না, কিন্তু, সুদের হার সহসাই কমার সম্ভাবনা কম এই ট্যাক্স কাটের কারণে”

BOB KATTER ANDREW WILKIE SUPERMARKET PIGS

Katter’s Australian Party Member for Kennedy Bob Katter and Independent Member for Clark Andrew Wilkie dressed as pigs to highlight the market dominance of the big supermarkets, at Parliament House in Canberra, Wednesday, February 28, 2024. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

স্টেজ থ্রি ট্যাক্স কাটের ক্ষেত্রে পরিবর্তন আনার বিষয়টি সংসদে পাশ হয়েছে। ট্যাক্সের ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে কোয়ালিশনের সমর্থন লাভে সক্ষম হয়েছে লেবার সরকার। তবে, দৈনন্দিন জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এটা কী রকম প্রভাব ফেলবে তা নিয়ে বিতর্ক রয়েছে। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।


এ বছরের প্রথম রাজনৈতিক লড়াইয়ে বিজয়ী হয়েছে লেবার পার্টি। ফেডারাল পার্লামেন্টে স্টেজ থ্রি ট্যাক্স কাটের পরিবর্তনগুলো পাশ হয়েছে।

স্টেজ থ্রি ট্যাক্স কাট ছিল ট্যাক্সে পরিবর্তন আনার ক্ষেত্রে সাবেক কোয়ালিশন সরকারের করা চূড়ান্ত পদক্ষেপ।

প্রথম দু’টি পর্যায়ে নজর দেওয়া হয়েছিল লোয়ার ট্যাক্স ব্রাকেটগুলোর প্রতি। আর, চূড়ান্ত পর্যায়ে, ৪৫,০০০ থেকে ২০০,০০০ পর্যন্ত বার্ষিক উপার্জনের ক্ষেত্রে একটি ট্যাক্স ব্রাকেট বিলুপ্ত করা হয় এবং এই ব্রাকেটে ট্যাক্স ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনা হয়।
ফলে, যেসব অস্ট্রেলিয়ান বার্ষিক ১৫০,০০০ ডলারের কম উপার্জন করেন, তারা বড় রকমের ট্যাক্স কাট পাবেন। আর, এর চেয়ে বেশি উপার্জনকারীরাও আগের তুলনায় আরও পরিমিত কাট পাবেন।

২০২২ সালের নির্বাচনের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ট্যাক্স কাটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না। তবে, এ বছরের শুরুর দিকে তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে।

প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় তারা এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন।

এসব পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে কোয়ালিশন। তবে, তারা এই সিদ্ধান্তকে আস্থা ভঙ্গ করা হিসেবে চিহ্নিত করেছে।

লিবারাল পার্টির অ্যাঙ্গাস টেইলর বলেন, যেভাবে এসব পরিবর্তন করা হলো, তা নিয়ে তিনি হতাশ।
স্টেজ থ্রি ট্যাক্স কাটে আনা পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনযাত্রায় কী রকম প্রভাব ফেলবে? এ সম্পর্কে গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন,

“যদিও এই ট্যাক্স কাট সম্প্রতি পার্লামেন্টে পাশ হয়েছে, এটা কিন্তু ২০২৪-২৫ এর আগে কার্যকর হচ্ছে না। এই ট্যাক্স কাট পহেলা জুলাই ২০২৪ এ বাস্তবায়ন করা হবে ঠিকই, কিন্তু, লোকজন এর সুবিধা পাবেন আগামী অর্থ-বছরে, অর্থাৎ, ২০২৪-২৫ অর্থ-বছরে।”

“আর, ট্যাক্স কাটের ব্যাপারে যে-জিনিসটা বলা হচ্ছে, নিম্ন এবং মধ্যবিত্তের আয়ের লোকেরা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। তাদের আয়কর সবচেয়ে কমবে, উচ্চবিত্তের তুলনায়। এটাই হচ্ছে মূল কথা।”

তিনি আরও বলেন, প্রশ্ন হচ্ছে যে, এই ট্যাক্স কাটের ফলে কি রিজার্ভ ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দেবে কিনা বা সুদের হারের উপরে কী প্রভাব পড়বে? বিশ্লেষকরা বলছেন যে, সুদের হার হয়তো এতে বাড়বে না; কিন্তু, সুদের হার সহসাই কমার সম্ভাবনা কম এই ট্যাক্স কাটের কারণে।”

প্রফেসর রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand