হাইড্রোজেন ফিউশনই কি আগামীর বিশ্বকে শক্তি যোগাবে?

A Tokamak fusion device in South Korea

A Tokamak fusion device in South Korea. Source: Getty Images

ভবিষ্যতে কার্বন নিঃসরণ কমিয়ে বিদ্যুত আহরণের জন্য একটি বড় আশা হল ফিউশন, যেটি সূর্যকে শক্তি দেয়ার জন্য নতুন করে তৈরি করা কোন প্রক্রিয়া।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • ইংল্যান্ডের ডিডকোট শহরের প্রান্তে অতি সাধারণ একটি গুদাম ঘরে একটি প্রাইভেট কোম্পানি সূর্যকে শক্তি দেয় এমন ফিউশন ফোর্স পুনরায় তৈরি করছে
  • এই প্রক্রিয়া অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি দক্ষ, এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর চেয়ে এই বিক্রিয়া থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়
  • ফিউশন পাওয়ার ২০৩০-এর দশকের শেষের দিকে বা ২০৪০-এর শুরুতে ব্রিটেনের গ্রিডে সরবরাহ করা হবে

পৃথিবীতে সোলার ফিউশন অনুকরণ করার প্রচেষ্টা বিশ্বজুড়ে কয়েক দশক ধরে চলছে।

কিন্তু এটি চলছে শান্ত ইংলিশ কমিউটার শহর ডিডকোটে যেখানে একটি ব্রিটিশ কোম্পানি গবেষণার অগ্রভাগে রয়েছে। শহরটি মূলত আবাসিক এলাকা, বাণিজ্য বা শিল্প স্থাপনাবিহীন।

অক্সফোর্ডের ঠিক বাইরে ছোট ইংলিশ শহর ডিডকোট তার রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত। এছাড়া এখানে আর উল্লেখযোগ্য কিছু নেই। শহরটি দেখে মনে হবে না যে এখানে আপনি বিশ্বের বিদ্যুৎ শক্তি সঙ্কটের সমাধানে কিছু হচ্ছে।

কিন্তু শহরের প্রান্তে একটি শিল্প এলাকায় অতি সাধারণ একটি গুদাম ঘরে টোকামাক এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানি সূর্যকে শক্তি দেয় এমন ফিউশন ফোর্স পুনরায় তৈরি করছে।
পারমাণবিক সংমিশ্রণে হাইড্রোজেনের পরমাণুগুলিকে একত্রে সন্নিবেশ করে বিপুল পরিমাণ শক্তিসহ হিলিয়াম তৈরি করা হয়। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে ফিউশনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চেষ্টা করছেন - কিন্তু পৃথিবীতে এটি ঘটানো সহজ নয়।

এই প্রক্রিয়ায় হাইড্রোজেনকে অবিশ্বাস্য তাপমাত্রায় গরম করা হয়, যেখানে বিক্রিয়াটি ধরে রাখতে অত্যন্ত শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয়।

টোকামাক এনার্জির বিজ্ঞানী ডঃ উইলেট বলেন," এটা অনেক বেশি পরিচ্ছন্ন, এবং অনেক বেশি দক্ষ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর চেয়ে এই বিক্রিয়া থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়। তবে এটা কঠিন, এবং তাই এত সময় লাগছে।"

ডঃ হান্না উইলেট টোকামাক এনার্জির একজন পদার্থবিদ।

তিনি বলছিলেন, "এখানে অনেক উপাদান রয়েছে। আমি মনে করি এই ফিউশনের একটি বড় চ্যালেঞ্জ হল যে এটি কেবল পদার্থবিদ্যা নয়, বা এটি কেবল প্রকৌশল নয়, কিন্তু পদার্থবিদ্যা, প্রকৌশল, মেটেরিয়াল সায়েন্স, এমনকি ব্যবসার বিষয়ও রয়েছে।"

কিছুদিন আগেও ফিউশন ছিল বিশাল, এবং রাষ্ট্রীয় অর্থায়নের প্রকল্প। কিন্তু গত কয়েক বছরে সারা বিশ্বে অনেক ছোট বেসরকারি কোম্পানি গড়ে উঠেছে।

টোকামাক এনার্জি এই ডিডকোট শহরে তেমনি একটি অত্যাধুনিক চুল্লি তৈরি করেছে, এবং আরও শক্তিশালী এবং দক্ষ চুম্বক তৈরি করার পাশাপাশি বিক্রিয়াকে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করতে শেখার জন্য এটি ব্যবহার করছে।

নিউট্রাল বিমগুলো হাইড্রোজেন গ্যাসে ১৪০,০০০ এম্পিয়ার বিদ্যুৎ দেয়। এটি গ্যাসের তাপমাত্রাকে ৫০ মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যায় - যা সূর্যের অভ্যন্তরের চেয়েও তিনগুণ গরম।
টোকামাক এনার্জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১০০ মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্জনের আশা করছে - যা ফিউশন রিঅ্যাকশন বজায় রাখার জন্য যথেষ্ট গরম, এটি হবে কমার্শিয়াল ফিউশনের আরও এক ধাপ উত্তরণ।

টোকামাক এনার্জির প্রধান নির্বাহী ক্রিস কেলসাল বলেন, "ফিউশন পাওয়ার ২০৩০-এর দশকের শেষের দিকে বা ২০৪০-এর শুরুতে ব্রিটেনের গ্রিডে সরবরাহ করা হবে।"

মিঃ ক্রিস কেলসাল ফিউশনের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী। গত কয়েক বছরে, এই ধরনের ছোট আকারের ফিউশন প্রকল্পগুলিতে প্রচুর ব্যক্তিগত বিনিয়োগ হচ্ছে। গত কয়েক মাসে কয়েক বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ হয়েছে।

ধারণা করা হচ্ছে এই উদ্ভাবন চলতে থাকবে, কারণ ফিউশন প্রযুক্তি মানুষের কল্যাণে বিশাল ভূমিকা রাখবে। এটি স্বচ্ছ, নিরাপদ এবং খুব সস্তা জ্বালানি শক্তির সীমাহীন সরবরাহের সম্ভাবনাকে ধরে রাখছে।

এছাড়া এখানে দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বর্জ্য তৈরির সম্ভাবনা নেই এবং গলে যাওয়ারও ঝুঁকি নেই।

তবে বিক্রিয়া বেশ ভঙ্গুর, একটু ভুল হলেই এটি বন্ধ হয়ে যায়। তাই ঝুঁকি অনেক বেশি, তাই উদ্ভাবকরা এই অবিশ্বাস্য চ্যালেঞ্জটি সমাধান করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Follow SBS Bangla on .


পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:



Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand