প্রস্তাবিত ‘ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট’ নিয়ে বিতর্ক

ANTHONY ALBANESE BENDIGO VISIT

Australian Prime Minister Anthony Albanese during a visit to the Thales Group manufacturing facility in Bendigo, Friday, January 27, 2023. (AAP Image/Stuart Walmsley) NO ARCHIVING Source: AAP / STUART WALMSLEY/AAPIMAGE

প্রস্তাবিত ‘ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট’ নিয়ে বিতর্ক চলছে। ফেডারাল সরকার এবং ইনডিজেনাস কমিউনিটির মধ্য থেকে কেউ কেউ বলছেন, সম্প্রতি এই প্রস্তাবটির বিরোধিতা যারা করছেন, বিশেষত, স্থানীয় আদিবাসীদের মধ্য থেকে সুপরিচিত কতিপয় ব্যক্তি, তারা আসলে তাদের মূলধারার চিন্তাভাবনার প্রতিনিধিত্ব করেন না।


ফেডারাল সরকারের প্রস্তাবিত ‘ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট’ নিয়ে, সুপরিচিত কয়েকজন স্থানীয় আদিবাসী নেতার মধ্য থেকে কারও কারও ভিন্নমত শোনা গেছে, দেশজুড়ে অস্ট্রেলিয়া ডে নিয়ে উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানে। এদের মধ্যে রয়েছেন গ্রিনস সিনেটর লিডিয়া থর্প।
এসব নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি যদি উদ্বিগ্ন হয়ে থাকেন, তবে তা প্রকাশ করছেন না তিনি।

তাসমানিয়ার ডেভনপোর্টে তিনি বলেন, ইনডিজেনাস কমিউনিটিতে এ নিয়ে কিছুটা মতানৈক্য তো প্রত্যাশিত।

কিন্তু, তারপরই মিস্টার অ্যালবানিজি আরও শক্তভাবে বলেন, সরকারের এই প্রস্তাবটি যৌক্তিক। যারা এর বিরোধিতা করছেন তারা এই ক্যাটাগোরিতে পড়েন না।

এদিকে, ইনডিজেনাস কমিউনিটির মধ্য থেকে যারা ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্টের এই ধারণাটি সমর্থন করেন, তারা এর বিরোধীদের প্রতি, যেমন, সিনেটর থর্পের প্রতি, একহাত নিয়েছেন।

দ্য উলুরু ডায়ালগের কো-চেয়ার, নর্দার্ন টেরিটোরির আল-ইয়াহ-ওয়াহ জনগোষ্ঠীর প্যাট অ্যান্ডারসন স্বীকার করেন যে, অস্ট্রেলিয়া ডে উদযাপনের সময়ে ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট প্রস্তাবটির বিরুদ্ধে বলেছেন কেউ কেউ। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, এই বিষয়ে বেশিরভাগ লোকের চিন্তাভাবনার প্রতিফলন নয় সেগুলো।

মিজ অ্যান্ডারসন বলেন, অনলাইনে ৩০০ জন স্থানীয় আদিবাসীর ওপরে পরিচালিত একটি জরিপের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন। প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের পক্ষে জোরালো সমর্থন লক্ষ করা গেছে এতে।

তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্তটি নির্ভর করবে মূলত লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান এবং তাদের বিবেকের ওপরে।

ফেডারাল সরকারের এই প্রস্তাবটির সমালোচনা চালিয়ে যাচ্ছে বিরোধী দল। লিবারাল পার্টির ডেপুটি লিডার সুসান লি বারবার আহ্বান জানাচ্ছেন, এই প্রস্তাবটির বিস্তারিত তথ্য প্রদানের জন্য।

এই বিষয়ে আগামী অক্টোবরে রেফারেন্ডাম বা গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand