ফেডারাল বাজেট ২০২৪-২০২৫: “আগামী তিন-চার বছর আমরা পরপর কয়েকটি ঘাটতির বাজেট দেখবো”

ANTHONY ALBANESE JIM CHALMERS BUDGET REAX

Prime Minister Anthony Albanese and Treasurer Jim Chalmers arrive for television interviews after the Budget was delivered last night at Parliament House in Canberra, Wednesday, May 15, 2024. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

২০২৪-২০২৫ অর্থবছরের ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম। সাক্ষাৎকারটির দ্বিতীয় ও শেষ পর্বে রয়েছে ট্যাক্স কাট, স্টুডেন্ট লোন রিফর্ম এবং সারপ্লাস বাজেট নিয়ে আলোচনা।


গত ১৪ মে ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স অস্ট্রেলিয়ার ২০২৪-২০২৫ অর্থ-বছরের ফেডারাল বাজেট ঘোষণা করেন।

দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা, রেন্টাল অ্যাসিস্ট্যান্স, এনার্জি রিলিফ, স্টুডেন্ট ডেট কমানো, এ রকম বেশ কিছু বিষয়ে বাজেটে বরাদ্দ ও সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। তবে, এসবের পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে।

বাজেট সম্পর্কে ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স তার সংসদীয় বক্তৃতায় বলেন, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছে বিরোধী দল। ফেডারাল বিরোধী দলের ফাইন্যান্স বিষয়ক মুখপাত্র অ্যাঙ্গাস টেইলর বলেন, মুদ্রাস্ফীতির আসল কারণের দিকে সরকার নজর দেয় নি।
২০২৪-২০২৫ অর্থবছরের ফেডারাল বাজেটের কয়েকটি দিক নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।

এবারের ফেডারাল বাজেটে সারপ্লাস বা উদ্বৃত্তের পরিমাণ ৯.৩ বিলিয়ন ডলার। গতবার উদ্বৃত্ত ছিল ২২ বিলিয়ন ডলার।

এ সম্পর্কে ড. রেজা মোনেম বলেন,

“দৈব কোনো কারণ না ঘটলে আগামী তিন-চার বছর আমরা পরপর কয়েকটি ঘাটতির বাজেট চোখে দেখবো।”

তিনি আরও বলেন,

“অনেকে নিরাশ হতে পারেন এটা মনে করে যে, সরকার নিজেই বলছে ২০২৪-২৫, ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮, এই আগামী চার অর্থবছরে প্রত্যেক বছর বাজেটে ঘাটতি হবে।”

ড. রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand