ইংরেজি ভাষা-শিক্ষার প্রোগ্রাম পরিবর্তন করতে চায় ফেডারাল সরকার

Acting Immigration Minister Alan Tudge

Acting Immigration Minister Alan Tudge Source: AAP

ফেডারাল সরকার বলেছে, যেহেতু এই বৈশ্বিক মহামারী থেকে বেরিয়ে আসছে অস্ট্রেলিয়া, তাই, সামাজিক সংহতি উন্নয়নের উদ্দেশ্যে অভিবাসীদের জন্য অস্ট্রেলিয়ার এক বিলিয়ন ডলারের ইংরেজি ভাষা প্রোগ্রামে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অভিবাসী গোষ্ঠীগুলি পরিবর্তনগুলিকে স্বাগত জানিয়েছে, তবে বলেছে যে সাংস্কৃতিক বোঝাপড়া উন্নত করতে এবং তাদের ইংরেজি-ভাষা দক্ষতার বাইরে অভিবাসীদের মূল্য বোঝার ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা রয়েছে। লেবার এরই মধ্যে বর্ণবাদবিরোধী কৌশল গঠনের আহ্বান জানিয়েছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।


তিন বছর আগে, ফেডারাল সরকার নাগরিকত্ব পরীক্ষার পরিবর্তনের প্রস্তাব করেছিল।যেখানে অভিবাসীদের ইংরেজি ভাষার দক্ষতা চাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়-স্তরের যে মান চাওয়া হয় তার সমান।জাতীয় নিরাপত্তা উদ্বেগের বরাত দিয়ে সরকার বলেছে যে, নতুন আইনগুলিতে অভিবাসীরা অস্ট্রেলিয়ান হওয়ার আগে তাদেরকে একটি “ভ্যালুজ স্টেটমেন্ট”, অর্থাৎ, মূল্যবোধের বিবৃতিতে স্বাক্ষর করতে হবে। বিভিন্ন সম্প্রদায়ের ক্রমাগত চাপের ফলে প্রস্তাবিত বিলটি কখনই গৃহীত হয় নি।

অ্যাক্টিং ইমিগ্রেশন মিনিস্টার Alan Tudge বলেন, এই বৈশ্বিক মহামারীর কারণে সরকার সামাজিক সংহতি উন্নয়ন, বিশেষত অভিবাসীদের জন্য বিনামূল্যে ইংরেজি-ভাষা শিক্ষাদান কর্মসূচির উন্নতির প্রয়োজনীয়তার বিষয়ে পুনর্বিবেচনা করার চিন্তা-ভাবনা করছে। 

Mr Tudg বলেন যে, সারা দেশে প্রায় এক মিলিয়নের কাছাকাছি লোকের মধ্যে ইংরেজী ভাষার দক্ষতার অভাব রয়েছে, যা তাদের চাকরি পাওয়ার এবং অস্ট্রেলিয়ান সমাজে একীভূত হওয়ার দক্ষতা সীমাবদ্ধ করে দেয়।

আদমশুমারির তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ায় এমন লোকের সংখ্যা বেড়েছে, যারা বলেছিলেন যে তারা ভালভাবে ইংরেজি বলতে পারেন না বা একেবারেই পারেন না।্এই সংখ্যাটি ২০০৬ সালে প্রায় ৫৬০ হাজার থেকে বেড়ে ২০১৬ সালে প্রায় ৮২০ হাজারে দাঁড়িয়েছে।

Mr Tudge বলেন যে, অভিবাসীদের মধ্যে ইংরাজী ভাষার দক্ষতার মাত্রা বাড়াতে, Adult Migrant English Program (AMEP) পরিবর্তন করা হবে: ঘণ্টার ক্যাপটি বাতিল করা হবে এবং সময়সীমাও সরিয়ে দেওয়া হবে।

জাতীয় প্রেস ক্লাবের ভাষণে তিনি বলেন যে, নতুন পদক্ষেপগুলি ইংরেজি-ভাষা শেখার ক্ষেত্রে বাধাগুলো হ্রাস করবে।

মাল্টিকালচারাল অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী প্রধান গোষ্ঠী, FECCA এর প্রধান নির্বাহী মোহাম্মদ আল খাফাজি (Mohammad Al-Khafaji ) এই পরিবর্তনগুলিকে তিনি স্বাগত জানান। তিনি বলেন যে, মহামারী কারণে মাল্টি-কালচারাল কমিউনিটিগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে।

তবে সফল অভিবাসীদের মান নির্ধারণে প্রধান উপায় হিসেবে ইংরাজী ভাষার দক্ষতা বিবেচনা করার বিষয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

২০১৯-২০২০ অর্থ বছরে রেকর্ড সংখ্যক ২০০ হাজারেরও বেশি লোক অস্ট্রেলিয়ান নাগিরকত্ব পেয়েছে। Mr Tudge বলেন, নভেম্বর থেকে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পরীক্ষায় প্রশাসনিক পরিবর্তন আনা হবে।আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ব্যক্তির দায়িত্বের মতো অস্ট্রেলিয়ান মূল্যবোধের প্রতি আনুগত্যের গুরুত্বের উপর জোর দেওয়ারজন্য।

নাগরিকত্ব আবেদনকারীদের স্বাক্ষরিত Australian values statement ও আপডেট করা হবে।

মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স বিষয়ে লেবারের মুখপাত্র অ্যান্ড্রু গাইলস Adult Migrant English Program এ নতুন পরিবর্তনগুলো স্বাগত জানিয়ে বলেন, তবে বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বপূর্ণ হবে।তিনি বলেন যে, তিনি সামাজিক সংহতি সম্পর্কিত সরকারের নীতির অংশ হিসেবে একটি বর্ণবাদবিরোধী কৌশল দেখতে চান।

Mr Tudge তার জাতীয় প্রেস ক্লাবের ভাষণটি অস্ট্রেলিয়ায় বিদেশী সরকারগুলির ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করতেও ব্যবহার করেছিলেন। তিনি বলেন যে, সরকারের সামাজিক সংহতি কৌশলটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে: সামাজিক সংহতির প্রতি জনগোষ্ঠীর অনুভূতি আরও ভালভাবে বোঝার জন্য একটি গবেষণা কর্মসূচি চালু করা, দ্বিভাষিক দক্ষতা-সম্পন্ন আরও Community Liaison Officer নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা এবং "আমাদের জাতীয় পরিচয় স্পষ্টভাবে তুলে ধরতে একটি বিস্তৃত প্রচারণার বিকাশ ঘটানো।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand