মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ‘ঘুরুঞ্চি’র উদ্দেশ্য

Members of Ghurunchi

ঘুরুঞ্চি গ্রুপের সদস্যরা। Credit: Salahuddin Ahmad

বাংলাভাষীদের জন্যে একটি ভ্রমণ সংক্রান্ত ম্যাগাজিন করার ভাবনা থেকে ‘ঘুরুঞ্চি’ গ্রুপের শুরু, এখন ক্রমে এটি ডালপালা মেলেছে সেমিনার ও ঘোরাঘুরিসহ আরও অনেক কর্মকান্ডে। এসবিএস বাংলার সঙ্গে ঘুরুঞ্চির প্রতিষ্ঠাতা সদস্য সালাহউদ্দিন আহমদ, এবং দুজন সক্রিয় সদস্য কামরুন নিপা ও রাজীব রহমানের আলাপচারিতা।


প্রায় বছর দশেক আগে শখের বশে নিজের ভ্রমণের গল্প ও ছবি নিজের ফেইসবুক ও বিভিন্ন গ্রুপে শেয়ার করতেন সালাহউদ্দিন আহমদ। লিখতেন বিভিন্ন ব্লগেও।

পরবর্তীতে সমমনা আরও কিছু মানুষ মিলে তৈরি হয় ‘বাংলাদেশি ট্রাভেলারস অস্ট্রেলিয়া’ নামে নিজেদের একটি ফেইসবুক গ্রুপ। সেখানেও সদস্যরা শেয়ার করতে থাকেন নিজেদের অভিজ্ঞতা আর ছবি।

২০১৯ এর দিকে তাঁদের মনে হয়, “বাংলা ভাষায় ভ্রমণ ম্যাগাজিন তেমন নেই, একটা ম্যাগাজিন করলে কেমন হয়?”
Magazine cover.jpg
ঘুরুঞ্চি ম্যাগাজিনের জুন ২০২২ সংখ্যার প্রচ্ছদ। Credit: Salahuddin Ahmad
সেই ভাবনা থেকেই শুরু হয় অস্ট্রেলিয়ান ঘুরুঞ্চির, যেটি পরবর্তীতে জনপ্রিয়তা পায় অস্ট্রেলিয়ার বাইরের বাংলাদেশিদের কাছেও।

সারা বিশ্বের বাঙালীদের কাছে জনপ্রিয় হয় যখন, তখন গ্রুপটির নাম দেয়া হয় ‘ঘুরুঞ্চি’। নতুন করে তাঁদের যাত্রা শুরু হয় ২০২০ সালের অক্টোবর মাস থেকে।
Members Picture.png
ঘুরুঞ্চির সদস্যরা। Credit: Salahuddin Ahmad
এখন ঘুরুঞ্চির কর্মকান্ড অনেক বিস্তৃত। প্রায় তিনহাজার সদস্যের এই গ্রুপ থেকে এখন প্রতি মাসে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন বের করা হয়। দেশ বিদেশের ভ্রমণপ্রিয় মানুষদের অংশগ্রহণে নিয়মিত আয়োজন করা হয় সেমিনার।

সেই সাথে মেলবোর্নে বসবাসরত ঘুরুঞ্চির সদস্যরা প্রতি মাসের প্রথম রবিবারে একসাথে ঘুরে আসেন ভিক্টোরিয়া স্টেটের নানান দর্শনীয় স্থান ও ন্যাশনাল পার্কগুলোতে।
Kids Picture.jpg
বামা-মায়ের সাথে ঘুরতে যায় বাচ্চারাও। Credit: Salahuddin Ahmad
বাবা-মায়েরা দল বেঁধে প্রকৃতির কাছাকাছি ঘুরে আসার সুযোগ যেমন পান, তেমনই বাচ্চারাও ইলেক্ট্রনিক ডিভাইসের বাইরে গিয়ে উপভোগ করে বুশ-ওয়াকিং, চিনতে পারে নানা প্রজাতির গাছ-পালা, শিখতে পারে কীভাবে পরিবেশ বান্ধব উপায়ে বিনোদন আহরণ করা যায়।

সম্পূর্ণ সাক্ষাৎকার ও প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand