নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের পদত্যাগ

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference to announce her resignation, in Sydney, Friday, October 1, 2021. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference to announce her resignation, in Sydney, Friday, October 1, 2021. Source: AAP

দূর্ণীতি বিরোধী কমিশনের অভিযোগের সূত্র ধরে গতকাল নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। রাজ্য পার্লামেন্টে ১৮ বছর ধরে এমপির অবস্থান ধরে রাখা এই নেত্রীর পদে স্থলাভিষিক্ত হতে দলের অন্য নেতৃবৃন্দের তোড়জোড় চলছে।


গত বছর কোভিড-১৯ বৈশ্বিক মহামারী শুরুর পর, সম্প্রতি তিন মাস সময়টা নিউ সাউথ ওয়েলস রাজ্যের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। এই সময়টাই নিয়মিত রাজ্যের অধিবাসীদেরকে মহামারীর হালনাগাদ খবর দেওয়া সহ উপস্থিত সবার প্রশ্নের উত্তর দিয়ে আসছেন প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। রাজ্যের সবাই যেন এই রীতিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল।

কিন্তু গতকাল সংবাদমাধ্যমের সামনে দেওয়া তার ঘোষণাটি অন্যরকম ছিল। সেখানে কোভিড আপডেট নয়, অন্য কিছু ছিল। গতকাল শুক্রবার ১ অক্টোবর আবেগময় এবং বিস্ফোরক এক বক্তব্যের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

রাজ্যের দুর্নীতি নজরদারী সংস্থা এন্টি করাপশন মনিটরিং সার্ভিস কর্তৃক আনিত জনগনের আস্থা ভঙ্গের অভিযোগের অব্যবহিত পরে তিনি নিজের পদত্যাগ ঘোষণা করেন।

স্বাধীন দূর্ণীতি বিরোধী কমিশন (ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইন্সট করাপশন- আইক্যাক) এর অভিযোগ অনুযায়ী, মিস বেরেজিক্লিয়ান ওয়াগা ওয়াগার সাবেক বিতর্কিত এমপি ড্যারিল ম্যাগুয়্যার এর সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িত ছিলেন।

কমিশন তাদের সম্পর্কের ২০১২ থেকে ২০১৮ এর সময়কালে তার কর্মকান্ড এখন পর্যালোচনা করছে।
মিস্টার ড্যারিলের মত জননিন্দিত ব্যক্তির সাথে গোপন সম্পর্কের কথা তিনি গত বছর আইক্যাক এর শুনানীতে স্বীকার করেছিলেন। তার সেই স্বীকারোক্তি গোটা রাজ্যকে নাড়া দিয়েছিল।
আলোচিত এই ব্যক্তিগত সম্পর্কের জের ধরে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে। চার বছরেরও অধিক সময়কাল যাবত তিনি প্রিমিয়ার পদে ছিলেন, যা থেকে তাকে সরে যেতে হচ্ছে।

এই সম্পর্কের কারণে জনপ্রতিনিধি হিসাবে তার দায়িত্ব আর ব্যক্তিগত স্বার্থের মধ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে কিনা তার তদন্ত করবে কমিশন (ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইন্সট করাপশন- আইক্যাক)

কমিশন অস্ট্রেলিয়ান ক্লে টার্গেট এসোসিয়েশন এবং রিভেরিনা কনজার্ভেটরিয়াম অফ মিউজিককে প্রতিশ্রুত বা প্রদত্ত অনুদানের বিষয়টি খতিয়ে দেখবে। এই অনুদানের মাধ্যমে তিনি মিস্টার ম্যাগুয়্যারকে অনৈতিক সুবিধা নিতে দিয়েছেন কিনা বা এই অনৈতিক কর্মকান্ডে উৎসাহ প্রদান করেছেন কি না সেটা কমিশনের তদন্তাধীন রয়েছে।

মিস বেরেজিক্লিয়ানের পদত্যাগ ঘোষণার মধ্য দিয়ে রাজনীতিতে তার দীর্ঘ ও বন্ধুর পথে যাত্রার সমাপ্তি হলো। তিনি ছিলেন এক আরমেনিয়ান অভিবাসী পরিবারের কন্যা। স্কুলে যাওয়ার শুরুতে তিনি ইংরেজী কথাও বলতে পারতেন না।

তিনি দীর্ঘ ১৪ বছর ধরে উইলোবি আসনের এমপি ছিলেন। ২০১৭ সালে তৎকালীন প্রিমিয়ার মাইক বেয়ার্ড এর কাছ থেকে প্রিমিয়ার পদ অধিকার করার সময়ে তিনি রাজ্যের ট্রেজারার ছিলেন।

তার বলিষ্ঠ নেতৃত্বে দু বছর পর তার দল নির্বাচনে জয়ী হন, এবং তিনি হন প্রথম মহিলা প্রিমিয়ার।

স্মরণকালের ভয়াবহতম বুশফায়ারের সংকট থেকে তিনি নিজের রাজ্যকে বের করে এনেছিলেন। ডেলটা প্রজাতির করোণাভাইরাস প্রকোপের আগ পর্যন্ত তিনি যেভাবে অতিমারী সামলেছেন তাকে অনেকে আদর্শ বলে মনে করেন।

সাম্প্রতিককালে অবশ্য তাকে বেশ কিছু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যেমন ডেলটা প্রজাতির অকল্পনীয় বিস্তারের সময়ে সিডনী শহরে লক ডাউন ঘোষণায় দীর্ঘসূত্রিতা, অপর্যাপ্ত সময়কাল লক ডাউন ঘোষণা করা।


প্রধানমন্ত্রী স্কট মরিসন বেরেজিক্লিয়ানের আকস্মিক পদত্যাগের বিষয়ে শুরুতে অবগত ছিলেন না। পরে এক সংবাদ সম্মেলনে তিনি মিস বেরেজিক্লিয়ানকে তার ঘনিষ্ঠ সহচর বলে দাবী করে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে মিস বেরেজিক্লিয়ানের পদত্যাগের সিদ্ধান্তকে সঠিক হিসাবে অভিহিত করেছেন ফেডারেল বিরোধী দলের নেতা এন্থনী এলবানিজ। সিডনীর গ্রেন্ডলার আসনের এমপি মিস্টার এলবানিজ অবশ্য সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় বেরেজিক্লিয়ানের এই সিদ্ধান্তকে খুব কঠিন বলেও স্বীকার করেন।

বিদায়ী প্রিমিয়ার মিস বেরেজিক্লিয়ানের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নিশ্চিত জানা যায় নি তবে লিবারেল পার্টির সূত্রমতে কয়েকটি নামের প্রস্তাবনা উঠে এসেছে। প্রতিযোগী প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রাজ্যের ট্রেজারার ডমিনিক পেরোটে। এছাড়া জব মিনিস্টার স্ট্যুয়ার্ট আয়ারিস এবং পরিকল্পনা মন্ত্রী রব স্টোকস নামও শোনা যাচ্ছে।

রাজ্যের ৪৬ তম প্রিমিয়ার নির্বাচন করতে আগামী মঙ্গলবার লিবারেল পার্টির সদস্যবৃন্দ সভায় বসবেন এবং দলের নিউ সাউথ পার্লেমেন্ট সদস্যদের ভোটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে বেরেজিক্লিয়ান অধ্যায়ের এই সমাপ্তিকালে তাকে অবশ্য যথেষ্ট শান্ত ও অবিচল থাকতে দেখা গেছে।

রাজ্যের লক ডাউন থেকে বেরিয়ে আসার মাত্র ১০ দিন আগে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
এনএসডব্লিউ তার শক্ত নেতৃত্বে সাম্প্রতিক ডেলটা প্রজাতির প্রাদুর্ভাব এবং মহামারির কঠিন সময় পার হয়ে এসেছে।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand