"ডোমেস্টিক ভায়োলেন্স মোকাবেলায় সরকারি তহবিল বাড়ছে, কিন্তু সঠিক জায়গায় যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে": সাবরিন ফারুকী

Participants from 20 organisations joined a meeting with Trish Doyle MP to discuss the issues of domestic violence front line workers.

Participants from 20 organisations joined a meeting with Trish Doyle MP to discuss the issues of domestic violence frontline workers. Source: Sabrin Farooqui

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল কমিউনিটির পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশুরা কি ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং এ থেকে উত্তরণের জন্য সরকার কিভাবে সহায়তা করতে পারে এ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক আহবান করেছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শ্যাডো মিনিস্টার ট্রিস ডোয়েল এমপি।


ট্রিস ডোয়েলের সাথে ওই বৈঠকের কো-হোস্ট ছিলেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকরপোরেশনের প্রেসিডেন্ট সাবরিন ফারুকী। বৈঠকের আলোচ্য বিষয়গুলো নিয়ে মিজ সাবরিন ফারুকী কথা বলেছেন এসবিএস বাংলার সাথে। 

মিজ সাবরিন ফারুকী জানান, পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করা সম্মুখ সারির কর্মীদের কথা নীতি নির্ধারকদের নিকট পৌঁছে দিতেই তিনি এই গোল টেবিল বৈঠকের উদ্যোগ নেন এবং তার প্রেক্ষিতে বৈঠকটি আহবান করেছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শ্যাডো মিনিস্টার ট্রিস ডোয়েল এমপি।
পারিবারিক সহিংসতা নিয়ে সবসময় সরব মিজ ট্রিস ডোয়েল এই বৈঠকে প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। 

মিজ সাবরিন ফারুকী বলেন, "বৈঠকের আলোচনায় সবাই একমত হয়েছে যে, অভিবাসীদের মধ্যে যারা রেফিউজি এবং অস্থায়ী ভিসায় আছেন তাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন। কারণ এই মহিলারা খুবই দুর্দশায় আছে, তাদের কোন আর্থিক সহায়তা নাই যা সাধারণ নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্টরা পেয়ে থাকে।"
Participants discussed various challanges to get support for the victims of domestic violence.
Participants discussed various challanges to get support for the victims of domestic violence. Source: Sabrin Farooqui
তিনি বলেন, পারিবারিক সহিংসতা মোকাবেলায় যারা সাহায্য করবেন যেমন পুলিশ বা সমাজকর্মী তারা কি সহিংসতার শিকারদের সামাজিক-সাংস্কৃতিক দিকগুলোর ব্যাপারে সচেতন কিনা এ বিষয়টিও আলোচনায় স্থান পায়।  

মিজ ফারুকী বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স খাতে ফেডারেল এবং স্টেট গভর্নমেন্ট পর্যায়ে তহবিল বাড়ছে, কিন্তু এই তহবিল সহিংসতার শিকার এবং তৃণমূল স্তরসহ সঠিক জায়গায় যাচ্ছে কিনা তা একটি প্রশ্ন।
তিনি বলেন, "আমরা এখনো সরকারের তরফ থেকে এমন কোন এপ্রোচ দেখিনি যে তারা আমাদের কথা শুনতে চায়, আমাদের কোন সমস্যা আছে কিনা কিংবা সমাধান কেউ দিয়েছে কিনা তা জানতে চায়।" 

"এই বৈঠকের মাধ্যমে বিরোধী দল লেবার আমাদের কথা শুনেছে, এবং তারা বিষয়টি সরকারী পর্যায়ে নিয়ে যাবে," বলছিলেন মিজ ফারুকী।
Domestic violence front line workers have not seen any approach from government so far to look into the issues they are facing.
Domestic violence front line workers have not seen any approach from government so far to look into the issues they are facing. Source: Sabrin Farooqui
সাবরিন ফারুকীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow .

আরো দেখুন:



 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand