ফেডারাল সরকার নির্মাণ খাতে চাহিদা বাড়াতে ৬৮৮ মিলিয়ন ডলার হোমবিল্ডার কর্মসূচি ঘোষণা করেছ

 house renovation

Jamie Orchiston of Morbuild Builders is seen working on a house renovation in Brisbane, Source: AAP

অস্ট্রেলিয়ানরা ফেডারেল সরকারের ঘোষিত এই নতুন স্কিমের আওতায় তাদের বাড়িগুলি নির্মাণ বা যথেষ্ট পরিমাণে সংস্কারের জন্য ২৫০০০ ডলার অনুদানের জন্য আবেদন করতে সক্ষম হবে।প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন ৬৮৮ মিলিয়ন ডলার হোম বিল্ডার কর্মসূচির লক্ষ্য নির্মাণ খাতে চাহিদা বাড়ানো এবং শ্রমিকদের কাজে নিযুক্ত রাখা। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


ফেডারাল সরকার নির্মাণ খাতে চাহিদা বাড়াতে ৬৮৮ মিলিয়ন ডলার হোমবিল্ডার কর্মসূচি ঘোষণা করেছে।
এই প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়ানরা তাদের বাড়িগুলি তৈরি বা যথেষ্ট পরিমাণে সংস্কারের জন্য ২৫০০০ ডলার অনুদানের জন্য আবেদন করতে সক্ষম হবে।

অস্ট্রেলিয়ানরা ফেডারেল সরকারের ঘোষিত এই নতুন স্কিমের আওতায় তাদের বাড়িগুলি নির্মাণ বা যথেষ্ট পরিমাণে সংস্কারের জন্য ২৫০০০ ডলার অনুদানের জন্য আবেদন করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন ৬৮৮ মিলিয়ন ডলার হোম বিল্ডার কর্মসূচির লক্ষ্য নির্মাণ খাতে চাহিদা বাড়ানো এবং শ্রমিকদের কাজে নিযুক্ত রাখা।

সরকার অনুমান করে যে প্যাকেজটির ফলে ১৪০ হাজার কাজের সুযোগ তৈরি করবে নির্মাণ শিল্পে । এবং পরবর্তীতে আবাসিক বিল্ডিং সেক্টরে আরও কয়েক মিলিয়ন শ্রমিককে কাজ পেতে সহায়তা করবে।
ডেনিটা ওয়ান মাস্টার বিল্ডার্স অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। তিনি বলেন যে এটি এই শিল্পের জন্য একটি লাইফলাইন।

হাউজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম ওল্ফের এর মন্তব্যে একই কথা প্রতিধ্বনিত হয় ।

প্রোগ্রামটি চাহিদা-চালিত, এবং প্রতি বছর ,১২৫ হাজার বা তার চেয়ে কম উপার্জনকারী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দম্পতিদের ক্ষেত্রে প্রতি বছরে ২০০ হাজার ডলারের বেশি উপার্জন নয় শুধু তাদের জন্য।

অনুদানগুলি সম্পত্তির মূল্যের উপরেও সীমাবদ্ধ থাকবে ।এ ক্ষেত্রে নতুন তৈরি সম্পত্তির মূল্য ৭৫০ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
সংস্কারের জন্য ১৫০ হাজার থেকে ৭৫০ হাজার ডলার ব্যায় করা যাবে তবে সে ক্ষেত্রে সম্পত্তির মূল্য সম্পূর্ণ হওয়ার পরে ১.৫ মিলিয়ন ডলার বা তার চেয়ে কম হলে কেবল ভর্তুকি দেওয়া হবে।

এই স্কিমটি বিনিয়োগের সম্পত্তির জন্য প্রযোজ্য হবে না এবং সম্পত্তির মালিকরা যারা নিজেরাই নির্মাণ বা পুননির্মাণ করবেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। লেবর পার্টির হাউজিংয়ের মুখপাত্র জেসন ক্লেয়ার বলেছেন যে প্রোগ্রামটির যোগ্যতার জন্য প্রয়োজনীয় উল্লেখযোগ্য পরিমান আর্থিক বিনিয়োগ বেশিরভাগ মানুষের নাগালের বাইরে।

লেবর পার্টির নেতা Anthony Albanese বলেছেন, সরকারের প্যাকেজের সবচেয়ে বড় দুর্বলতা হ'ল এটি সাশ্রয়ী মূল্যের বা সামাজিক আবাসন প্রকল্পগুলিতে বিনিয়োগকে অন্তর্ভুক্ত করে না।
[
তবে Housing Minister Michael Sukkar বলেছেন যে এটি মূলত state এবং territory সরকারের দায়িত্ব।

প্রতিটি হোম বিল্ডার প্রোগ্রামের জন্য অনুদানগুলি state এবং territory সরকারগুলির মাধ্যমে প্রদান করা হবে।

আপনার ভাষায় করোনভাইরাসটি আপডেট জানতে ক্লিক করুন sbs.com.au/coronavirus


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand