‘আমার ধারণা ভুল ছিল’ বললেন মেটা-র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

US-BUSINESS-FACEBOOK-LAYOFFS-INTERNET-COMPUTERS-META

Meta (formerly Facebook) corporate headquarters is seen in Menlo Park, California on November 9, 2022. - Facebook owner Meta will lay off more than 11,000 of its staff in "the most difficult changes we've made in Meta's history," boss Mark Zuckerberg said on Wednesday. (Photo by JOSH EDELSON / AFP) (Photo by JOSH EDELSON/AFP via Getty Images) Source: AFP / JOSH EDELSON/AFP via Getty Images

টুইটারে কর্মী ছাঁটাইয়ের মাত্র কয়েকদিন পরেই টেক জায়ান্ট কোম্পানী মেটা-ও একই পথে হাঁটলো। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিকানাধীন সংস্থাটি এই বছর তাদের স্টকের মূল্য ৭১ শতাংশ হ্রাস পাওয়ার পরে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই-এর ঘোষণা দিয়েছে, যা তাদের মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ।


দীর্ঘ সময় ধরেই প্রতিষ্ঠান মেটা আধিপত্য ধরে রেখেছে। ক্রমশ বৃহত্তর হতে থাকা কোম্পানীটি এই প্রথম কর্মী ছাঁটাই-এর ঘোষণা দিল।
মেটা কোম্পানীর সব কর্মীর উদ্দেশ্যে দেয়া এক ইমেইলে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, তিনি ভেবেছিলেন প্রবল মহামারীর প্রভাবেও প্রযুক্তি খাতের উত্থানে কোনো সমস্যা হবে না, যেটি তাঁর ভুল ধারণা ছিল বলে তিনি স্বীকার করে নেন।

সাম্প্রতিক বছরগুলিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে গিয়ে কোম্পানীটি ভার্চুয়াল বাস্তব জগৎ ‘মেটাভার্স’ তৈরির দিকে মনোযোগী হয়েছে। মার্ক জাকারবার্গ বিশ্বাস করেন যে শেষ পর্যন্ত এই ‘মেটাভার্স’ এখনকার প্রচলিত স্মার্টফোনগুলিকে প্রতিস্থাপন করবে।

মেটা এই খাতে বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ করছে। এবং খরচের এই পরিমাণে কোম্পানীর বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন।

কারণ এ বছর ইতিমধ্যে এই প্রযুক্তি কোম্পানী ১৪.৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে, সেই সাথে এটির স্টক মূল্যও কমে গেছে প্রায় দুই তৃতীয়াংশ।
ওয়েডবুশ সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, মেটাভার্সে বিপুল পরিমাণে অর্থ লগ্নি করার সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল - এবং এটি আশাপ্রদ প্রতিদান দিতে পারছে না।

প্রায় ২.৯ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী নিয়ে ফেসবুক এখনও বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

কিন্তু এই বছর তাদের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমেছে।

এবং এর জন্যে সম্ভবত TikTok নামক অন্য একটি অ্যাপ দায়ী।

মহামারীর শুরু থেকেই বিস্ফোরক জনপ্রিয়তা পেয়েছে চীনের এই ভিডিও প্ল্যাটফর্মটি।

প্রযুক্তি লেখক মাইকেল ম্যালোনি বলেন যে কিশোর এবং তরুণ-যুবাদের কাছে ফেসবুকের চেয়ে টিকটক অনেক বেশি জনপ্রিয়।

অবশ্য এই মুহূর্তে প্রযুক্তি-খাত জুড়েই এই মন্দা অনুভূত হচ্ছে।

টুইটার এই সপ্তাহেই তাদের অর্ধেক কর্মীদের ছাঁটাই করেছে। আর মাইক্রোসফট, স্ন্যাপচ্যাট এবং নেটফ্লিক্সও খরচ কমানোর উপায় খুঁজছে।

মি. আইভস বলেছেন যে আরও অনেক কোম্পানীরই একই পথে চলার সম্ভাবনা প্রবল।

মেটা জানিয়েছে, ছাঁটাইকৃত সকল কর্মীই কমপক্ষে ১৬ সপ্তাহের বিদায়ী বেতন পাবেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand