অস্ট্রেলিয়ায় বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীরা কী রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়?

Tanveer presenting information on Bangladesh at Australian International Education Conference.jpg

Tanveer Shaheed (L) presenting information on Bangladesh at Australian International Education Conference. Source: Supplied / Tanveer Shaheed

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা সমস্যা ও সম্ভাবনা; অস্ট্রেলিয়া আসার পর অধ্যয়নের বিষয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা; আবাসন সমস্যা এবং কান্ট্রি এডুকেশন প্রোফাইল-সহ বিভিন্ন বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির ম্যাকোয়েরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিভাগের উপপরিচালক জনাব তানভীর শহীদ।


অস্ট্রেলিয়া সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের প্রদর্শিত তথ্য অনুসারে, ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৭,৮০৮ জন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় ৪,৪১২ জন বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের শিক্ষাগ্রহণ শুরু করে।

২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ায় মোট ৭,৮৩,৩৬৯ জন আন্তর্জাতিক শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করেছিল। এই তালিকায় শীর্ষে রয়েছে চীন। সেখান থেকে ১৬৫,৯৮৩ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছিল। আর, ১১,৭৯১ জন আন্তর্জাতিক শিক্ষার্থী।
সিডনির ম্যাকোয়েরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিভাগের উপপরিচালক জনাব তানভীর শহীদ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চমানের কথা উল্লেখ করে বলেন, এদেশে ৪১টি ইউনিভার্সিটি রয়েছে। এগুলোর মধ্যে ৩১টি ইউনিভার্সিটি বিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষস্থানীয় ৫০০টি ইউনিভার্সিটির মধ্যে গণ্য হয়।

নবাগত বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন,

“আমার মনে হয় যেটা, এক্সপেক্টেশনের একটা সমস্যা আছে এখানে। হয়তো দেশ থেকে তারা ধরে নিচ্ছে যে, এখানে আসা মাত্রই দুই দিন পর থেকে তারা একটা ভাল, মোটামুটি চাকুরি পেয়ে যাবে।”

তিনি আরও বলেন,

“কিন্তু, সঠিক কাজটা, তার জন্য সামঞ্জস্যপূর্ণ যে কাজটা, এটা পেতে তাকে তো তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে।”

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা সমস্যা ও সম্ভাবনা; অস্ট্রেলিয়া আসার পর অধ্যয়নের বিষয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা; কান্ট্রি এডুকেশন প্রোফাইল-সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।

তানভীর শহীদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand