'নর্দার্ন টেরিটোরিসহ অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকায় স্থায়ী ভিসা পাবার শর্তগুলো পূরণ করা তুলনামূলকভাবে সহজ': রয় চন্দ্র

Most Australians support a path to permanent residency for migrants in a new survey

Source: Getty Images

কোভিড ১৯ প্রাদুর্ভাবের কারণে অস্ট্রেলিয়ার অভিবাসন লক্ষমাত্রা বাধাপ্রাপ্ত হয়েছে, যা দেশের অর্থনৈতিক ক্ষতির অন্যতম বড় কারণ হবে মনে করা হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২২ সালে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্মসূচি হালনাগাদ করা হয়েছে যা মূলত ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।


অভিবাসন সংক্রান্ত হালনাগাদ তথ্যগুলোর ব্যাখ্যা করেছেন সলিসিটর এবং ইমিগ্র্যাশন ল'ইয়ার মিঃ রয় চন্দ্র, তিনি কথা বলেছেন এই পরিবর্তনগুলো নিয়ে। 

মিঃ রয় চন্দ্র বলেন, প্রতিবছর জুলাই মাসে সাধারণত ইমিগ্র্যাশন সংক্রান্ত বিষয়গুলো হালনাগাদ করা হয়। 

তিনি বলেন, যেসব উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তার মধ্যে আছে এএটি () ফি বৃদ্ধি, যা আগে ছিল ১৮২৬ ডলার। ১ জুলাই থেকে এটি বেড়ে ৩,০০০ ডলার হয়েছে।
এছাড়া সিটিজেনশিপ ফি বৃদ্ধি পাচ্ছে বলে জানান মিঃ চন্দ্র। এর আগে এই ফি ছিল ২৮৫ ডলার, যা ১ জুলাইয়ের পরে বেড়ে গিয়ে ৪৯০ ডলার হয়েছে।

অন্যান্য পরিবর্তনের মধ্যে আছে ব্রিজিং ভিসা 'ই'-এর পরিবর্তন, এই ভিসাটি আন-ল'ফুল বা ওভারস্টেয়ার বা ভিসার মেয়াদ বেড়ে যাওয়ার পরও যারা অস্ট্রেলিয়ায় থেকে গেছে তাদের জন্য প্রযোজ্য। এই ভিসার জন্য এখন ইন্টারভিউ দিতে বা শারীরিকভাবে উপস্থিত হতে হবে না।
সলিসিটর এবং ইমিগ্র্যাশন ল'ইয়ার মিঃ রয় চন্দ্র
সলিসিটর এবং ইমিগ্র্যাশন ল'ইয়ার মিঃ রয় চন্দ্র Source: রয় চন্দ্র (Roy Chandra)
মিঃ রয় চন্দ্র বলেন, ১ জুলাই থেকে বিজনেস ভিসা ১৩২ বন্ধ করে দেয়া হচ্ছে। এখন বিজনেস মাইগ্রেন্টরা ১৮৮ ভিসায় অস্থায়ী ভিসা নিয়ে আসবেন এবং এ সংক্রান্ত শর্তগুলো পূরণ করলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন ৮৮৮ ভিসাতে। 

"এছাড়া এই ভিসার জন্য ৮ লক্ষ ডলার দেখাতে হতো যা এখন বেড়ে গিয়ে ১২ লক্ষ ডলার হবে," বলেন তিনি। 

বহুল আলোচিত গ্লোবাল ট্যালেন্ট ভিসা সম্পর্কে মি: চন্দ্র বলেন, এই ভিসা সংখ্যাটি ১৫,০০০ থেকে কমিয়ে ১১,০০০-এ নামিয়ে আনা হয়েছে।
মিঃ  চন্দ্র বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটের রিজিওনাল এলাকাগুলো বিশেষ করে নর্দার্ন টেরিটোরিতে পার্মানেন্ট ভিসার শর্তগুলো পূরণ করা সহজ। সাউথ এশিয়ান অভিবাসীদের কাছে তাই নর্দার্ন টেরিটরি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

অভিবাসন সংক্রান্ত হালনাগাদ তথ্যগুলোর ব্যাখ্যা এবং রিজিওনাল এলাকাগুলোতে সহজে ভিসা লেভার কি কি সুযোগ রয়েছে সে বিষয়গুলো নিয়ে মিঃ রয় চন্দ্রের বিশ্লেষণ শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ 

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং নির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরো প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সঃ

ট্রান্সল্যাটিং এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিসের জন্য কল করুন131 450 এই নাম্বারে (২৪ ঘন্টা) এবং আপনি যে প্রতিষ্ঠানের সার্ভিসটি চান তা উল্লেখ করুন।

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow.

আরো দেখুন:

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand