জবসিকার সাপ্লিমেন্ট ২০২১ সালের মধ্যে বাড়ানো হতে পারে - প্রধানমন্ত্রী

Minister for Finance Mathias Cormann at his final Senate Estimates hearing in Canberra

Minister for Finance Mathias Cormann at his final Senate Estimates hearing in Canberra Source: AAP

প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে জবসিকার সাপ্লিমেন্ট আগামী বছর পর্যন্ত বাড়ানো হবে, আগামী সপ্তাহে একটি নতুন হার নির্ধারণ করা হতে পারে ।লেবর পার্টি সরকারের ব্যয়ের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিলিয়ন ডলার বিবেচনামূলক তহবিলের বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছে। সেই সাথে ফেডারেল এন্টি করাপশন মনিটর প্রতিষ্ঠার জন্য সরকারের উপর চাপ বাড়িয়ে তুলছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


ফেডারেল ইন্টেগ্রিটি কমিশনের জন্য ক্যানবেরায় চাপ অব্যাহত রয়েছে। সরকার বলেছে ২০১৮ সাল থেকে চলতে থাকা এই পরিকল্পনাগুলি করোনভাইরাস সঙ্কট বিলম্ব করতে বাধ্য করেছে,।তবে Labor's Treasury মুখপাত্র Jim Chalmers বলেন যে এটি যথেষ্ট ভাল কারণ নয়।


সিডনির দ্বিতীয় বিমানবন্দরের জন্য জমি কেনার কথা উল্লেখ করে প্রাক্তন সরকারের মন্ত্রী বার্নাব্য জয়েসও বলেন যে এ প্রশ্নের উত্তর দেওয়া দরকার।

বিরোধী দলনেতা অ্যান্টনি আলবানিজ সংসদে প্রশ্নোত্তর সময়ে বিষয়টি উত্থাপন করে বলেন যে মহামারীর মধ্যে প্রচুর পরিমাণে সরকারি ব্যয় ,হয়েছে তা পূর্বের চেয়ে এখন আরো বেশি তদন্তের প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন যে যদিও ব্যবস্থাগুলি অনেক বেশি প্রয়োজন এবং বিরোধীরা অকারণে নেতিবাচক হচ্ছে।

বর্তমানে জবসিকার সাপ্লিমেন্ট নববর্ষের আগে শেষ হওয়ার কথা রয়েছে, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেন যে এই অর্থ আর প্রদান করা হবে না- তবে প্রতিদিন ৪০ ডলার হারে প্রাক-কভিড অবস্থায় ফিরে যাবে। .

এদিকে, সরকারের চার-বিলিয়ন ডলারের জবমেকার হায়ারিং ক্রেডিট নিয়ে বিষয়ে প্রশ্ন উঠেছে।

বাজেট এস্টিমেট নিয়ে লেবার সিনেটর ক্যাটি গ্যালাগার এর প্রশ্নের জবাবে , ডেপুটি ট্রেজারি সেক্রেটারি জেনি উইলকিনসন স্বীকার করেন যে এই প্রকল্পটি ৪৫হাজার নতুন চাকরি তৈরি করবে - সরকার প্রাথমিকভাবে দাবি করা ৪৫০হাজার নয়।

বিরোধী দলের ১৭ অধিবেশন এবং সরকারের ২১ অধিবেশন পরে, অস্ট্রেলিয়ার দীর্ঘকালীন কর্মরত অর্থমন্ত্রী ম্যাথিয়াস করম্যান তার শেষ সিনেট এস্টিমেট দেন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand