অস্ট্রেলিয়ায় খরা কবলিত এলাকাগুলোতে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হবে

Wayne Smith is a goat and sheep farmer at Karoola Station in outback NSW (SBS).

Wayne Smith is a goat and sheep farmer at Karoola Station in outback NSW (SBS). Source: SBS

কুইন্সল্যান্ড থেকে তাসমানিয়া, অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একটি বড় অংশ এখন খরা-কবলিত। এর ফলে ডার্লিং রিভার সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানকার একজন ফার্মার বলেন, পানির মান অনেক খারাপ হয়ে গেছে। কৃষিখাতে টিকে থাকাটা এখন কঠিন হয়ে যাবে।


নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত অঞ্চল Karoola Station এর ছাগল ও ভেড়ার খামার রয়েছে ওয়েইন স্মিথের।
তিনি বলেন, পানির মান খারাপ হয়ে যাওয়ায় এবং নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় তিনি বিপাকে পড়েছেন। তার অর্গানিক সার্টিফিকেশন বাতিল হয়ে গেছে। এর ফলে তার আর্থিক চাপ বৃদ্ধি পেয়েছে।
 
মিস্টার স্মিথ তিন হাজার মিট শপ চালাতেন।  কিন্তু খরার ফলে পানির অভাবে এই সংখ্যা এখন ৮০০ তে নামিয়ে আনতে হয়েছে।
 
নিউ সাউথ ওয়েলসের পশ্চিমাঞ্চলের Menindee তে এসেছেন গবাদি-পশু খামারের মালিক গ্লেন মরিস। গত ডিসেম্বর থেকে জানুয়ারিতে এই শহরটিতে ব্যাপকভাবে মাছ মারা যায়।
 
মিস্টার মরিস বলেন, পানির স্তর নেমে যাওয়া এবং খরার আঘাত স্বচক্ষে দেখার জন্য Inverell থেকে ডার্লিং রিভারের পাশ ধরে ভ্রমণ করছেন। খরা কীভাবে সয়-সম্পত্তি নষ্ট করছে তা তিনি দেখেছেন।
 
পানি বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি কী রকম দাঁড়াবে তা আগাম বলা যাচ্ছে না। তাই পানির ব্যবস্থাপনা বজায় রাখা অনেক কঠিন হবে।
 
সিডনি বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজিস্ট প্রফেসর Willem Vervoort বলেন, পানির ব্যবস্থাপনা নিয়ে অস্ট্রেলিয়াকে পুনরায় চিন্তাভাবনা করতে হবে।

 
তিনি বলেন, ভবিষ্যতে আমাদেরকে পরিবর্তিত অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে।

 

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .

















Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand