করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে মেলবোর্নে কারফিউ এবং কঠোর বিধিনিষেধ জারি

People line up to enter a supermarket

Source: AAP

ভিক্টোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ মেলবোর্নে স্টেজ ফোর লোকডাউনের আওতায় চলাচলে কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেছে । এর লক্ষ্য হলো একটি কঠোর লকডাউন নিয়ম প্রতিস্থাপন করা। প্রিমিয়ার বলেছেন যে কয়েক মাস ধরে চলতে পারে বিধিনিষেধ। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


ভিক্টোরিয়ায় স্টেট অফ ডিজাস্টার ঘোষণা করা হয়েছে এবং মেলবোর্ন জুড়ে চলাচলে COVID-19 এর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং রাতারাতি কারফিউ জারি করা হয়েছে যা নিয়ন্ত্রন করবে পুলিশ।
লকডাউনে জনগণ যাতে কঠোর জনস্বাস্থ্যের দিকনির্দেশনা মেনে চলে তার জন্য কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে।
নতুন 'স্টেজ ফোর' বিধিনিষেধগুলি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।
প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ অবিচল রয়েছেন যে ছয় সপ্তাহের কৌশলটি ছয় মাস স্থায়ী লকডাউনের চেয়ে বেশি ভাল।

মেট্রোপলিটন মেলবোর্নে রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ থাকবে।তবে যারা কাজ থেকে বাড়ি ফিরবেন এবং যারা সেবা দেয়া বা নেয়ার জন্য বাড়ির বাহিরে যাবেন তারা এর আওয়তা মুক্ত থাকবেন।

মেলবোর্নের স্থানীয়দের কেনাকাটা বা অনুশীলনের জন্য বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করতে দেওয়া হবে না।
প্রতি পরিবারের কেবলমাত্র একজনকে প্রয়োজনীয় রিটেল আউটলেটগুলিতে কেনাকাটার অনুমতি দেওয়া হবে।
প্রতিদিনের ব্যায়াম এক ঘন্টা পর্যন্ত সীমাবদ্ধ এবং কেবল অন্য একজনের সাথে তা করা যাবে।এবং বুধবার ৫ আগস্ট মধ্যরাত থেকে বিবাহের উপর নিষেধাজ্ঞাগুলি জারি করা হবে।মিঃ অ্যান্ড্রুজ বলেন লকডাউনের কার্যকারিতা একটি সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে।

এদিকে, মিশেল শায়ার সহ আঞ্চলিক ভিক্টোরিয়ায় বুধবার ৫ আগস্ট মধ্যরাত থেকে স্টেজ থ্রী নিষেধাজ্ঞার মধ্য পড়বে ।
কেবল মাত্র প্রয়োজনীয় খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং সেবা দেয়া বা নেয়ার ক্ষেত্রে শিথিলতা থাকছে।এছাড়াও অনুশীলন, কাজ এবং লেখাপড়ার জন্য বাড়ির বাহিরে যেতে পারবেন।
অনুমান করা হয় যে মেলবোর্নে স্টেজ থ্রী বিধিনিষেধ কার্যকর করার কারণে প্রায় ২০০০০ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া গেছে ।
তবে ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রেট সুতন বলেন যে তাদের আগের স্তরের নিষেধাজ্ঞাগুলি টেকসই ছিল না।

বুধবার ৫ আগস্ট থেকে, রাজ্যজুড়ে সমস্ত স্কুল শিক্ষার্থীরা বাসা থেকে লেখাপড়া করবে। ঝুঁকিপূর্ণ বাচ্চারা যাদের অভিভাবকদের অবশ্যই কাজে যেতে হবে তারা এই নিয়মের বাহিরে থাকবে। টেফ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নও দূরবর্তীভাবে করতে হবে।

বৃহস্পতিবার ৬ আগস্ট থেকে মেলবোর্নের কিন্ডি এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন সার্ভিস গুলিতে একই নিয়ম প্রযোজ্য হবে।
ভিক্টোরিয়ার এডুকেশন মিনিস্টার জেমস মার্লিনো স্বীকার করেন স্টেজ ফোর এর ফলে শিক্ষার্থী ও পরিবারে উপর প্রভাব পড়বে।

মিঃ মার্লিনো বলেন,Victorian Certificate of Education VCE পরীক্ষার তারিখগুলি পরিবর্তন হবে না, শিক্ষাবর্ষ শেষে যার ইয়ার ১২ এর শিক্ষার্থীদের ATAR Australian Tertiary Admission Rank ফলাফল প্রাপ্তির সুযোগ দেওয়া হবে।

এদিকে, ভিক্টোরিয়া পুলিশ সতর্ক করছে যে স্টেজ ফোর লকডাউন নিয়ম লঙ্ঘনের কারণে ১৬০০ ডলারের এর বেশি জরিমানা করা হতে পারে।
পুলিশ মিনিস্টার লিসা নেভিল সম্প্রদায়কে তা মেনে চলার জন্য অনুরোধ করছেন।

কর্মসংস্থান ও কর্মক্ষেত্র সম্পর্কিত আরও বিধিনিষেধ ঘোষণার করা হয়েছে ।

প্রিমিয়ার অ্যান্ড্রুজ বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে ইনকাম সাপোর্ট এবং ক্যাশ ফ্লো সাপোর্ট ব্যবস্থাগুলি নিয়ে আলোচনা চালিয়ে যাবেন।

চিফ হেলথ অফিসার ব্রেট সুতন বলেন স্টেজ ফোর এর ফলাফল সাত দিনের মধ্যেই স্পষ্ট হবে।

আপনার ভাষায় করোনাভাইরাসের আরো তথ্য জানতে ক্লিক করুন sbs.com.au/coronavirus


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand