উঠে গেল মেলবোর্নের রাত্রীকালীন কারফিউ

Victorian premier Daniel Andrews

Victorian premier Daniel Andrews Source: AAP

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ মেলবোর্নের করোনভাইরাস লকডাউন সহজ করার লক্ষে কিছু নিরাপদ এবং দৃঢ় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।অন্যদিকে রাজ্যের সীমানাগুলো নিরাপদে পুনরায় খোলার আশা ব্যাক্ত করে ফেডারেল ট্যুরিজম মিনিস্টার বলেন যে বছরের শেষ নাগাদ তিনি নিউজিল্যান্ড ট্রাভেল বাবুল এর ব্যাপারে আশাবাদী।প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


২ রা আগস্টের পর থেকে আট সপ্তাহ ধরে ভিক্টোরিয়ান সরকারের রাজ্যটিতে করোনভাইরাস সঙ্কট প্রশমিত করার প্রচেষ্টার অংশ হিসাবে মেলবোর্ন রাত্রীকালীন কারফিউ জারি করেছিল।তবে মেলবোর্নে কোভিড ১৯ এর গত দু'সপ্তাহের সংক্রমণের গড় ২২.১ এ নেমে গেছে - যা কিনা গড় ৩০ থেকে ৫০ এর লক্ষ্যমাত্রার নীচে - প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন পরিস্থিতি বদলাতে শুরু করতে পারে। তিনি বলেন আজকের রাট হবে কারফিউর শেষ রাত।

আজ সোমবার থেকে কমপক্ষে ১২7,০০০ কর্মচারীকেও অনসাইটের কাজে ফিরে যেতে দেওয়া হবে, যা প্রত্যাশিত সংখ্যার চেয়ে ৩,০০০ বেশি।
একটি পরিবার, বা দুটি পরিবারের পাঁচজন লোককে একত্রে বাইরে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হবে। প্রতিটি পরিবারে প্রতিদিন কেনাকাটা করতে যাওয়া একজন ব্যক্তির সীমাও ২৭ সেপ্টেম্বর রাত এগারোটার পরে থেকে তুলে নেয়া হয়েছে।

৩ অক্টোবর থেকে, ইয়ার ১২ এর শিক্ষার্থীরা এসেসমেন্টের জন্য স্কুলে যাতে পারবে এবং ১২ অক্টোবর থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যেতে পারবে ।

গ্রেগ মেলবোর্নের উত্তর-পূর্বে ডনকাস্টারে বসবাস করেন তিনি বলেন যে এটি তার পরিবারের জন্য একটি কঠিন বছর ।

অন্যান্য নিষেধাজ্ঞা শিথিল এর মধ্যে রয়েছে হাসপাতালের রোগীদের সর্বাধিক দুই ঘন্টার জন্য একজন দর্শনার্থীর সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে, এবং পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিদিন দুই ঘন্টা ব্যায়ামের সীমা বলবৎ রাখা হয়েছে ।

উইল মেলবোর্ন সাবাবের এর সাউথ ইয়ারের বসবাসকারী দমকলকর্মী।তিনি বলেন যে তিনি আরোপিত নিষেধাজ্ঞার গুরুত্ব বোঝেন তবে তিনি তার সাভাবিক ফিটনেস মিস করছেন।

৩০ জুনের পর প্রথমবারের মতো, ভিক্টোরিয়ায় ৪০০ টিরও কম সক্রিয় করোনাভাইরাস এর সংক্রমণ রেকর্ড করা হয়েছে।তবে চিফ হেলথ অফিসার প্রফেসর ব্রেট সুতন সতর্ক করে বলেন যে কম সংখ্যা মানে এই নয় যে বাসিন্দারা এখনই প্রাক-মহামারী জীবনে ফিরে যেতে পারেন।


ভিক্টোরিয়ান সরকার মূলত নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ আগে - ১৯ অক্টোবর নিষেধাজ্ঞাগুলি শিথিল করতে তাদের রোডম্যাপের তৃতীয় পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।তবে বিরোধী দলনেতা মাইকেল ও'ব্রায়ান বলেন যে বলে যে এটি যথেষ্ট দ্রুত নয়।

ইতোমধ্যে কুইন্সল্যান্ডে একটি নতুন করোনাভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে -যে কিনা হোটেল কোয়ারান্টিনে থাকা একজন বিদেশ ভ্রমণকারী।

অন্যদিকে গতকাল নিউ সাউথ ওয়েলসে,১০ জুনের পরে প্রথমবারের মতো কোভিড ১৯ এর কোনও নতুন সংক্রমণ রেকর্ড করা হয়নি।
নিউ সাউথ ওয়েলস হেলথের ডাঃ ক্রিস্টিন সেলভি বলেছেন যে রাজ্যে জন্য এটির গুরুত্বপূর্ণ পরীক্ষার সংখ্যা বেশি রাখা , যার ফলে কর্তৃপক্ষ সম্প্রদায়ের মধ্যে কতটা ভাইরাস রয়েছে তার সঠিক চিত্র নির্ণয় করতে পারবে।

ফেডারেল পর্যটন মন্ত্রী সাইমন বার্মিংহাম বলেন, তিনি আশাবাদী যে বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি travel bubble প্রতিষ্ঠিত করা হতে পারে।তবে তিনি বলেন যে রাজ্য এবং টেরেটরি গুলি অবশ্যই প্রথমে একে অপরের সীমান্ত খুলতে হবে ।

আপনি sbs.com.au/coronavirus এ আপনার ভাষায় করোনভাইরাস আপডেট জানতে পারেন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand