নিউ সাউথ ওয়েলস গ্রিন্স দল বলছে, দেহ তল্লাশির ক্ষেত্রে পুলিশ তাদের ‘কোটা’ পূরণ করছে

Police officers search a women

Police officers search a women (centre) after being handcuffed in Sydney on Wednesday, April 30, 2008. Source: AAP

১২ মাসে কতোগুলো স্ট্রিপ-সার্চ করতে হবে সে সম্পর্কে পুলিশ বিভাগকে হুকুম দেওয়া হয়ে থাকে বলে উল্লেখ করলো নিউ সাউথ ওয়েলস গ্রিন্স পার্টি। তারা এ বিষয়টিকে “কোটা” বলেও অভিহিত করে। এই সংখ্যাটি প্রায় কোয়ার্টার মিলিয়ন বা ২৫০ হাজারের কাছাকাছি। ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্টের মাধ্যমে এই তথ্য উদঘাটিত হয়েছে।


যেখানেই করা হোক না কেন, স্ট্রিপ-সার্চ অবমাননাকর হতে পারে এবং কখনও কখনও এটি অপ্রয়োজনীয়ও বটে।

জানা গেছে নিউ সাউথ ওয়েলস পুলিশের গত অর্থ বছরে ২৪০ হাজারেরও বেশি ব্যক্তির স্ট্রিপ সার্চের লক্ষ্য মাত্রা ছিল, যার মধ্যে রয়েছে ফ্রিস্ক বা গায়ে হাত বুলিয়ে সার্চ করাও।

ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় স্টেট গ্রিন্স এমপি David Shoebridge এই তথ্য সংগ্রহ করেছেন।

জানা গেছে নিউ সাউথ ওয়েলস পুলিশের গত অর্থ বছরে ২৪০ হাজারেরও বেশি ব্যক্তির স্ট্রিপ সার্চের লক্ষ্য মাত্রা ছিল।

আর এই লক্ষ্য মাত্রার প্রায় তিন হাজার কম সংখ্যক সার্চ সম্পাদন করা হয়েছে।

পুলিশের আরও ১০০ হাজার মুভ-অন-অর্ডার টার্গেট ছিল। যা কিনা এর আগের বছরের তুলনায় ২০ হাজার বেশি।

এসব সংখ্যাকে অপরাধ দমনের ক্ষেত্রে নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের উদ্যোগী কার্যক্রমের সূচক হিসেবে তুলে ধরছে।

একজন মুখপাত্র বলেন,

“যখন একজন পুলিশ কর্মকর্তা তার সার্চ পাওয়ার খাটান তখন Law Enforcement Powers and Responsibilities Act অনুসারে অবশ্যই তা যৌক্তিক হতে হবে। এই শর্ত পূরণ না হলে সার্চ করা যাবে না।”

নিউ সাউথ ওয়েলস স্টেটের কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ-এর Stephen Blanks বলেন, এই ক্ষেত্রে বৈশ্বিক দিক-নির্দেশনা রয়েছে।

সিডনির রেডফার্ন লিগ্যাল সেন্টারের সলিসিটির Samantha Lee বলেন, এই সার্চের সংখ্যার ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রার কোনো প্রভাব রয়েছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য তিনি এই স্টেটের অডিটর-জেনারেলের বরাবর লিখবেন।

Mr Blanks বলেন, জনগণ পুলিশ বাহিনির প্রতি আস্থা হারানোর আগেই নিউ সাউথ ওয়েলস পুলিস সাড়া দেবে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand