নারীদের প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজন আচরণগত সংশোধন ও ইতিবাচক মানসিকতা

download.jpg

It’s never too young or never too late to talk to your children about respect. Source: Getty / cavan images

নারীদের প্রতি অসম্মানজনক বা আক্রমণাত্মক আচরণের সাফাই গাইতে গিয়ে বহুবারই আমরা এরকম শুনেছি যে “ছেলেরা তো এমন করবেই” অথবা “ও এরকম করেছে কারণ ও তোমাকে পছন্দ করে”- এই কথাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের কথা শুনতে খুব সাধারণ শোনালেও এগুলোর মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই আগ্রাসন ও সহিংসতাকে খুব স্বাভাবিক হিসেবে মেনে নিচ্ছি। আর সেই সাথে এরকমটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে আগ্রাসন ছেলেদের স্বভাবজাত বৈশিষ্ঠ অথবা নিজেদের উপরে সহিংসতা ডেকে আনে মেয়েরাই।


সব ধরনের অসম্মান সহিংসতায় পরিবর্তিত না হলেও, সাধারণত নারীদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা শুরু হয় অসম্মানজনক আচরণ দিয়ে। তাই আমরা শুরুতেই এটি থামিয়ে দিয়ে এই চক্রের অবসান ঘটাতে পারি।

“Stop it at the start” বা "শুরুতেই থামিয়ে দিন” সমস্ত লিঙ্গ-ভিত্তিক সহিংসতার চক্র ভাঙার জন্য একটি জাতীয় কর্মসূচী।

সামাজিক সেবা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সহকারী মন্ত্রী জাস্টিন এলিয়ট বলেন, শুরুতেই থামিয়ে দিয়ে আমরা সবাই এ বিষয়ে ভূমিকা রাখতে পারি।
২০১৬ সালে নারী ও শিশুদের প্রতি ভয়াবহ সহিংসতার পরিসংখ্যান সামনে আসার পরে এই প্রচারাভিযান শুরু করা হয়।

এই কার্যক্রমের মাধ্যমে এটিই বলা হয় যে তরুণদের আচরণ প্রভাবিত হয় মূলত তাদের চারপাশের প্রাপ্তবয়স্ক অভিভাবকদের আচরণের দ্বারা। বড়দের আচরণ অনুসরণের মাধ্যমেই ছোটদের আচরণ প্রভাবিত হয়ে থাকে।

এ কারণেই এই কার্যক্রমের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের উৎসাহিত করা হয় তাদের নিজেদের আচরণ সংশোধনের দ্বারা ইতিবাচক উদাহরণ তৈরি করতে ও তরুণদের ভাল ব্যবহারে অনুপ্রাণিত করতে।

ড: রোজিনা ম্যাকঅ্যালপাইন একজন প্যারেন্টিং বিশেষজ্ঞ এবং ইন্সপায়ার্ড চিলড্রেন নামক বইটির লেখক। তিনি বলেন, "ছেলেরা তো এমন করবেই", এ ধরণের অজুহাতগুলো তরুণদের অসম্মানজনক আচরণকে প্রশ্রয় দেয় এবং তাদেরকে এই ভুল ধারণা দেয় যে অসম্মানজনক আচরণ করা অন্যায় নয়।
gettyimages-1199409735.jpg
Past generations believed that discipline and corporal punishment was the way to raise good kids. Source: Getty / Flux Factory
ড: ম্যাকঅ্যালপাইন নিজেও এমন একটি বাড়িতে বেড়ে উঠেছেন যেখানে নিজের দাদা ও বাবার কাছ থেকেও তিনি সহিংসতা দেখেছেন।

তিনি বলেন, তার মা-ও সেই প্রজন্মের মানুষ ছিলেন, যারা বিশ্বাস করতেন যে সন্তানদের শৃঙ্খলা শেখানোর দায়িত্ব বাবাদের ওপর।

এই ধরনের চক্র ভাঙ্গা খুব কঠিন হয় কারণ ড: ম্যাকঅ্যালপাইনের বাবার মতো যারা সহিংস আচরণ করে, তারা বিশ্বাস করে যে তারা সঠিক কাজটিই করছে।

এভাবেই সহিংসতার এই চক্রটি চলতেই থাকে।

ড: ম্যাকঅ্যালপাইন অনেক বছর ধরে প্যারেন্টিং পদ্ধতিগুলি নিয়ে গবেষণা করেছেন এবং সঠিক কর্মপদ্ধতির মাধ্যমে তাঁর পরিবারের সহিংসতার চক্রটি ভেঙে দিয়েছেন।

তবে এই চক্রটি ভাঙ্গার অর্থ প্রাপ্তবয়স্কদের তাদের নিজেদের আচরণের বিষয়ে কেবল সচেতন করাই নয়।

সহকারী মন্ত্রী জাস্টিন এলিয়ট বলেন, এই প্রচারণার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পারস্পরিক সম্পর্কের প্রতি সম্মান ও লিঙ্গ সমতা সম্পর্কে সক্রিয় ও উন্মুক্ত আলোচনা অব্যাহত রাখতে উৎসাহিত করা।

ড: ম্যাকআলপাইন বলেন, আপনার সন্তানদের সাথে সম্মান ও শ্রদ্ধার বিষয়ে কথা বলার জন্য খুব বেশি সময় অপেক্ষার প্রয়োজন নেই, যে কোনো বয়সেই তা শুরু করা যায়।
gettyimages- 2.jpg
Parents and carers have the responsibility to educate children about respect Source: Getty / MoMo Productions
“স্টপ ইট অ্যাট দ্য স্টার্ট” কার্যক্রমের মাধ্যমে সন্তানদের সহজাত ও অনিচ্ছাকৃত অজুহাতগুলি সনাক্ত করতে ও এ বিষয়গুলো নিয়ে আলাপ শুরু করতে এবং সর্বোপরি সন্তানের প্রতিক্রিয়া দেখে সে অনুযায়ী সহযোগিতা করতে সাহায্য করা হয়।

সহকারী মন্ত্রী আরও বলেন, অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় সম্প্রদায়ের জন্য এ বিষয়ক তথ্যগুলি বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করে রাখা হয়েছে।

মারিয়া ডিমোপৌলোস সেফ অ্যান্ড ইক্যুয়াল নামক ভিক্টোরিয়া স্টেটের পারিবারিক সহিংসতা বিষয়ক পরিষেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ সংস্থা-র সভাপতি।

তিনি বলেন, সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায়ের নেতারাও সংবেদনশীল উপায়ে এই সমস্যাগুলির প্রসঙ্গ উল্লেখ করে সেগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সহকারী মন্ত্রী জাস্টিন এলিয়ট জানান, "স্টপ ইট অ্যাট দ্য স্টার্ট" কার্যক্রমটি এই বছর চতুর্থ বর্ষে পদার্পন করেছে এবং এখন পর্যন্ত করা পর্যালোচনা বলছে যে এটি সহিংসতা বন্ধে কার্যকরী ভূমিকা পালন করছে।

তাহলে আসুন আমাদের শিশুদের আমরা সম্মানজনক আচরণ সম্পর্কে শিক্ষিত করে তুলি। সহিংসতার উপস্থিতি স্বীকার করে নিয়ে আমরা শুরুতেই এটি থামিয়ে দিতে পারি এবং শিশুদের সামনে নিজেদেরকে ইতিবাচক রোল মডেলে পরিণত করতে পারি।


যদি আপনি বা আপনার পরিচিত কেউ যৌন হয়রানি বা নিপীড়নের শিকার হন তাহলে 1800RESPECT এর নম্বর 1800 737 732 এ কল করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন। জরুরী প্রয়োজনে 000 নম্বরে কল করুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand