নিউ সাউথ ওয়েলসে স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপকদেরকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

Gladys Berejiklian, Scott Morrison Shane Fitzsimmons speak to the media during a press conference at NSW Rural Fire Service (RFS) Headquarters.

Gladys Berejiklian, Scott Morrison Shane Fitzsimmons speak to the media during a press conference at NSW Rural Fire Service (RFS) Headquarters. Source: AAP Image/Bianca De Marchi

ঝুঁকিপূর্ণ বুশফায়ার নেভাতে দশ দিনের বেশি যারা কাজ করবেন সে রকম স্বেচ্ছাসেবী ফায়ারফাইটারদেরকে ক্ষতিপূরণ প্রদান করবে বলেছে ফেডারাল সরকার। নিউ সাউথ ওয়েলসের স্বেচ্ছাসেবী ফায়ারফাইটাররা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


সেপ্টেম্বর মাস থেকে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিপদজনক বুশফায়ারের আগুন জ্বলছে।

বুশফায়ারের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় এ পর্যন্ত আট ব্যক্তির মৃত্যু হয়েছে। চার মিলিয়ন হেক্টরেরও বেশি ভূমি বিনষ্ট হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, নিউ সাউথ ওয়েলসে বিপদজনক বুশফায়ারগুলোর সঙ্গে সংগ্রামরত ফায়ারফাইটাররা আর্থিক ক্ষতিপূরণ পাবেন।

উপযুক্ত ফায়ারফাইটাররা A$6000 পর্যন্ত পাবেন। যেসব ফায়ারফাইটার ঝুঁকিপূর্ণ আগুন নেভাতে ১০ দিনের বেশি কাজ করবেন তারা এর জন্য বিবেচিত হবেন। দিন প্রতি A$300 করে। এটা ট্যাক্স ফ্রি।


মিস্টার মরিসন বলেন, জনগণের নিরাপত্তাবিধানে স্বেচ্ছাসেবীরা যে ত্যাগ স্বীকার করছে তার স্বীকৃতি প্রদান করাটা গুরুত্বপূর্ণ।

এই উদ্যোগটি পুরো অস্ট্রেলিয়া জুড়ে না নেওয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সমালোচনা করেছেন ফেডারাল বিরোধী দলীয় নেতা অ্যান্থোনি অ্যালবানিজ। 

তিনি বলেন, প্রতিটি স্টেটের স্বেচ্ছাসেবী ফায়ারফাইটারদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত।

মিস্টার অ্যালবানিজ বলেন, আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের মধ্যবর্তী ব্যক্তির ভূমিকা পালন করাটা ঠিক হবে না।

মিস্টার মরিসন বলেন, প্রতিটি স্টেটের স্বায়ত্তশাসনের প্রতি তিনি শ্রদ্ধা পোষণ করেন। অন্যান্য স্টেটগুলোর নেতৃবৃন্দ এক্ষেত্রে এগিয়ে এলে স্বাগত জানাবেন তিনি।

আর্থিক সহায়তা প্রদানের একই ধরনের স্কিম বাস্তবায়ন করছে সাউথ অস্ট্রেলিয়া।

সাউথ অস্ট্রেলিয়ার রাজ্য সরকার বলছে, নিউ সাউথ ওয়েলসে দীর্ঘ দিন ধরে আগুন জ্বলছে। আগুন নেভাতে স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা স্বীকৃতি লাভের উপযুক্ত।


Valley Heights Rural Fire Service Brigade এর স্বেচ্ছাসেবী ফায়ারফাইটার Stewart Temesvary বলেন, ফায়ারফাইটাররা যে কাজ করছে তার স্বীকৃতি হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে।

তবে, কোনো কোনো স্বেচ্ছাসেবী ফায়ারফাইটার আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ করার পক্ষপাতি নন।

Valley Heights Rural Fire Service Brigade এর Senior Deputy Captain Bert Clarke বলেন, স্বেচ্ছাসেবীদের ভূমিকাকে খাটো করে এই অর্থ।

২০২০ সালের জানুয়ারির শেষ নাগাদ এই অর্থ প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand