সেটেলমেন্ট গাইড: অল্প বয়সেই অটিজমের উপসর্গ নির্ণয় করে যেভাবে শিশুদের সহায়তা করা সম্ভব

settlement Guide: Autism

Mature woman with autistic daughter Source: Getty Images

অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যা বিভিন্নভাবে কোন ব্যক্তিকে প্রভাবিত করে। প্রতিবছর ২ এপ্রিল আন্তর্জাতিকভাবে অটিজম সচেতনতা দিবস পালিত হয়। অল্প বয়সেই অটিজমের উপসর্গ নির্ণয় করে শিশুদের সহায়তা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।


অটিজম-এর মধ্যে তিনটি প্রচলিত শ্রেণিবিন্যাস রয়েছে: অটিস্টিক ডিসঅর্ডার, অ্যাস্পেরজার সিনড্রোম এবং পারভ্যাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার।

অটিজম স্পেকট্রাম অস্ট্রেলিয়া বলছে যে অস্ট্রেলিয়ানদের মধ্যে প্রতি ৮০ জনের মধ্যে প্রায় একজন অটিজমের নিয়ে বেঁচে থাকে যা ২০১৪ সালের পর থেকে আনুমানিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


 গুরুত্বপূর্ণ দিকগুলো

  • মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত সামাজিক অস্বস্তিবোধ অভিভাবকদের প্রাথমিক লক্ষণগুলির জন্য চিকিৎসা নিতে বাধা দেয়।
  • প্রথম থেকেই শিশুদের অটিজম সনাক্তকরণ তাদের জন্য গেম-চেঞ্জার হতে পারে।
  • শিশু এবং দু'তিন বছর বয়সী বাচ্চাদের মধ্যে অটিজম দেখা দিলে তাদের যোগাযোগ দুর্বল হয়, যার মধ্যে আছে তাদের মুখের অভিব্যক্তি, চোখের যোগাযোগ এবং প্রাথমিক শরীরের ভাষার অভাব রয়েছে।
মেলবোর্ন ভিত্তিক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজ খিলান বলেছেন যে মানসিক স্বাস্থ্য বিষয়গুলির সাথে জড়িত সামাজিক লজ্জাবোধ অভিভাবকদের প্রাথমিক লক্ষণগুলির জন্য চিকিৎসা করাতে বাধা দেয়।

"অটিজমের শিকার হওয়া কোন শিশুর মৌখিক এবং অ-মৌখিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ, সামাজিক এবং খেলাধুলার দক্ষতা সেই বয়স অনুযায়ী প্রত্যাশার চেয়ে কম হয়।"
settlement Guide: Autism
A survey conducted by Amaze shows a low level of understanding about autism. Source: Getty Images
এ বিষয়ে যে সব গবেষণা হয়েছে তা থেকে জানা যায় যে প্রথম থেকেই শিশুদের অটিজম সনাক্তকরণ তাদের জন্য গেম-চেঞ্জার হতে পারে।

ক্যারি নিকলের চার বছরের ছেলে চেসের বয়স যখন দুই তখন তার অটিজম ধরা পরেছিল। তিনি বলেন যে প্রাথমিক সনাক্তকরনের ফলে তার পরিবার একটি লক্ষে পৌঁছুতে পেরেছে।

"আপনার সন্তানের অল্প বয়সে রোগ নির্ণয় করা, এটি কেবল তাদের সহায়তা করবে না, এটি আপনাকেও সহায়তা করবে।"

জেনেটিক গবেষণা পরামর্শ দেয় যে একজন পিতা বা মাতার অটিজম থাকলে সন্তানেরও অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। স্পেকট্রাম ডিসঅর্ডারটি মেয়েদের তুলনায় অল্প বয়স্ক ছেলেদের মধ্যে বেশি দেখা যায়।

মিজ নিকোলের ছেলে চেজ তার ১৮ মাস বয়স পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরেই সে আর উন্নতি করছিলো না। সে হাততালি দেওয়া, তার প্রিয় গানগুলির সাথে গান করা এবং কথা বলার চেষ্টাও বন্ধ করে দিয়েছিল।
Autism
Out of the 430,000 Australians receiving support under NDIS, almost 140,000 have autism. Source: Getty Images
মিজ নিকোল বলেন একজন নতুন মা হিসাবে, তার বাচ্চা ছেলের অবস্থা মেনে নেয়া খুব চ্যালেঞ্জের ছিল। তিনি বলেন যে আগে থেকেই রোগ নির্ণয় তাকে এই অবস্থা সম্পর্কে আরও অনেক কিছু জানতে সাহায্য করেছে।

শিশু এবং দু'তিন বছর বয়সী বাচ্চাদের মধ্যে অটিজম দেখা দিলে তাদের যোগাযোগ দুর্বল হয়, যার মধ্যে আছে তাদের মুখের অভিব্যক্তি, চোখের যোগাযোগ এবং প্রাথমিক শরীরের ভাষার অভাব রয়েছে।

ড: রাজ খিলান বলেন, "শিশুটির আচরণ হচ্ছে বারবার কিছু করা, এই বিষয় এবং  আচরণটি যোগাযোগের অভাব থেকে হচ্ছে , এটি সাংস্কৃতিক বা সামাজিক পার্থক্য থেকে ব্যাখ্যা করা যায় না।"

বন্ধু বানানো এবং তাদের সমবয়সীদের সাথে সংযোগ রাখা একটি শিশুর বিকাশের অংশ। কিন্তু লাইফ অটিজম সেন্টার লার্নিংয়ের প্রধান মনোবিজ্ঞানী সারাহ উড বলেন যে অটিস্টিক শিশুরা প্রায়ই এই জাতীয় যোগাযোগ তৈরী করতে অসুবিধা বোধ করে।

তিনি বলেন, " অটিজমে আক্রান্ত বাচ্চারা স্বাভাবিক যোগাযোগ করা খুব কঠিন বলে মনে করে,  কারণ তারা সামাজিক বিশ্বকে আমাদের থেকে আলাদাভাবে দেখে।"

তিনি পরিবারগুলিকে শিশুদের মধ্যে সামাজিক দক্ষতা বিকাশ এবং সহায়তা করার জন্য অনুরোধ করেন কারণ এটি তাদের একটি সাধারণ জীবনযাপনে সহায়তা করে।

নিকোল রিস হলেন একটি অলাভজনক সংস্থা অ্যামেজের ডেপুটি সিইও, সংস্থাটি  প্রায় ৫০ বছর ধরে ভিক্টোরিয়ার অটিস্টিক সম্প্রদায়কে সহায়তা করে আসছে। অটিজম নিয়ে সচেতনতা তৈরি এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্য অটিস্টিক শিশুদের পরিবারগুলো এই সংস্থাটি প্রতিষ্ঠা করে।

অটিজম মোকাবেলা করা যে কোন পরিবারের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে, সেই সাথে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও সহায়তা ব্যবস্থায় নতুন যারা এবং যাদের কাছে ইংরেজি তাদের প্রথম ভাষা নয় এমন লোকদের পক্ষে আরও বেশি কঠিন।

স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামেজ অটিজম কানেক্ট নামে একটি ফ্রি হেল্পলাইন চালায় যেখানে অটিস্টিক ব্যক্তি এবং তাদের পরিবারগুলো পরামর্শ, সহায়তা এবং রেফারেন্সের জন্য কল করতে পারে। অটিজম কানেক্টের বেশিরভাগ পরামর্শদাতাই নিজেরাই অটিস্টিক বা তাদের বাবা-মায়েদের অটিস্টিক বাচ্চা রয়েছে, তাই তারা যা জানেন তাতে আস্থা রাখা যায়।
A close up of Centrelink and NDIS signage in Norwood, Adelaide. Thursday, April 16, 2020.
A close up of Centrelink and NDIS signage in Norwood, Adelaide. Source: AAP
অস্ট্রেলিয়ান স্থায়ী ও গুরুতর প্রতিবন্ধীদের সহায়তা প্রদানের জন্য প্রায় সাত বছর আগে জাতীয় প্রতিবন্ধী বীমা প্রকল্প বা এন-ডি-আই-এস গঠিত হয়েছিল।

এনডিআইএস থেকে সহায়তা প্রাপ্ত প্রায় ৪,৩০,০০০ অস্ট্রেলিয়ানদের মধ্যে   ১৪০,০০০ জনই অটিজমের জন্য সহায়তা পায় এবং এর বেশিরভাগই শিশু। এই সংখ্যাটি এই প্রকল্পের মধ্যে বৃহত্তম যাদের নির্দিষ্ট কারণে সহায়তা পাচ্ছে।

ন্যাশনাল ডিস্যাবিলিটি ইন্সুরেন্সের স্কীমের শাখা ব্যবস্থাপক, শ্যানন রিস বলেছেন, এনডিআইএস-এর আর্লি ইন্টারভেনশন কর্মসূচী একটি অটিস্টিক শিশুর জীবনে অত্যন্ত জরুরি। মিস রিস তার ব্যক্তিগত ঘটনা শেয়ার করে বলেন যে তার ভাগ্নি এই প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছে যা এই শিশুদের একটি সফল জীবনের জন্য সাহায্য করে।

এনডিআইএস-এর একটি কমিউনিটি সংযোগকারী প্রোগ্রামও রয়েছে এবং একটি ট্রান্সলেটিং সার্ভিসও রয়েছে যা বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের কাছে পৌঁছানোর লক্ষ্যে করা হয়েছে। এখানে তাদের ফোকাস হল এই স্কিম সম্পর্কে সচেতনতা এবং এটি কেন করা হয়েছে তা নিশ্চিত করা এবং এটি থেকে কিভাবে সাহায্য পাওয়া যাবে সে ব্যাপারে সহায়তা করা।

অ্যামেজ ওয়েবসাইটে আপনি অটিজম সম্পর্কে আরও তথ্য পেতে পারেন, এখানে এনডিআইএস সেবা, অটিজম স্কুল এবং স্বাস্থ্য সহায়তার বিষয়গুলি ভালো করে ব্যাখ্যা করা হয়েছে।

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুনঃ



 

 

 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand