সাউথ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত

 International student Cindi Du

International student Cindi Du Source: Supplied

আন্তর্জাতিক আগমনকারীদের সীমাবদ্ধতা উঠিয়ে নেয়ার সিদ্ধান্তের সাথে সাথে ফেডারেল সরকারের উপর চাপ বাড়ছে পরীক্ষামূলক ভাবে ৩০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় আনার বিষয়ে সম্মত হওয়ার জন্য। অস্ট্রেলিয়ান প্রথম পাইলট প্রোগ্রামটি করোনা ভাইরাস মহামারীজনিত কারণে ক্ষতিগ্রস্থ উচ্চশিক্ষা খাত পুনরুদ্ধার করতে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফিরে আসলে তা রাজ্য এবং টেরিটোরি গুলি কিভাবে পরিচালনা করবে তা পরীক্ষা করে দেখা হবে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


সিন্ডিডু Cindi Du ২০২০সালের বেশিরভাগ সময় ধরেই সাংহাইয়ে আটকা পড়েছিল এবং এখন অ্যাডিলেডে তার শৈশবকালীন শিক্ষিকা হওয়ার স্বপ্নটি বাধার মুখে পড়েছে ।শত শত শিক্ষার্থীর মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া শিক্ষার্থীরা অন্যতম যারা আশা করছে একটি পাইলট প্রোগ্রাম শীঘ্রই অনুমোদিত হবে , যার ফলে চীন, জাপান, হংকং এবং সিঙ্গাপুরের শিক্ষার্থীরা সাউথ অস্ট্রেলিয়ায় শ্রেণিকক্ষে ফিরেতে পারবে।

সাউথ অস্ট্রেলিয়া সরকার এই প্রকল্পটি গত মাসে প্রস্তাব করেছিল কিন্তু তখন থেকে প্রধানমন্ত্রী স্কট মরিসন এটিকে অপেক্ষায় রেখেছেন।
স্টাডি অ্যাডিলেড হ'ল স্বাধীন একটি সংস্থা যারা প্রস্তাবটিতে নিয়ে কাজকরছে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারিন কেন্ট বলেন, পাইলটটি বাস্তবায়নের জন্য প্রস্তুত।

সাউথ অস্ট্রেলিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে তার হোটেল কোয়ারেন্টাইনের ক্ষমতা প্রতি সপ্তাহে ৮০০ জনে উন্নীত করবে , যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৬০০ স্থান থাকবে ।আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা মহামারীর আগে থেকে অ্যাডিলেডে রয়েছেন তারা তাদের সহপাঠীদের ফিরে আসার গুরুত্ব বোঝেন ।মিকাটমযিনি হংকং থেকে তিন বছর আগে অ্যাডিলেডে এসেছিলেন এবং কোরিয়ায় আটকে থাকা তাঁর বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

শিক্ষা খাতটি সাউথ অস্ট্রেলিয়ায় বাৎসরিক ২.২ বিলিয়ন ডলার যোগান দেয় , সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই যে স্থানীয় ব্যবসায়ীরা যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভর করে তারাও এই ট্রায়ালটি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।নাথানওয়াং অ্যাডিলেড নগরে ছোট ব্যবসা BBQ City. এর ম্যানেজার .তিনি বলেন যে আন্তর্জাতিক ছাত্রছাত্রী ছাড়া তার রেস্তোঁরাটির আয় অর্ধেকেরও বেশি কমে গেছে ।

শিক্ষার্থীদের এ-সি-টি-তে আনার অনুরূপ স্কিমটি ভিক্টোরিয়ায় করোনভাইরাসের দ্বিতীয় ওয়েভ পরে জুলাইয়ে বাতিল করা হয়েছিল।
কিছু সাউথ অস্ট্রেলিয়ানরা উদ্বিগ্ন যে পাইলট প্রোগ্রামটির ফলে রাজ্যের কোভিড -১৯ মুক্ত রেকর্ডটি ভেঙে যেতে পারে।

তবেসিন্ডি ডুয়ের মতো শিক্ষার্থীরা বলেছে যে তারা রাজ্যের সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে প্রস্তুত এবং ইচ্ছুক, যাতে করে তারা অস্ট্রেলিয়ায়পড়াশোনা করতে ফিরেআসতে পারে।

প্রজেক্টির সময়সীমা নিয়ে আলোচনা চলছে।

আপনি sbs.com.au/coronavirus এ আপনার ভাষায় করোনাভাইরাস আপডেট জানতে পারেন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand